ETV Bharat / bharat

লাদাখে 300 প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ প্রতিরক্ষা মন্ত্রীর - এক পদ এক পেনশন

তিনদিনের লে সফরে তিনশো প্রাক্তন সেনাকর্মীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেখানে তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি ৷ সেই সঙ্গে লে ও কারগিলের জনপ্রতিনিধিদের সঙ্গেও দেখা করেন তিনি ৷

Defense Minister Rajnath Singh-meets-army-veterans-in-ladakh-reiterates-commitment-towards-welfare
লাদাখে 300 প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে দেখা করলেন প্রতিরক্ষা মন্ত্রী
author img

By

Published : Jun 27, 2021, 8:04 PM IST

নয়াদিল্লি, 27 জুন : তিনদিনের লে সফরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেখানে লাদাখে আজ 300 জন প্রবীণ প্রাক্তন সেনা জওয়ানদের সঙ্গে কথা বললেন তিনি ৷ যেখানে তিনি সরকারের তরফে প্রাক্তন সেনাকর্মীদের সাহায্যের জন্য দেওয়া প্রতিশ্রুতির কথা ফের একবার মনে করালেন ৷ তিনশো প্রাক্তন সেনাকর্মীদের মধ্যে ছিলেন অশোক চক্র সম্মান প্রাপ্ত প্রাক্তন সেনাকর্মী নায়েব সুবেদার চেরিং মুতুপ এবং মহাবীর চক্র সম্মানে ভূষিত অবসরবপ্রাপ্ত কর্ণেল সোনাম ওয়াংচুক ৷

এদিন প্রতিরক্ষা মন্ত্রী প্রবীণ প্রাক্তন সেনাকর্মীদের কর্মরত অবস্থায় দেশের এবং দেশের নিরাপত্তার প্রতি তাঁদের দায়বদ্ধতার প্রশংসা করেন ৷ তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদি সরকার এক পদ এক পেনশন ব্যবস্থা নিয়ে আসার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে কয়েক দশকের অপেক্ষার অবসান হয়েছে ৷’’ এটা প্রাক্তন সেনাকর্মীদের প্রতি নরেন্দ্র মোদি সরকারের দায়বদ্ধতার পরীক্ষা ছিল বলে এদিন উল্লেখ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷

রাজনাথ সিং বলেন, ‘‘আমাদের লক্ষ্য আপনাদের খেয়াল রাখা ৷ যেভাবে আপনারা দেশের নিরাপত্তার প্রতি নজর রেখেছিলেন ৷’’ সেই সঙ্গে প্রাক্তন সেনাকর্মীদের স্বার্থে ঘোষিত সুবিধাগুলিও দ্রুত চালু হয়ে যাবে বলে এদিন রাজনাথ সিং আশ্বাস দেন ৷ তিনি জানান, কয়েকটি সমস্যা রয়েছে ৷ যা খুব দ্রুত সমাধান করে ফেলা হবে ৷ আর তারপরেই সেই সব প্রতিশ্রুতি কার্যকর করা হবে ৷ যেখানে প্রাক্তন সেনাকর্মীদের নতুন করে চাকরি ব্যবস্থা করা হবে ৷ সেই মতো ডিরেক্টরেট জেনারেল রিসেটেলমেন্টের মাধ্যমে ‘জব ফেয়ার’ এর ব্য়বস্থা করা হবে ৷

আরও পড়ুন : ভারত-চিন সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টায় আজ লাদাখে রাজনাথ সিং

এদিন লাদাখের নির্বাচিত প্রতিনিধি সহ লে এবং কারগিলের আধিকারিকদের সঙ্গেও দেখা করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ এই তিনদিনের সফরে রাজনাথ সিং বর্ডার রোড অর্গানাইজেশনের আওতায় তৈরি পরিকাঠামো প্রকল্পের সূচনা করবেন ৷ তবে, রাজনাথ সিং এর এই সফরের অন্যতম উদ্দেশ্য চিন সীমান্তের সমস্যা ৷ সূত্র অনুযায়ী, ভারতের সীমান্ত রক্ষার স্বার্থে বিশাল সেনাবাহিনী, প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক আর প্রয়োজনীয় অন্যান্য পরিকাঠামো রয়েছে ওই অঞ্চলে ৷ এলএসি (LAC)-তে চিনও পিএলএ (PLA)-র সেনা বাড়িয়ে চলেছে ৷ তাই চিনের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর অবস্থান, চলতে থাকা বিবাদের সমাধানের রাস্তা খুঁজে বার করাও এই সরকারি পরিদর্শনের প্রধান লক্ষ্য ৷

নয়াদিল্লি, 27 জুন : তিনদিনের লে সফরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেখানে লাদাখে আজ 300 জন প্রবীণ প্রাক্তন সেনা জওয়ানদের সঙ্গে কথা বললেন তিনি ৷ যেখানে তিনি সরকারের তরফে প্রাক্তন সেনাকর্মীদের সাহায্যের জন্য দেওয়া প্রতিশ্রুতির কথা ফের একবার মনে করালেন ৷ তিনশো প্রাক্তন সেনাকর্মীদের মধ্যে ছিলেন অশোক চক্র সম্মান প্রাপ্ত প্রাক্তন সেনাকর্মী নায়েব সুবেদার চেরিং মুতুপ এবং মহাবীর চক্র সম্মানে ভূষিত অবসরবপ্রাপ্ত কর্ণেল সোনাম ওয়াংচুক ৷

এদিন প্রতিরক্ষা মন্ত্রী প্রবীণ প্রাক্তন সেনাকর্মীদের কর্মরত অবস্থায় দেশের এবং দেশের নিরাপত্তার প্রতি তাঁদের দায়বদ্ধতার প্রশংসা করেন ৷ তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদি সরকার এক পদ এক পেনশন ব্যবস্থা নিয়ে আসার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে কয়েক দশকের অপেক্ষার অবসান হয়েছে ৷’’ এটা প্রাক্তন সেনাকর্মীদের প্রতি নরেন্দ্র মোদি সরকারের দায়বদ্ধতার পরীক্ষা ছিল বলে এদিন উল্লেখ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷

রাজনাথ সিং বলেন, ‘‘আমাদের লক্ষ্য আপনাদের খেয়াল রাখা ৷ যেভাবে আপনারা দেশের নিরাপত্তার প্রতি নজর রেখেছিলেন ৷’’ সেই সঙ্গে প্রাক্তন সেনাকর্মীদের স্বার্থে ঘোষিত সুবিধাগুলিও দ্রুত চালু হয়ে যাবে বলে এদিন রাজনাথ সিং আশ্বাস দেন ৷ তিনি জানান, কয়েকটি সমস্যা রয়েছে ৷ যা খুব দ্রুত সমাধান করে ফেলা হবে ৷ আর তারপরেই সেই সব প্রতিশ্রুতি কার্যকর করা হবে ৷ যেখানে প্রাক্তন সেনাকর্মীদের নতুন করে চাকরি ব্যবস্থা করা হবে ৷ সেই মতো ডিরেক্টরেট জেনারেল রিসেটেলমেন্টের মাধ্যমে ‘জব ফেয়ার’ এর ব্য়বস্থা করা হবে ৷

আরও পড়ুন : ভারত-চিন সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টায় আজ লাদাখে রাজনাথ সিং

এদিন লাদাখের নির্বাচিত প্রতিনিধি সহ লে এবং কারগিলের আধিকারিকদের সঙ্গেও দেখা করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ এই তিনদিনের সফরে রাজনাথ সিং বর্ডার রোড অর্গানাইজেশনের আওতায় তৈরি পরিকাঠামো প্রকল্পের সূচনা করবেন ৷ তবে, রাজনাথ সিং এর এই সফরের অন্যতম উদ্দেশ্য চিন সীমান্তের সমস্যা ৷ সূত্র অনুযায়ী, ভারতের সীমান্ত রক্ষার স্বার্থে বিশাল সেনাবাহিনী, প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক আর প্রয়োজনীয় অন্যান্য পরিকাঠামো রয়েছে ওই অঞ্চলে ৷ এলএসি (LAC)-তে চিনও পিএলএ (PLA)-র সেনা বাড়িয়ে চলেছে ৷ তাই চিনের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর অবস্থান, চলতে থাকা বিবাদের সমাধানের রাস্তা খুঁজে বার করাও এই সরকারি পরিদর্শনের প্রধান লক্ষ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.