ETV Bharat / bharat

Delhi Pollution: নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদার বাজি পুড়ল রাজধানীতে, লাগামছাড়া দূষণ - Fireworkd

দীপাবলিতে দিল্লিতে সবরকমের বাজি ফাটানো নিষিদ্ধ করেছিল আদালত ৷ কিন্তু দীপাবলির রাতে সে সবের তোয়াক্কাই করতে দেখা যায়নি একটি বড় অংশের মানুষকে ৷ বরং রাজধানীরি ইতিউতি দীপাবলির রাতে ভালই বাজি ফাটানো হয়েছে বলে খবর মিলেছে ৷

delhi-air-qualitydrops-to-hazardous-levels-after-diwali-fireworks
দিল্লির বাতাসে বিষ
author img

By

Published : Nov 5, 2021, 3:16 PM IST

নয়াদিল্লি, 5 নভেম্বর: বাজি ফাটানো নিয়ে কড়াকড়ি সত্ত্বেও পরিস্থিতি পাল্টাল না রাজধানীর ৷ শুক্রবার সকাল হতেই তার আঁচ পাওয়া গেল সর্বত্র ৷ সকাল থেকেই দিল্লি এবং সংলগ্ন এলাকা কুয়াশায় ঢেকে ছিল ৷ চোখের সামনো গোটা শহর ঝাপসা তো বটেই, পাশাপাশি গলা খুশখুশ এবং চোখ জ্বালার মতো সমস্যার কথাও জানিয়েছেন বহু মানুষ ৷

দীপাবলিতে দিল্লিতে সবরকমের বাজি ফাটানো নিষিদ্ধ করেছিল আদালত ৷ কিন্তু দীপাবলির রাতে সে সবের তোয়াক্কাই করতে দেখা যায়নি একটি বড় অংশের মানুষকে ৷ বরং রাজধানীরি ইতিউতি দীপাবলির রাতে ভালই বাজি ফাটানো হয়েছে বলে খবর মিলেছে ৷ তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফের দিল্লির বাতাস বিষে পরিণত হল ৷

এ দিন সকাল 8টায় দিল্লির বাতাসে দূষণের মাত্রা বিপদসীমা পেরিয়ে যায় ৷ জওহরলাল নেহরু স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম 2.5) পরিমাণ ছিল প্রতি কিউবিক মিটারে 999 , যেখানে নিরাপদ বলতে 25-এর কোটা বেঁধে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ৷ নির্ধারিত মাত্রা পেরোলে হৃদরোগ, শ্বাসকষ্ট এমনকি ফুসফুসের ক্যানসার পর্যন্ত হতে পারে ৷

এছাড়াও শুক্রবার সকালে ফরিদাবাদ (424), গাজিয়াবাদ (442), গুরুগ্রাম (423) এবং নয়ডা (431)-র বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণও মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় ৷

পড়শি রাজ্যে ফসলের গোড়া পোড়ানোকে ঘিরে গত কয়েক বছর ধরেই দূষণের সঙ্গে যুঝছে দিল্লি ৷ সেই নিয়ে বিস্তর টানাপড়েনও চলেছে ৷ তার পরই রাজধানীবাসীর স্বাস্থ্যের কথা ভেবে বাজি পোড়ানো নিষিদ্ধ হয় দীপাবলিতে ৷ তার পরেও পুরোপুরি লাগাম পরানো গেল না ৷ 7 নভেম্বর সন্ধ্যা থেকে একটু হলেও রেহাই মিলতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা ৷ শীতের আগমনে ঠান্ডা হাওয়ায় কুয়াশা কাটতে পারে বলে আশা তাঁদের ৷

নয়াদিল্লি, 5 নভেম্বর: বাজি ফাটানো নিয়ে কড়াকড়ি সত্ত্বেও পরিস্থিতি পাল্টাল না রাজধানীর ৷ শুক্রবার সকাল হতেই তার আঁচ পাওয়া গেল সর্বত্র ৷ সকাল থেকেই দিল্লি এবং সংলগ্ন এলাকা কুয়াশায় ঢেকে ছিল ৷ চোখের সামনো গোটা শহর ঝাপসা তো বটেই, পাশাপাশি গলা খুশখুশ এবং চোখ জ্বালার মতো সমস্যার কথাও জানিয়েছেন বহু মানুষ ৷

দীপাবলিতে দিল্লিতে সবরকমের বাজি ফাটানো নিষিদ্ধ করেছিল আদালত ৷ কিন্তু দীপাবলির রাতে সে সবের তোয়াক্কাই করতে দেখা যায়নি একটি বড় অংশের মানুষকে ৷ বরং রাজধানীরি ইতিউতি দীপাবলির রাতে ভালই বাজি ফাটানো হয়েছে বলে খবর মিলেছে ৷ তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফের দিল্লির বাতাস বিষে পরিণত হল ৷

এ দিন সকাল 8টায় দিল্লির বাতাসে দূষণের মাত্রা বিপদসীমা পেরিয়ে যায় ৷ জওহরলাল নেহরু স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম 2.5) পরিমাণ ছিল প্রতি কিউবিক মিটারে 999 , যেখানে নিরাপদ বলতে 25-এর কোটা বেঁধে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ৷ নির্ধারিত মাত্রা পেরোলে হৃদরোগ, শ্বাসকষ্ট এমনকি ফুসফুসের ক্যানসার পর্যন্ত হতে পারে ৷

এছাড়াও শুক্রবার সকালে ফরিদাবাদ (424), গাজিয়াবাদ (442), গুরুগ্রাম (423) এবং নয়ডা (431)-র বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণও মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় ৷

পড়শি রাজ্যে ফসলের গোড়া পোড়ানোকে ঘিরে গত কয়েক বছর ধরেই দূষণের সঙ্গে যুঝছে দিল্লি ৷ সেই নিয়ে বিস্তর টানাপড়েনও চলেছে ৷ তার পরই রাজধানীবাসীর স্বাস্থ্যের কথা ভেবে বাজি পোড়ানো নিষিদ্ধ হয় দীপাবলিতে ৷ তার পরেও পুরোপুরি লাগাম পরানো গেল না ৷ 7 নভেম্বর সন্ধ্যা থেকে একটু হলেও রেহাই মিলতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা ৷ শীতের আগমনে ঠান্ডা হাওয়ায় কুয়াশা কাটতে পারে বলে আশা তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.