ETV Bharat / bharat

অমিত-অমরিন্দর বৈঠক শেষ, তোমরের সঙ্গে বৈঠক শুরু কৃষকদের - অমিত শাহের সঙ্গে অমরিন্দর সিং-এর বৈঠক

1 ডিসেম্বর কৃষকদের সঙ্গে আলোচনায় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল সরকার । সেই প্রস্তাব মানবেন না বলে সাফ জানিয়ে দেয় কৃষকদের প্রতিনিধিদল । এরপরে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল , বৃহস্পতিবার অর্থাৎ আজ কৃষকদের সঙ্গে আরও একদফা বৈঠকে বসবে তারা ।

Farmer Agitation
তোমরের সঙ্গে বৈঠক শুরু কৃষকদের
author img

By

Published : Dec 3, 2020, 8:10 AM IST

Updated : Dec 3, 2020, 1:21 PM IST

দিল্লি , 3 ডিসেম্বর : কৃষকদের প্রতিনিধিদলের সঙ্গে বিজ্ঞানভবনে বৈঠক শুরু করলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর । এর আগে 1 ডিসেম্বর কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা ৷ কিন্তু আলোচনায় কোনও সমাধান সূত্র মেলেনি । ফলে, কৃষকরা আইন প্রত্যাহারের দাবিতে তাঁদের বিক্ষোভ জারি রাখেন । সমাধানসূত্র বের না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা । সমাধান সূত্র না মেলায় আজ ফের একবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চায় কেন্দ্র । এদিকে , কৃষকদের বিক্ষোভ নিয়ে আজই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ।

কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক প্রসঙ্গে ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত গতকাল বলেছেন , " কৃষকদের একটি প্রতিনিধিদল আগামীকাল কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করবে । সরকার চাইলে বিষয়টি সমাধান করতে পারে । সরকার কখন ও কী সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী এই সমস্যার সমাধান হবে । আগামীকাল (বৃহস্পতিবার) আলোচনার পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে ।"

অন্যদিকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, সরকার বৃহস্পতিবার কৃষক প্রতিনিধিদলের সঙ্গে আরও একবার আলোচনায় বসবে । যেখানে উভয়পক্ষই তাদের মতামত দেবে এবং কতটা সমস্যার সমাধান করা যেতে পারে তা এখনও দেখার বিষয় রয়েছে । কৃষি আইন কৃষকদের স্বার্থে। দীর্ঘ অপেক্ষার পরে সংস্কার করা হয়েছে এবং সরকার তাঁদের সমস্যার সমাধান করতে প্রস্তুত ।

অন্যদিকে , আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে আলোচনায় বসতে পারেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং । কৃষকদের বিক্ষোভ নিয়ে এই বৈঠকে কথা হবে । সমস্যার সমাধান কীভাবে করা যায় সেই বিষয়ে তাঁর মতামত দেবেন বলে জানা গেছে ।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রায় আট দিন ধরে কৃষকদের বিক্ষোভ জারি রয়েছে । "দিল্লি চলো" অভিযানের ডাক দিয়েছেন তাঁরা । বারবার উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমান্ত । প্রথমে বাধা দিলেও পরে চাপে পড়ে কৃষকদের দিল্লিতে প্রবেশের অনুমতি দেয় সরকার । কিন্তু, জানিয়ে দেওয়া হয় তাঁদের নির্ধারিত স্থানে বিক্ষোভ দেখাতে হবে । কৃষকরা তা না মানলে 1 ডিসেম্বর সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসে কেন্দ্র । সেখানে ছিলেন নরেন্দ্র সিং তোমর , পীযূষ গোয়েল এবং সোম প্রকাশ । ওইদিন বৈঠকে সরকারের তরফে একটি কমিটি তৈরির প্রস্তাব দেওয়া হয় বলে সূত্রের খবর ৷ যে কমিটিতে সরকার ও কৃষক সংগঠন দু'পক্ষেরই প্রতিনিধিরা থাকবেন ৷ থাকবেন কৃষি বিশেষজ্ঞরাও । সেখানে কৃষি আইন নিয়ে আলোচনা হবে । তবে কৃষক সংগঠনের প্রতিনিধিরা সেই প্রস্তাবে রাজি হননি ৷ কৃষি আইন প্রত্যাহার না করা হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দেন । এরপরেই আজ ফের আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার । দ্বিতীয় দফার বৈঠকে কোনও সমাধান মেলে কি না এখন সেটাই দেখার ।

দিল্লি , 3 ডিসেম্বর : কৃষকদের প্রতিনিধিদলের সঙ্গে বিজ্ঞানভবনে বৈঠক শুরু করলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর । এর আগে 1 ডিসেম্বর কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা ৷ কিন্তু আলোচনায় কোনও সমাধান সূত্র মেলেনি । ফলে, কৃষকরা আইন প্রত্যাহারের দাবিতে তাঁদের বিক্ষোভ জারি রাখেন । সমাধানসূত্র বের না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা । সমাধান সূত্র না মেলায় আজ ফের একবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চায় কেন্দ্র । এদিকে , কৃষকদের বিক্ষোভ নিয়ে আজই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ।

কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক প্রসঙ্গে ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত গতকাল বলেছেন , " কৃষকদের একটি প্রতিনিধিদল আগামীকাল কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করবে । সরকার চাইলে বিষয়টি সমাধান করতে পারে । সরকার কখন ও কী সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী এই সমস্যার সমাধান হবে । আগামীকাল (বৃহস্পতিবার) আলোচনার পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে ।"

অন্যদিকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, সরকার বৃহস্পতিবার কৃষক প্রতিনিধিদলের সঙ্গে আরও একবার আলোচনায় বসবে । যেখানে উভয়পক্ষই তাদের মতামত দেবে এবং কতটা সমস্যার সমাধান করা যেতে পারে তা এখনও দেখার বিষয় রয়েছে । কৃষি আইন কৃষকদের স্বার্থে। দীর্ঘ অপেক্ষার পরে সংস্কার করা হয়েছে এবং সরকার তাঁদের সমস্যার সমাধান করতে প্রস্তুত ।

অন্যদিকে , আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে আলোচনায় বসতে পারেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং । কৃষকদের বিক্ষোভ নিয়ে এই বৈঠকে কথা হবে । সমস্যার সমাধান কীভাবে করা যায় সেই বিষয়ে তাঁর মতামত দেবেন বলে জানা গেছে ।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রায় আট দিন ধরে কৃষকদের বিক্ষোভ জারি রয়েছে । "দিল্লি চলো" অভিযানের ডাক দিয়েছেন তাঁরা । বারবার উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমান্ত । প্রথমে বাধা দিলেও পরে চাপে পড়ে কৃষকদের দিল্লিতে প্রবেশের অনুমতি দেয় সরকার । কিন্তু, জানিয়ে দেওয়া হয় তাঁদের নির্ধারিত স্থানে বিক্ষোভ দেখাতে হবে । কৃষকরা তা না মানলে 1 ডিসেম্বর সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসে কেন্দ্র । সেখানে ছিলেন নরেন্দ্র সিং তোমর , পীযূষ গোয়েল এবং সোম প্রকাশ । ওইদিন বৈঠকে সরকারের তরফে একটি কমিটি তৈরির প্রস্তাব দেওয়া হয় বলে সূত্রের খবর ৷ যে কমিটিতে সরকার ও কৃষক সংগঠন দু'পক্ষেরই প্রতিনিধিরা থাকবেন ৷ থাকবেন কৃষি বিশেষজ্ঞরাও । সেখানে কৃষি আইন নিয়ে আলোচনা হবে । তবে কৃষক সংগঠনের প্রতিনিধিরা সেই প্রস্তাবে রাজি হননি ৷ কৃষি আইন প্রত্যাহার না করা হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দেন । এরপরেই আজ ফের আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার । দ্বিতীয় দফার বৈঠকে কোনও সমাধান মেলে কি না এখন সেটাই দেখার ।

Last Updated : Dec 3, 2020, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.