ETV Bharat / bharat

কোভিডবিধি মেনে সৎকার, অথচ দিল্লিতে মৃতের সরকারি হিসেবে বাদ সাড়ে 4 হাজার

পুরসভার হিসেব বলছে, 24 দিনের মধ্যে করোনা বিধি মেনে 12 হাজার 833 জনের সৎকার হয়েছে ৷ কিন্তু দিল্লি সরকারের যে হিসেব দেখানো হয়েছে, তাতে এই 24 দিনে 8,050 জনের করোনায় মৃত্যু হয়েছে ৷

Death toll at Delhi
ছবি
author img

By

Published : May 16, 2021, 7:50 PM IST

নয়াদিল্লি, 16 মে : করোনায় মারা গিয়েছেন ৷ কিন্তু সরকারি হিসেবে দেখা যাচ্ছে না ৷ ফের একবার করোনায় মৃত্যু চাপা দেওয়ার অভিযোগ ৷ উত্তরপ্রদেশ, গুজরাতের পর এবার দিল্লিতে ৷ শেষ 24 দিনে দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে এমন সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বেমালুম ভুলে গিয়েছে সেখানকার প্রশাসন ৷

18 এপ্রিল থেকে শুরু করে 11 মে ৷ এই 24 দিনের মধ্যে করোনায় মৃতদের যতগুলি দেহ সৎকার করা হয়েছে এবং যতজনের মৃত্যু সরকারি হিসেবে দেখানো হচ্ছে তার মধ্যে বিস্তর ফারাক ৷ 4 হাজার 783 জন বাদ পড়েছেন সরকারি হিসেব থেকে ৷

পুরসভার হিসেব বলছে, ওই 24 দিনের মধ্যে করোনা বিধি মেনে 12 হাজার 833 জনের সৎকার হয়েছে ৷ অর্থাৎ, দিনে গড়ে 534 টি দেহ সৎকার হয়েছে ৷ ঘণ্টায় হিসেব করলে 22 টি দেহ সৎকার হয়েছে গড়ে ৷ কিন্তু দিল্লি সরকারের যে হিসেব দেখানো হয়েছে, তাতে এই 24 দিনে 8,050 জনের করোনায় মৃত্যু হয়েছে ৷

দিল্লিতে শনিবারের হিসেব অনুযায়ী সক্রিয় করোনা রোগী রয়েছেন 66 হাজার 295 জন ৷ সংক্রমণের হার কমে হয়েছে 11.32 শতাংশ ৷ সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 21 হাজার 244 জনের ৷ মৃত্যু হার 1.53 শতাংশ ৷

নয়াদিল্লি, 16 মে : করোনায় মারা গিয়েছেন ৷ কিন্তু সরকারি হিসেবে দেখা যাচ্ছে না ৷ ফের একবার করোনায় মৃত্যু চাপা দেওয়ার অভিযোগ ৷ উত্তরপ্রদেশ, গুজরাতের পর এবার দিল্লিতে ৷ শেষ 24 দিনে দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে এমন সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বেমালুম ভুলে গিয়েছে সেখানকার প্রশাসন ৷

18 এপ্রিল থেকে শুরু করে 11 মে ৷ এই 24 দিনের মধ্যে করোনায় মৃতদের যতগুলি দেহ সৎকার করা হয়েছে এবং যতজনের মৃত্যু সরকারি হিসেবে দেখানো হচ্ছে তার মধ্যে বিস্তর ফারাক ৷ 4 হাজার 783 জন বাদ পড়েছেন সরকারি হিসেব থেকে ৷

পুরসভার হিসেব বলছে, ওই 24 দিনের মধ্যে করোনা বিধি মেনে 12 হাজার 833 জনের সৎকার হয়েছে ৷ অর্থাৎ, দিনে গড়ে 534 টি দেহ সৎকার হয়েছে ৷ ঘণ্টায় হিসেব করলে 22 টি দেহ সৎকার হয়েছে গড়ে ৷ কিন্তু দিল্লি সরকারের যে হিসেব দেখানো হয়েছে, তাতে এই 24 দিনে 8,050 জনের করোনায় মৃত্যু হয়েছে ৷

দিল্লিতে শনিবারের হিসেব অনুযায়ী সক্রিয় করোনা রোগী রয়েছেন 66 হাজার 295 জন ৷ সংক্রমণের হার কমে হয়েছে 11.32 শতাংশ ৷ সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 21 হাজার 244 জনের ৷ মৃত্যু হার 1.53 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.