ETV Bharat / bharat

G20 Summit: জি20 শীর্ষ সম্মেলনে অতিথিদের যাতায়াতের ব্যবস্থাপনা বিশেষ দল গঠন দিল্লি বিমানবন্দরে - দিল্লি বিমানবন্দর

Delhi airport forms team for G20 Summit: 9-10 নয়াদিল্লিতে জি20 শীর্ষ সম্মেলন ৷ ইতিমধ্যে অতিথিরা আসতে শুরু করেছেন ৷ অতিথিদের যাতায়াতের ব্যবস্থাপনায় দিল্লি বিমানবন্দরের আপারেটর ডায়াল বিশেষ দল গঠন করল ৷

Delhi airport
Delhi airport
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 4:08 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলন উপলক্ষে বিশেষ দল গঠন করল দিল্লি বিমানবন্দরের অপারেটর ডায়াল (ডিআইএএল) ৷ এই সম্মেলন উপলক্ষে ওই বিমানবন্দর দিয়েই বিদেশি অতিথিরা যাতায়াত করবেন ৷ সেই কারণেই এই দল গঠন করা হল বলে জানিয়েছে ডায়াল ৷ ওই দলে মূলত শীর্ষ আধিকারিকদের রাখা হয়েছে বলে ডায়ালের তরফে জানানো হয়েছে ৷

ভারতের সভাপতিত্বে এবার জি20 শীর্ষ সম্মেলন হচ্ছে ৷ আগামী 9 ও 10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন হবে ৷ সেখানে উপস্থিত থাকবেন এই গোষ্ঠীর সদস্য দেশগুলির মধ্যে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ৷ এছাড়াও সংশ্লিষ্ট দেশগুলির একাধিক কূটনীতিকও উপস্থিত থাকবেন ৷ ইতিমধ্যে বিদেশি অতিথিদের আগমন শুরু হয়ে গিয়েছে নয়াদিল্লিতে ৷

পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই দল গঠন করেছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড বা ডায়াল ৷ এই দলের কাজ হবে বিদেশি অতিথিদের আসা ও যাওয়ার সব ব্যবস্থাপনা সঠিক ভাবে করা ৷ যাতে তাঁরা সুন্দর অভিজ্ঞতা নিয়েই ভারত ছাড়তে পারেন ৷

দিল্লি বিমানবন্দরের এই অপারেটর কাজ করে কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের অধীনে ৷ সেই তালিকায় বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক যেমন রয়েছে ৷ এছাড়া দিল্লি সরকারও প্রয়োজনীয় সাহায্য করে এই অপারেটরকে ৷ বুধবার তাদের তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ সেই বিবৃতিতে এই বিশেষ ব্যবস্থাপক দল গঠনের কথা ঘোষণা করা হয় ৷

পাশাপাশি জানানো হয় যে জি20 শীর্ষ সম্মেলন উপলক্ষ্য়ে সাজানো হয়েছে দিল্লি বিমানবন্দর ৷ যাত্রীদের এই সম্মেলন সম্বন্ধে জানাতে স্ট্যান্ডি ও কাট আউট ব্যবহার করা হয়েছে ৷ তারা ওই বিবৃতিতে আরও জানিয়েছে, সম্মেলনের জন্য বিমানবন্দর সংলগ্ন সড়কে ডিজাইনার ফোয়ারা, ভাস্কর্য এবং আলংকারিক ফুলের পাত্র স্থাপন করা হয়েছে ।

এদিকে, বিমানসংস্থাগুলি যাত্রীদের যাতায়াতের তারিখ পুনর্নির্ধারণ করার পরিকল্পনার জন্য চার্জ মকুবের প্রস্তাব দিচ্ছে ৷ কারণ, 8 সেপ্টেম্বর থেকে চার দিনের মধ্যে নয়াদিল্লিতে বিমান পরিষেবায় প্রভাব পড়তে পারে ৷ তবে এর ফলে কতগুলি ফ্লাইট সমস্যার সম্মুখীন হতে পারে, তা নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি ৷ ইন্ডিগো যেমন এই সময়ে দিল্লির উড়ানের যাত্রীদের একবারের ভাড়ায় ছাড় দেওয়ার ঘোষণা করেছে ৷

গত 26 অগস্ট, ডায়াল জানিয়েছিল যে তারা শীর্ষ সম্মেলনের সঙ্গে সম্পর্কিত 8 সেপ্টেম্বর থেকে তিন দিনের মধ্যে 80টি ফ্লাইট বাতিল করার জন্য এয়ারলাইন্সের কাছ থেকে অনুরোধ পেয়েছে । পরে সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে কি না, জানা যায়নি ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: রাষ্ট্রপতির আমন্ত্রণে জি20 নৈশভোজে যোগ দিতে দিল্লি যাবেন মমতা ! দেখা হতে পারে হাসিনার সঙ্গে

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলন উপলক্ষে বিশেষ দল গঠন করল দিল্লি বিমানবন্দরের অপারেটর ডায়াল (ডিআইএএল) ৷ এই সম্মেলন উপলক্ষে ওই বিমানবন্দর দিয়েই বিদেশি অতিথিরা যাতায়াত করবেন ৷ সেই কারণেই এই দল গঠন করা হল বলে জানিয়েছে ডায়াল ৷ ওই দলে মূলত শীর্ষ আধিকারিকদের রাখা হয়েছে বলে ডায়ালের তরফে জানানো হয়েছে ৷

ভারতের সভাপতিত্বে এবার জি20 শীর্ষ সম্মেলন হচ্ছে ৷ আগামী 9 ও 10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন হবে ৷ সেখানে উপস্থিত থাকবেন এই গোষ্ঠীর সদস্য দেশগুলির মধ্যে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ৷ এছাড়াও সংশ্লিষ্ট দেশগুলির একাধিক কূটনীতিকও উপস্থিত থাকবেন ৷ ইতিমধ্যে বিদেশি অতিথিদের আগমন শুরু হয়ে গিয়েছে নয়াদিল্লিতে ৷

পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই দল গঠন করেছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড বা ডায়াল ৷ এই দলের কাজ হবে বিদেশি অতিথিদের আসা ও যাওয়ার সব ব্যবস্থাপনা সঠিক ভাবে করা ৷ যাতে তাঁরা সুন্দর অভিজ্ঞতা নিয়েই ভারত ছাড়তে পারেন ৷

দিল্লি বিমানবন্দরের এই অপারেটর কাজ করে কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের অধীনে ৷ সেই তালিকায় বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক যেমন রয়েছে ৷ এছাড়া দিল্লি সরকারও প্রয়োজনীয় সাহায্য করে এই অপারেটরকে ৷ বুধবার তাদের তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ সেই বিবৃতিতে এই বিশেষ ব্যবস্থাপক দল গঠনের কথা ঘোষণা করা হয় ৷

পাশাপাশি জানানো হয় যে জি20 শীর্ষ সম্মেলন উপলক্ষ্য়ে সাজানো হয়েছে দিল্লি বিমানবন্দর ৷ যাত্রীদের এই সম্মেলন সম্বন্ধে জানাতে স্ট্যান্ডি ও কাট আউট ব্যবহার করা হয়েছে ৷ তারা ওই বিবৃতিতে আরও জানিয়েছে, সম্মেলনের জন্য বিমানবন্দর সংলগ্ন সড়কে ডিজাইনার ফোয়ারা, ভাস্কর্য এবং আলংকারিক ফুলের পাত্র স্থাপন করা হয়েছে ।

এদিকে, বিমানসংস্থাগুলি যাত্রীদের যাতায়াতের তারিখ পুনর্নির্ধারণ করার পরিকল্পনার জন্য চার্জ মকুবের প্রস্তাব দিচ্ছে ৷ কারণ, 8 সেপ্টেম্বর থেকে চার দিনের মধ্যে নয়াদিল্লিতে বিমান পরিষেবায় প্রভাব পড়তে পারে ৷ তবে এর ফলে কতগুলি ফ্লাইট সমস্যার সম্মুখীন হতে পারে, তা নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি ৷ ইন্ডিগো যেমন এই সময়ে দিল্লির উড়ানের যাত্রীদের একবারের ভাড়ায় ছাড় দেওয়ার ঘোষণা করেছে ৷

গত 26 অগস্ট, ডায়াল জানিয়েছিল যে তারা শীর্ষ সম্মেলনের সঙ্গে সম্পর্কিত 8 সেপ্টেম্বর থেকে তিন দিনের মধ্যে 80টি ফ্লাইট বাতিল করার জন্য এয়ারলাইন্সের কাছ থেকে অনুরোধ পেয়েছে । পরে সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে কি না, জানা যায়নি ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: রাষ্ট্রপতির আমন্ত্রণে জি20 নৈশভোজে যোগ দিতে দিল্লি যাবেন মমতা ! দেখা হতে পারে হাসিনার সঙ্গে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.