ETV Bharat / bharat

'স্বামীকে চুমু দেব, আটকাবেন?' মাস্ক না-পরে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার দম্পতির - Delhi couple stopped for not wearing mask

গাড়ির ভেতরে মাস্ক না-পরায় এক দম্পতিকে আটকেছিল দিল্লি পুলিশ ৷ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে ওই মহিলা বলেন, "আমি আমার স্বামীকে চুম্বন করব, আটকাবেন?"

'স্বামীকে চুমু দেব, আটকাবেন?' মাস্ক না-পরে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার দম্পতির
"স্বামীকে চুম্বন করব, আটকাবেন?" মাস্ক না-পরে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার দম্পতির
author img

By

Published : Apr 19, 2021, 1:56 PM IST

Updated : Apr 19, 2021, 3:29 PM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল: কোভিড নিয়ম না-মানার জন্য দিল্লির এক দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ ৷ সপ্তাহান্তের লকডাউন লঙ্ঘন করেও পুলিশের সঙ্গে প্রবল দুর্ব্যবহার করেন ওই দম্পতি ৷ গাড়ির ভেতরে মাস্ক পরতে নারাজ তাঁরা ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় ওই মহিলাকে এক পুলিশকর্মীকে বলতে শোনা গিয়েছে, "আমি আমার স্বামীকে চুম্বন করব ৷ আপনি আমাকে আটকাতে পারবেন ?"

দিল্লির দরিয়াগঞ্জ এলাকার ঘটনা ৷ রবিবার বিকেল 4টে নাগাদ ওই দম্পতির গাড়ি আটকায় পুলিশ ৷ তখন ওই ব্যক্তি বলেন, "আপনি আমার গাড়ি আটকালেন কেন ? আমি আমার স্ত্রীর সঙ্গে আমার গাড়ির ভেতরে আছি ৷" পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করলেও তাদের সঙ্গে রূঢ়ভাবে তর্ক করে যান ওই দম্পতি ৷ পুলিশকর্মী সম্প্রতি হাইকোর্টের একটি রায়ের কথাও জানান দম্পতিকে ৷ সেই রায়ে বলা হয়েছে, গাড়ির মধ্যে একজন বসে থাকলেও তাঁকে মাস্ক পরতে হবে ৷

'স্বামীকে চুমু দেব, আটকাবেন?' মাস্ক না-পরে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার দম্পতির

আরও পড়ুন: কোভিড রুখতে দিল্লিতে আগামী সোমবার পর্যন্ত লকডাউন

তবে নিজেদের বক্তব্যে অনড় দম্পতি ক্রমাগত দুর্ব্যবহার করতে থাকেন ৷ এরপর এক মহিলা পুলিশকর্মীকে ডেকে এনে ওই মহিলাকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ পঙ্কজ দত্ত নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ তাঁর স্ত্রী আভা গুপ্তাকেও গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে ৷

দিল্লিতে সাংঘাতিক হারে বাড়ছে করোনাভাইরাস ৷ গত 24 ঘণ্টায় আরও 25,462 জন নতুন করে সংক্রমিত হয়েছেন ৷ করোনাভাইরাস মোকাবিলায় রাজধানীতে লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ আজ রাত 10টা থেকে পরের সোমবার সকাল পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

নয়াদিল্লি, 19 এপ্রিল: কোভিড নিয়ম না-মানার জন্য দিল্লির এক দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ ৷ সপ্তাহান্তের লকডাউন লঙ্ঘন করেও পুলিশের সঙ্গে প্রবল দুর্ব্যবহার করেন ওই দম্পতি ৷ গাড়ির ভেতরে মাস্ক পরতে নারাজ তাঁরা ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় ওই মহিলাকে এক পুলিশকর্মীকে বলতে শোনা গিয়েছে, "আমি আমার স্বামীকে চুম্বন করব ৷ আপনি আমাকে আটকাতে পারবেন ?"

দিল্লির দরিয়াগঞ্জ এলাকার ঘটনা ৷ রবিবার বিকেল 4টে নাগাদ ওই দম্পতির গাড়ি আটকায় পুলিশ ৷ তখন ওই ব্যক্তি বলেন, "আপনি আমার গাড়ি আটকালেন কেন ? আমি আমার স্ত্রীর সঙ্গে আমার গাড়ির ভেতরে আছি ৷" পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করলেও তাদের সঙ্গে রূঢ়ভাবে তর্ক করে যান ওই দম্পতি ৷ পুলিশকর্মী সম্প্রতি হাইকোর্টের একটি রায়ের কথাও জানান দম্পতিকে ৷ সেই রায়ে বলা হয়েছে, গাড়ির মধ্যে একজন বসে থাকলেও তাঁকে মাস্ক পরতে হবে ৷

'স্বামীকে চুমু দেব, আটকাবেন?' মাস্ক না-পরে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার দম্পতির

আরও পড়ুন: কোভিড রুখতে দিল্লিতে আগামী সোমবার পর্যন্ত লকডাউন

তবে নিজেদের বক্তব্যে অনড় দম্পতি ক্রমাগত দুর্ব্যবহার করতে থাকেন ৷ এরপর এক মহিলা পুলিশকর্মীকে ডেকে এনে ওই মহিলাকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ পঙ্কজ দত্ত নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ তাঁর স্ত্রী আভা গুপ্তাকেও গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে ৷

দিল্লিতে সাংঘাতিক হারে বাড়ছে করোনাভাইরাস ৷ গত 24 ঘণ্টায় আরও 25,462 জন নতুন করে সংক্রমিত হয়েছেন ৷ করোনাভাইরাস মোকাবিলায় রাজধানীতে লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ আজ রাত 10টা থেকে পরের সোমবার সকাল পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

Last Updated : Apr 19, 2021, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.