দিল্লি, 9 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, 28টি দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ 171 জন । তার মধ্যে তপোবনের টানেলে এখনও 35 জন আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে । টুইট করে এমনটাই জানালেন উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার ।
উত্তরাখণ্ডের চামোলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা । জোশিমঠের কাছে রিঙ্গি এলাকায় সেনা কাজ করছে দিন-রাত । এইসঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের টাস্ক ফোর্সের কর্মীরা সুরঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে । আকাশপথে উদ্ধারের জন্য পাঠানো হয়েছে সেনার চিতা হেলিকপ্টার । প্রস্তুত রাখা হয়েছে, মার্কোস কমান্ডোদেরও ।
এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় খাদ্যসঙ্কটে পড়েছে উত্তরাখণ্ডের বেশ কিছু গ্রাম । আইটিবিপি-র তৎপরতায় সেখানে চলছে খাদ্য সামগ্রী বিলি করার কাজ ।
-
Final number of dead body recovered in Tapovan till 8 p.m. on 8th February is 26. 171 people still remain missing out of which around 35 are supposed to be in the Tunnel where rescue operation is still going on.@DDNewslive @ANI @aajtak @ZeeNews @ABPNews @htTweets @timesofindia
— Ashok Kumar IPS (@Ashokkumarips) February 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Final number of dead body recovered in Tapovan till 8 p.m. on 8th February is 26. 171 people still remain missing out of which around 35 are supposed to be in the Tunnel where rescue operation is still going on.@DDNewslive @ANI @aajtak @ZeeNews @ABPNews @htTweets @timesofindia
— Ashok Kumar IPS (@Ashokkumarips) February 8, 2021Final number of dead body recovered in Tapovan till 8 p.m. on 8th February is 26. 171 people still remain missing out of which around 35 are supposed to be in the Tunnel where rescue operation is still going on.@DDNewslive @ANI @aajtak @ZeeNews @ABPNews @htTweets @timesofindia
— Ashok Kumar IPS (@Ashokkumarips) February 8, 2021
আরও পড়ুন : তপোবনে সুড়ঙ্গ থেকে উদ্ধার 30 শ্রমিক
আগেই উত্তরাখণ্ডের ধসে মৃতদের পরিবারকে 2 লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গুরুতর আহতদের পরিবারপিছু দেওয়া হবে 50 হাজার টাকা । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত মৃতদের পরিবার পিছু 4 লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ।