নয়াদিল্লি, 3 জুন : একের পর এক আইনি জালে জড়াচ্ছেন যোগগুরু বাবা রামদেব ৷ বৃহস্পতিবার রামদেবের নামে সমন ইস্যু করল দিল্লি হাইকোর্ট ৷ দিল্লি মেডিক্য়াল অ্য়াসোসিয়েশনের (DMA) রুজু করা একটি মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷
আদালত সূত্রে খবর, ডিএমএ-র তরফে আবেদন করা হয়েছে, যাতে অবিলম্বে কোরোনিল কিট সম্পর্কে করা ভুল প্রচার থেকে যোগগুরুকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় ৷ প্রসঙ্গত, রামদেবের সংস্থার পতঞ্জলিই তৈরি করেছে এই কোরোনিল ৷ যোগগুরুর দাবি, এই ওষুধ করোনা নির্মূল করতে সক্ষম ৷ যদিও আজ পর্যন্ত এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি মেলেনি ৷
এরই প্রেক্ষিতে কোরোনিলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন মূল ধারার চিকিৎসকরা ৷ আর তারই ভিত্তিতে এই মামলা ৷ যার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 13 জুলাই ৷ আদালতের সাফ নির্দেশ, এই সময়ের মধ্য়ে রামদেব যেন প্রকাশ্যে কোনও বিতর্কিত মন্তব্য না করেন ৷ রামদেবের আইনজীবীকেই আদালতের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিচারপতি ৷
আরও পড়ুন : রামদেবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা বিহারের বাসিন্দার
অন্যদিকে, ডিএমএ-র দাবি, রামদেব কোরোনিল সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা প্রচার করছেন ৷ কারণ পতঞ্জলির তৈরি ওই ওষুধ মোটেও করোনাকে নির্মূল করতে পারে না ৷