ETV Bharat / bharat

Uniform Civil Code : অভিন্ন দেওয়ানি বিধি আনতে কেন্দ্রকে পদক্ষেপের নির্দেশ দিল্লি হাইকোর্টের

ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সওয়াল দিল্লি হাইকোর্টের ৷ শুক্রবার একটি মামলা প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষেণ, ভারতীয় সমাজ বিভেদ দূর করে এক হচ্ছে ৷ এই পরিবর্তনের জন্যই দেশের অভিন্ন দেওয়ানি বিধি থাকা দরকার ৷ এমনকি, কীভাবে সেই বিধি আনা যায়, সেই বিষয়ে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছে আদালত ৷

Delhi High Court asks Centre to take necessary steps for implementation of Uniform Civil Code in the country
Uniform Civil Code : অভিন্ন দেওয়ানি বিধি আনতে কেন্দ্রকে পদক্ষেপের নির্দেশ দিল্লি হাইকোর্টের
author img

By

Published : Jul 9, 2021, 8:03 PM IST

নয়াদিল্লি, 9 জুলাই : দেশে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ (Uniform Civil Code) কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi high court) ৷ শুক্রবার সংশ্লিষ্ট একটি মামলার শুনানি চলাকালীন আদালত মন্তব্য করে, ভারতে এমন একটি আইন বা বিধি থাকা উচিত, যা সকলের জন্যই প্রযোজ্য হবে ৷ আর এই কারণেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা দরকার ৷

আরও পড়ুন : Post Poll Violence : রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

এদিন আদালতের শুনানির জন্য ওঠা একটি মামলায় 1955 সালের হিন্দু বিবাহ আইন (Hindu Marriage Act, 1955) প্রয়োগ করার আবেদন জানানো হয় ৷ সেই মামলার দুই পক্ষ মীনা গোষ্ঠীভুক্ত (Meena community) ৷ তারই প্রেক্ষিতে বিচারপতি প্রতিভা এম সিং (Justice Prathiba M Singh) তাঁর পর্যবেক্ষণে বলেন, আধুনিক ভারতীয় সমাজ ক্রমশ তার বিভেদ দূর করে এক হচ্ছে ৷ জাত, সম্প্রদায় ও ধর্মের বেড়াজাল ভাঙছে ৷ আর এই পরিবর্তনের জন্যই অভিন্ন দেওয়ানি বিধি থাকা জরুরি ৷

আরও পড়ুন : গ্রিভান্স অফিসার নিয়োগের জন্য দিল্লি হাইকোর্টের কাছে 8 সপ্তাহ সময় চাইল টুইটার

প্রসঙ্গত, দেশে যদি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়, তবে তা জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে ৷ যে কোনও দেওয়ানি মামলা- যেমন, বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক সংক্রান্ত যাবতীয় দ্বন্দ্বের আইনি সমাধান অভিন্ন দেওয়ানি বিধি মেনেই করতে হবে ৷

আরও পড়ুন : 31 জুলাইয়ের মধ্যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বর্তমানে এইসব ক্ষেত্রে আলাদা আলাদা বিধি কার্যকর করা হয় ৷ সম্প্রদায় ভেদে এইসব বিধিই আইন হিসাবে প্রয়োগ করা হয় ৷ যেমন হিন্দু উত্তরাধিকার আইন, ভারতীয় ক্রিস্টান বিবাহ আইন, পার্সি বিবাহ ও বিচ্ছেদ আইন প্রভৃতি ৷ এর মধ্যে ব্য়তিক্রম শুধুমাত্র ইসলাম ধর্মবলম্বীরা ৷ তাঁদের ক্ষেত্রে বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তকের মতো ব্য়ক্তিগত বিষয়গুলির মীমাংসা করার জন্য রয়েছে মুসলিম পার্সোনাল ল’বোর্ড ৷ যা শরিয়তি আইন মোতাবেক পরিচালিত হয় ৷ কিন্তু দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে ইসলাম ধর্মাবলম্বীরাও এর আওতায় চলে আসবেন ৷

নয়াদিল্লি, 9 জুলাই : দেশে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ (Uniform Civil Code) কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi high court) ৷ শুক্রবার সংশ্লিষ্ট একটি মামলার শুনানি চলাকালীন আদালত মন্তব্য করে, ভারতে এমন একটি আইন বা বিধি থাকা উচিত, যা সকলের জন্যই প্রযোজ্য হবে ৷ আর এই কারণেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা দরকার ৷

আরও পড়ুন : Post Poll Violence : রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

এদিন আদালতের শুনানির জন্য ওঠা একটি মামলায় 1955 সালের হিন্দু বিবাহ আইন (Hindu Marriage Act, 1955) প্রয়োগ করার আবেদন জানানো হয় ৷ সেই মামলার দুই পক্ষ মীনা গোষ্ঠীভুক্ত (Meena community) ৷ তারই প্রেক্ষিতে বিচারপতি প্রতিভা এম সিং (Justice Prathiba M Singh) তাঁর পর্যবেক্ষণে বলেন, আধুনিক ভারতীয় সমাজ ক্রমশ তার বিভেদ দূর করে এক হচ্ছে ৷ জাত, সম্প্রদায় ও ধর্মের বেড়াজাল ভাঙছে ৷ আর এই পরিবর্তনের জন্যই অভিন্ন দেওয়ানি বিধি থাকা জরুরি ৷

আরও পড়ুন : গ্রিভান্স অফিসার নিয়োগের জন্য দিল্লি হাইকোর্টের কাছে 8 সপ্তাহ সময় চাইল টুইটার

প্রসঙ্গত, দেশে যদি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়, তবে তা জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে ৷ যে কোনও দেওয়ানি মামলা- যেমন, বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক সংক্রান্ত যাবতীয় দ্বন্দ্বের আইনি সমাধান অভিন্ন দেওয়ানি বিধি মেনেই করতে হবে ৷

আরও পড়ুন : 31 জুলাইয়ের মধ্যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বর্তমানে এইসব ক্ষেত্রে আলাদা আলাদা বিধি কার্যকর করা হয় ৷ সম্প্রদায় ভেদে এইসব বিধিই আইন হিসাবে প্রয়োগ করা হয় ৷ যেমন হিন্দু উত্তরাধিকার আইন, ভারতীয় ক্রিস্টান বিবাহ আইন, পার্সি বিবাহ ও বিচ্ছেদ আইন প্রভৃতি ৷ এর মধ্যে ব্য়তিক্রম শুধুমাত্র ইসলাম ধর্মবলম্বীরা ৷ তাঁদের ক্ষেত্রে বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তকের মতো ব্য়ক্তিগত বিষয়গুলির মীমাংসা করার জন্য রয়েছে মুসলিম পার্সোনাল ল’বোর্ড ৷ যা শরিয়তি আইন মোতাবেক পরিচালিত হয় ৷ কিন্তু দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে ইসলাম ধর্মাবলম্বীরাও এর আওতায় চলে আসবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.