ETV Bharat / bharat

Kerala Flood Situation: হড়পা বান, জায়গায় জায়গায় ধস, বানভাসি কেরালায় মৃত বেড়ে 15 - NDRF

রাজ্যের ভয়াবহ ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷ তবে কুট্টিকল এবং কোক্কায়র পঞ্চায়েত এলাকায় ধস এবং হড়পা বানের প্রকোপে প্রায় 12 জন মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে ৷ সেখানে উদ্ধারকাজে নেমেছে পুলিশ, বিপর্যয় মোরকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী ৷

death toll reaches 15 in rain battered kerala
বানভাসি কেরলে মৃত বেড়ে 15
author img

By

Published : Oct 17, 2021, 5:19 PM IST

Updated : Oct 17, 2021, 6:26 PM IST

কোট্টায়ম, 17 অক্টোবর : বানভাসি কেরালায় মৃত্যুসংখ্যা বেড়ে 15 ৷ রবিবার কোট্টায়ম এবং ইডুকি থেকে আরও দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও পর্যন্ত যত জনের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের মধ্যে 12 জন কোট্টায়ম এবং 3 জন ইডুকির বাসিন্দা বলে জানিয়েছে রাজ্যে তথ্য এবং জনসংযোগ বিভাগ ৷ তবে এখনও অনেকে নিখোঁজ বলে জানা গিয়েছে ৷

একটানা ভারী বৃষ্টিতে বিগত কার্যত জলমগ্ন কেরালা ৷ জায়গায় জায়গায় ধস নেমেছে ৷ ভেঙে পড়েছে বহু বাড়িঘর ৷ তাতে 2018 এবং 2019-এর বন্যার ভয়াবহ স্মৃতি ফিরে এসেছে রাজ্যে ৷ তার মধ্যেই মৃত্যুসংখ্যা লাগাতার ঊর্ধ্বমুখী হওয়ায় দুশ্চিন্তার মেঘ আরও গাঢ় হচ্ছে ৷ আবহাওয়া দফতর যদিও জানিয়েছে, রবিবার থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: Babul Supriyo : মঙ্গলবার থেকে আর আসানসোলের বিজেপি সাংসদ নন, ইস্তফা দিচ্ছেন বাবুল

আবহাওয়া দফতরের পূর্বাভাসে খানিকটা আশার আলো দেখা গেলেও, এই মুহূর্তে রাজ্যের ভয়াবহ ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷ তবে কুট্টিকল এবং কোক্কায়র পঞ্চায়েত এলাকায় ধস এবং হড়পা বানের প্রকোপে প্রায় 12 জন মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে ৷ সেখানে উদ্ধারকাজে নেমেছে পুলিশ, বিপর্যয় মোরকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী ৷ আহত এবং ঘরছাড়া মানুষদের পুনর্বাসন নিরাপদে সরিয়ে নিয়ে যেতে নামানো হয়েছে সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনাকেও ৷ তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও বহু মানুষ ঘরছাড়া ৷ জলমগ্ন জায়গায় আটকেও পড়েছেন অনেকে ৷

কেরালার পরিস্থিতির দিকে নজর রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্যকে সবরকমের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি ৷ রবিবার টুইটারে কেরালার জন্য প্রার্থনা সহকারে টুইটও করেন তিনি ৷ শাহ লেখেন, ‘ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিতে এই মুহূর্তে কেরালার যা পরিস্থিতি, সে দিকে নজর রেখেছি আমরা ৷ সবরকম ভাবে কেরালা সরকারকে সাহায্য করবে কেন্দ্র ৷ ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে পাঠানো হয়েছে ৷ সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি ৷’

আরও পড়ুন: Bangladesh Violence : বাংলাদেশে পুজোমণ্ডপে হামলার নিন্দায় সরব বিপ্লব দেব

কোট্টায়ম, 17 অক্টোবর : বানভাসি কেরালায় মৃত্যুসংখ্যা বেড়ে 15 ৷ রবিবার কোট্টায়ম এবং ইডুকি থেকে আরও দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও পর্যন্ত যত জনের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের মধ্যে 12 জন কোট্টায়ম এবং 3 জন ইডুকির বাসিন্দা বলে জানিয়েছে রাজ্যে তথ্য এবং জনসংযোগ বিভাগ ৷ তবে এখনও অনেকে নিখোঁজ বলে জানা গিয়েছে ৷

একটানা ভারী বৃষ্টিতে বিগত কার্যত জলমগ্ন কেরালা ৷ জায়গায় জায়গায় ধস নেমেছে ৷ ভেঙে পড়েছে বহু বাড়িঘর ৷ তাতে 2018 এবং 2019-এর বন্যার ভয়াবহ স্মৃতি ফিরে এসেছে রাজ্যে ৷ তার মধ্যেই মৃত্যুসংখ্যা লাগাতার ঊর্ধ্বমুখী হওয়ায় দুশ্চিন্তার মেঘ আরও গাঢ় হচ্ছে ৷ আবহাওয়া দফতর যদিও জানিয়েছে, রবিবার থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: Babul Supriyo : মঙ্গলবার থেকে আর আসানসোলের বিজেপি সাংসদ নন, ইস্তফা দিচ্ছেন বাবুল

আবহাওয়া দফতরের পূর্বাভাসে খানিকটা আশার আলো দেখা গেলেও, এই মুহূর্তে রাজ্যের ভয়াবহ ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷ তবে কুট্টিকল এবং কোক্কায়র পঞ্চায়েত এলাকায় ধস এবং হড়পা বানের প্রকোপে প্রায় 12 জন মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে ৷ সেখানে উদ্ধারকাজে নেমেছে পুলিশ, বিপর্যয় মোরকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী ৷ আহত এবং ঘরছাড়া মানুষদের পুনর্বাসন নিরাপদে সরিয়ে নিয়ে যেতে নামানো হয়েছে সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনাকেও ৷ তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও বহু মানুষ ঘরছাড়া ৷ জলমগ্ন জায়গায় আটকেও পড়েছেন অনেকে ৷

কেরালার পরিস্থিতির দিকে নজর রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্যকে সবরকমের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি ৷ রবিবার টুইটারে কেরালার জন্য প্রার্থনা সহকারে টুইটও করেন তিনি ৷ শাহ লেখেন, ‘ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিতে এই মুহূর্তে কেরালার যা পরিস্থিতি, সে দিকে নজর রেখেছি আমরা ৷ সবরকম ভাবে কেরালা সরকারকে সাহায্য করবে কেন্দ্র ৷ ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে পাঠানো হয়েছে ৷ সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি ৷’

আরও পড়ুন: Bangladesh Violence : বাংলাদেশে পুজোমণ্ডপে হামলার নিন্দায় সরব বিপ্লব দেব

Last Updated : Oct 17, 2021, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.