ETV Bharat / bharat

Delhi Mask Mandatory : দিল্লিতে ফের মাস্ক বাধ্যতামূলক, না মানলে 500 টাকা জরিমানা - দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

রাজধানীতে করোনা সংক্রমণ ফের বেড়ে চলেছে ৷ এতেই টনক নড়েছে কর্তৃপক্ষের ৷ এবার বাড়ি থেকে বেরলে মাস্ক পরতে হবে, জানাল আপ সরকার (Delhi Mask Mandatory) ৷

Wearing Mask in Delhi Mandatory
দিল্লিতে ফের মাস্ক পরা আবশ্যিক
author img

By

Published : Apr 20, 2022, 2:09 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল : করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী ৷ তাই ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল দিল্লি সরকার ৷ বুধবার দিল্লির আপ সরকার ঘোষণা করেছে, রাস্তাঘাটে বেরলে মাস্ক পরতেই হবে ৷ না-হলে 500 টাকা জরিমানা (Delhi Government announces wearing of masks mandatory as Covid surge in national capital) ৷

দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (Delhi Disaster Management Authority, DDMA) আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ে বৈঠকে স্কুল বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আলাদা এসওপি (Standard Operating Procedure) ঠিক করা হচ্ছে ৷ খুব শিগগিরি সরকার মাস্ক আবশ্যিক করা নিয়ে একটি সরকারি নির্দেশিকা প্রকাশ করবে ৷

আরও পড়ুন : Corona Update in India: করোনা সংক্রমণ বেড়ে 2 হাজারে, মৃত 40

সূত্রে জানা গিয়েছে, রাজধানীতে কোনও বড় জমায়েত হচ্ছে কি না এবং করোনা পরীক্ষার গতি বাড়ানোর দিকে কড়া নজর রাখছে কর্তৃপক্ষ ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা পরিস্থিতির উপর খেয়াল রাখছেন ৷

আজ, বুধবার সকালে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দিল্লিতে 632 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ দৈনিক করোনা সংক্রমণের হার (dialy positivity rate) 4.42 শতাংশ ৷ মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে যা ছিল 501 ৷ দৈনিক করোনা সংক্রমণের হার 7.72 শতাংশ ৷

এর আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় 31 মার্চ দিল্লি সরকার মাস্ক না-পরায় 500 টাকা ফাইন তুলে নিয়েছিল ৷ বাইরে বেরলে মাস্ক পরা আবশ্যিক নয় বলে জানিয়েছিল ৷ হপ্তা তিনেকের মধ্য়েই ছবিটা বদলে গেল ৷

নয়াদিল্লি, 20 এপ্রিল : করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী ৷ তাই ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল দিল্লি সরকার ৷ বুধবার দিল্লির আপ সরকার ঘোষণা করেছে, রাস্তাঘাটে বেরলে মাস্ক পরতেই হবে ৷ না-হলে 500 টাকা জরিমানা (Delhi Government announces wearing of masks mandatory as Covid surge in national capital) ৷

দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (Delhi Disaster Management Authority, DDMA) আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ে বৈঠকে স্কুল বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আলাদা এসওপি (Standard Operating Procedure) ঠিক করা হচ্ছে ৷ খুব শিগগিরি সরকার মাস্ক আবশ্যিক করা নিয়ে একটি সরকারি নির্দেশিকা প্রকাশ করবে ৷

আরও পড়ুন : Corona Update in India: করোনা সংক্রমণ বেড়ে 2 হাজারে, মৃত 40

সূত্রে জানা গিয়েছে, রাজধানীতে কোনও বড় জমায়েত হচ্ছে কি না এবং করোনা পরীক্ষার গতি বাড়ানোর দিকে কড়া নজর রাখছে কর্তৃপক্ষ ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা পরিস্থিতির উপর খেয়াল রাখছেন ৷

আজ, বুধবার সকালে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দিল্লিতে 632 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ দৈনিক করোনা সংক্রমণের হার (dialy positivity rate) 4.42 শতাংশ ৷ মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে যা ছিল 501 ৷ দৈনিক করোনা সংক্রমণের হার 7.72 শতাংশ ৷

এর আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় 31 মার্চ দিল্লি সরকার মাস্ক না-পরায় 500 টাকা ফাইন তুলে নিয়েছিল ৷ বাইরে বেরলে মাস্ক পরা আবশ্যিক নয় বলে জানিয়েছিল ৷ হপ্তা তিনেকের মধ্য়েই ছবিটা বদলে গেল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.