ETV Bharat / bharat

তেজসের তেজ ! আরও 97 যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের, সংস্কারে সুখোই

97 Tejas LCA for IAF: তেজস ছাড়াও প্রতিরক্ষায় শক্তি বাড়িয়ে বায়ুসেনা খাতে বরাদ্দ বাড়িয়েছে মন্ত্রক। যে তালিকায় থাকছে একাধিক সুখোই যুদ্ধ-বিমানের সংস্কার

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 8:29 AM IST

নয়াদিল্লি,1 ডিসেম্বর: দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমানে গতি এনেছে তেজস। এবার সেই তেজসের উপর বরাত বৃদ্ধি করল দেশের প্রতিরক্ষামন্ত্রক । জানা যাচ্ছে, আরও 97টি তেজস যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তে নিয়েছে রাজনাথ সিংয়ের মন্ত্রক। তেজসের নয়া সংস্করণ মার্ক 1-এ আরও কেনা হবে বলে ডিএসির বৈঠকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলে খবর ।

মূলত, প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম কেনা-বেচা সংক্রান্ত কমিটি ডিএসির সঙ্গে বৈঠক করেন রাজনাথ। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, মোট 65হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র তেজস যুদ্ধবিমান ক্রয় করার খাতে । শুধু তেজস নয়, অন্তত 84 টি সুখোই-30 যুদ্ধ বিমান আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রক, এই খাতে বরাদ্দ হয়েছে মোট 1.6 লক্ষ কোটি টাকা। এছাড়াও, মোট এক লক্ষ এক হাজার কোটির বরাদ্দে দেশীয় প্রযুক্তির 157টি 'প্রচণ্ড' যুদ্ধ চপার কিনছে প্রতিরক্ষামন্ত্রক।

তেজসের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভরসা বেড়েছে । কয়েকদিন আগেই নয়া প্রযুক্তির দুই আসনের তেজস মার্ক-1এ সওয়ার হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এক্স হ্যান্ডেলে তেজস বিমানের সদর্থক ক্ষমতার কথা জানান তিনি । দেশীয় প্রযুক্তির প্রতিক্ষা সরঞ্জামের উপর যে তাঁর মারাত্মক ভরসা, সেই বিষয়টিও জানাতে ভোলেননি মোদি ।

এরপরেই তেজস সহ বিভিন্ন দেশীয় প্রযুক্তির বিমান ও চপারে বরাত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রক । যেখানে এর আগে হ্যালকে মোট চল্লিশ তেজস যুদ্ধবিমানের বরাত দেওয়া হয়, সেখানে 2024 সালে হ্যালকে মোট 83 টি তেজস বিমানের বরাত দেয় প্রতিরক্ষা মন্ত্রক। বরাদ্দ মোট 36 হাজার 468 কোটি টাকা।

আরও পড়ুন:

  1. তেজস তৈরিতে হ্যালকে 36 হাজার কোটি টাকার বরাত মোদি সরকারের
  2. ভারতে তৈরি যুদ্ধবিমান তেজসে উড়ান প্রধানমন্ত্রী মোদির, দেখুন ভিডিয়ো

নয়াদিল্লি,1 ডিসেম্বর: দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমানে গতি এনেছে তেজস। এবার সেই তেজসের উপর বরাত বৃদ্ধি করল দেশের প্রতিরক্ষামন্ত্রক । জানা যাচ্ছে, আরও 97টি তেজস যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তে নিয়েছে রাজনাথ সিংয়ের মন্ত্রক। তেজসের নয়া সংস্করণ মার্ক 1-এ আরও কেনা হবে বলে ডিএসির বৈঠকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলে খবর ।

মূলত, প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম কেনা-বেচা সংক্রান্ত কমিটি ডিএসির সঙ্গে বৈঠক করেন রাজনাথ। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, মোট 65হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র তেজস যুদ্ধবিমান ক্রয় করার খাতে । শুধু তেজস নয়, অন্তত 84 টি সুখোই-30 যুদ্ধ বিমান আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রক, এই খাতে বরাদ্দ হয়েছে মোট 1.6 লক্ষ কোটি টাকা। এছাড়াও, মোট এক লক্ষ এক হাজার কোটির বরাদ্দে দেশীয় প্রযুক্তির 157টি 'প্রচণ্ড' যুদ্ধ চপার কিনছে প্রতিরক্ষামন্ত্রক।

তেজসের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভরসা বেড়েছে । কয়েকদিন আগেই নয়া প্রযুক্তির দুই আসনের তেজস মার্ক-1এ সওয়ার হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এক্স হ্যান্ডেলে তেজস বিমানের সদর্থক ক্ষমতার কথা জানান তিনি । দেশীয় প্রযুক্তির প্রতিক্ষা সরঞ্জামের উপর যে তাঁর মারাত্মক ভরসা, সেই বিষয়টিও জানাতে ভোলেননি মোদি ।

এরপরেই তেজস সহ বিভিন্ন দেশীয় প্রযুক্তির বিমান ও চপারে বরাত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রক । যেখানে এর আগে হ্যালকে মোট চল্লিশ তেজস যুদ্ধবিমানের বরাত দেওয়া হয়, সেখানে 2024 সালে হ্যালকে মোট 83 টি তেজস বিমানের বরাত দেয় প্রতিরক্ষা মন্ত্রক। বরাদ্দ মোট 36 হাজার 468 কোটি টাকা।

আরও পড়ুন:

  1. তেজস তৈরিতে হ্যালকে 36 হাজার কোটি টাকার বরাত মোদি সরকারের
  2. ভারতে তৈরি যুদ্ধবিমান তেজসে উড়ান প্রধানমন্ত্রী মোদির, দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.