ETV Bharat / bharat

Delhi Court over Hair Transplant : সেলুনে অপেশাদারদের দিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, উদ্বিগ্ন দিল্লি হাইকোর্ট - Delhi Court over Hair Transplant

অনেক সেলুনে চুল গজিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে বহু মানুষ সেখানে যান ৷ কিন্তু সাধারণ মানুষ জানেন না এই প্রক্রিয়া কতখানির বিপজ্জনক ৷ এ নিয়ে সচেতন হওয়ার কথা জানাল দিল্লি হাইকোর্ট (Delhi Court over Hair Transplant) ৷

Risky Hair Transplant in Salons
সেলুনে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট
author img

By

Published : May 13, 2022, 3:49 PM IST

নয়াদিল্লি, 13 মে : কৃত্রিম উপায়ে চুল প্রতিস্থাপন বা 'হেয়ার ট্রান্সপ্ল্যান্ট' নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করল দিল্লি হাইকোর্ট ৷ বহু সেলুনে কোনও চিকিৎসকের পর্যবেক্ষণ ছাড়া অযোগ্য লোকদের দিয়ে এই কাজ করানো হয় ৷ শুক্রবার বিচারপতি অনুপ কুমার মেন্ডিরাট্টা এ বিষয়ে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন (Delhi high court expresses concern over hair transplantation in salons) ৷ পরবর্তী শুনানি 27 জুলাই ৷

35 বছর বয়সী এক ব্যক্তি দিল্লির রোহিণী এলাকার একটি সেলুনে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন ৷ পরে তিনি মারা যান ৷ অভিযোগ, সেলুনের গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ৷ এই মামলাটির বিচারের দায়িত্বে রয়েছেন বিচারপতি অনুপ কুমার ৷ তিনি দিল্লির পুলিশ কমিশনারকে এই ধরনের ভুল পদ্ধতিতে চুল প্রতিস্থাপন রুখতে নির্দেশ দেন ৷ প্রয়োজনে সেলুনগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পুলিশকে ৷

আরও পড়ুন : Hair Export Business : অসাধু চক্রে আর্থিক ক্ষতির আশঙ্কা মুর্শিদাবাদের চুল রফতানি ব্যবসায়ীদের

বিচারপতি ন্যাশনাল মেডিক্যাল কমিশন এবং দিল্লি মেডিক্যাল কাউন্সিলের কাছ থেকে এই চুল প্রতিস্থাপন সংক্রান্ত রিপোর্ট চেয়েছেন ৷ বিচারপতি জোর দেন, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এমন একটি অস্ত্রোপচার, যা কোনও শিক্ষিত ডার্মাটোলজিস্ট বা প্রশিক্ষণপ্রাপ্ত শল্যচিকিৎসককে দিয়ে করানো উচিত ৷ পাশাপাশি রোগীর মত নেওয়া অবশ্যই দরকার ৷

মৃত ব্যক্তির রোহিণীর সেলুনে চুল প্রতিস্থাপন প্রক্রিয়ার জন্য 30 হাজার টাকা দিয়েছিলেন ৷ এরপর তাঁর মাথার উপরে চুল গজানোর জায়গাটি ফুলে ওঠে, সেখানে ব্যথা হয় ৷ এমনকি মুখ-চোখ, কাঁধও ফুলে যায় ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ৷

চিকিৎসকদের দেওয়া তথ্য জানাচ্ছে, এই মৃত্যুর কারণ সেপটিক শক এবং তার সঙ্গে একাধিক অঙ্গের কাজ বন্ধ হয়ে যাওয়া বা মাল্টি অর্গ্যান ফেলিওর ৷ একে স্টিভেন্স-জনসন সিনড্রোম বলে, উল্লেখ করে আদালত ৷

11 মে আদালত নির্দেশ দেয়, সেলুনগুলিতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি হয়৷ সেখানে কোনও প্রশিক্ষণপ্রাপ্ত লোক থাকে না ৷ এমনকি ডার্মাটোলজিস্ট বা প্রশিক্ষিত শল্যচিকিৎসকও থাকেন না৷ তাই এটা খুবই দুশ্চিন্তার বিষয় ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং এনসিটি দিল্লি সরকারও এ বিষয়ে নজর দিক ৷

নয়াদিল্লি, 13 মে : কৃত্রিম উপায়ে চুল প্রতিস্থাপন বা 'হেয়ার ট্রান্সপ্ল্যান্ট' নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করল দিল্লি হাইকোর্ট ৷ বহু সেলুনে কোনও চিকিৎসকের পর্যবেক্ষণ ছাড়া অযোগ্য লোকদের দিয়ে এই কাজ করানো হয় ৷ শুক্রবার বিচারপতি অনুপ কুমার মেন্ডিরাট্টা এ বিষয়ে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন (Delhi high court expresses concern over hair transplantation in salons) ৷ পরবর্তী শুনানি 27 জুলাই ৷

35 বছর বয়সী এক ব্যক্তি দিল্লির রোহিণী এলাকার একটি সেলুনে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন ৷ পরে তিনি মারা যান ৷ অভিযোগ, সেলুনের গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ৷ এই মামলাটির বিচারের দায়িত্বে রয়েছেন বিচারপতি অনুপ কুমার ৷ তিনি দিল্লির পুলিশ কমিশনারকে এই ধরনের ভুল পদ্ধতিতে চুল প্রতিস্থাপন রুখতে নির্দেশ দেন ৷ প্রয়োজনে সেলুনগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পুলিশকে ৷

আরও পড়ুন : Hair Export Business : অসাধু চক্রে আর্থিক ক্ষতির আশঙ্কা মুর্শিদাবাদের চুল রফতানি ব্যবসায়ীদের

বিচারপতি ন্যাশনাল মেডিক্যাল কমিশন এবং দিল্লি মেডিক্যাল কাউন্সিলের কাছ থেকে এই চুল প্রতিস্থাপন সংক্রান্ত রিপোর্ট চেয়েছেন ৷ বিচারপতি জোর দেন, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এমন একটি অস্ত্রোপচার, যা কোনও শিক্ষিত ডার্মাটোলজিস্ট বা প্রশিক্ষণপ্রাপ্ত শল্যচিকিৎসককে দিয়ে করানো উচিত ৷ পাশাপাশি রোগীর মত নেওয়া অবশ্যই দরকার ৷

মৃত ব্যক্তির রোহিণীর সেলুনে চুল প্রতিস্থাপন প্রক্রিয়ার জন্য 30 হাজার টাকা দিয়েছিলেন ৷ এরপর তাঁর মাথার উপরে চুল গজানোর জায়গাটি ফুলে ওঠে, সেখানে ব্যথা হয় ৷ এমনকি মুখ-চোখ, কাঁধও ফুলে যায় ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ৷

চিকিৎসকদের দেওয়া তথ্য জানাচ্ছে, এই মৃত্যুর কারণ সেপটিক শক এবং তার সঙ্গে একাধিক অঙ্গের কাজ বন্ধ হয়ে যাওয়া বা মাল্টি অর্গ্যান ফেলিওর ৷ একে স্টিভেন্স-জনসন সিনড্রোম বলে, উল্লেখ করে আদালত ৷

11 মে আদালত নির্দেশ দেয়, সেলুনগুলিতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি হয়৷ সেখানে কোনও প্রশিক্ষণপ্রাপ্ত লোক থাকে না ৷ এমনকি ডার্মাটোলজিস্ট বা প্রশিক্ষিত শল্যচিকিৎসকও থাকেন না৷ তাই এটা খুবই দুশ্চিন্তার বিষয় ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং এনসিটি দিল্লি সরকারও এ বিষয়ে নজর দিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.