ETV Bharat / bharat

MCD Election 2022: ভোটার তালিকায় তাঁর নাম নেই, দাবি দিল্লির কংগ্রেস প্রধানের

author img

By

Published : Dec 4, 2022, 11:33 AM IST

আজ দিল্লি পৌরনিগম নির্বাচন (MCD Election 2022) ৷ সেই ভোটার তালিকায় তাঁর নাম নেই, এমনই দাবি করলেন দিল্লি কংগ্রেসের সভাপতি অনিল চৌধুরি (Delhi Congress chief) ৷

Delhi Congress chief
Delhi Congress chief

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: রবিবার চলছে দিল্লি পৌরনিগম (এমসিডি) নির্বাচন ৷ এরই মাঝে দিল্লি কংগ্রেসের সভাপতি অনিল চৌধুরি (Delhi Congress president Anil Chaudhary) দাবি করেন, ভোটার তালিকায় (Voter List) তাঁর নাম নেই ৷ অনিল জানান, ভোট দেওয়ার জন্য তিনি ভোট কেন্দ্রে আসেন এবং এসে দেখেন ভোটার তালিকায় তাঁর নাম নেই (His name missing from voters list at polling booth) ।

অনিলের অভিযোগ, তাঁর নাম ভোটার তালিকার পাশাপাশি মুছে ফেলা তালিকাতেও (Deleted List) নেই । কিন্তু তাঁর স্ত্রী ভোট দিয়েছেন । নির্বাচন আধিকারিকরা এটি যাচাই করে দেখছেন ৷ এমনটাই জানিয়েছেন ডাল্লুপুরার একটি কেন্দ্রে ভোট দিতে আসা দিল্লি কংগ্রেসের সভাপতি ।

আরও পড়ুন: দিল্লি পৌরনিগম নির্বাচনে বিজেপি প্রার্থী ভোটারদের ঠকাচ্ছেন, অভিযোগ কংগ্রেসের

দিল্লি পৌরনিগমের (Municipal Corporation of Delhi) 250টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে ৷ ভোটগ্রহণ শেষ হবে বিকেল সাড়ে 5টায় । 1 কোটি 45 লক্ষেরও বেশি নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করবে ৷ 1 হাজার 349 জন প্রার্থী ভোটে লড়ছেন ৷ ভোট গণনা হবে 7 ডিসেম্বর ।

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: রবিবার চলছে দিল্লি পৌরনিগম (এমসিডি) নির্বাচন ৷ এরই মাঝে দিল্লি কংগ্রেসের সভাপতি অনিল চৌধুরি (Delhi Congress president Anil Chaudhary) দাবি করেন, ভোটার তালিকায় (Voter List) তাঁর নাম নেই ৷ অনিল জানান, ভোট দেওয়ার জন্য তিনি ভোট কেন্দ্রে আসেন এবং এসে দেখেন ভোটার তালিকায় তাঁর নাম নেই (His name missing from voters list at polling booth) ।

অনিলের অভিযোগ, তাঁর নাম ভোটার তালিকার পাশাপাশি মুছে ফেলা তালিকাতেও (Deleted List) নেই । কিন্তু তাঁর স্ত্রী ভোট দিয়েছেন । নির্বাচন আধিকারিকরা এটি যাচাই করে দেখছেন ৷ এমনটাই জানিয়েছেন ডাল্লুপুরার একটি কেন্দ্রে ভোট দিতে আসা দিল্লি কংগ্রেসের সভাপতি ।

আরও পড়ুন: দিল্লি পৌরনিগম নির্বাচনে বিজেপি প্রার্থী ভোটারদের ঠকাচ্ছেন, অভিযোগ কংগ্রেসের

দিল্লি পৌরনিগমের (Municipal Corporation of Delhi) 250টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে ৷ ভোটগ্রহণ শেষ হবে বিকেল সাড়ে 5টায় । 1 কোটি 45 লক্ষেরও বেশি নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করবে ৷ 1 হাজার 349 জন প্রার্থী ভোটে লড়ছেন ৷ ভোট গণনা হবে 7 ডিসেম্বর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.