নয়াদিল্লি, 17 অক্টোবর : বানভাসি কেরালায় মৃত্যুমিছিল বেড়েই চলেছে । সে দিকে নজর রয়েছে বলে আগেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এ বার রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বন্যাপরিস্থিতি নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই বিপদের সময় পিনারাই সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ।
রবিবার সন্ধ্যায় মোদি টুইটারে লেখেন, ‘ভারী বৃষ্টি এবং ধসে বিধ্বস্ত কেরালার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা হয়েছে ৷ আহত এবং দুর্গত মানুষের সাহায্যে কাজ করছেন আমাদের আধিকারিকরা ৷ সকলের নিরাপত্তা এবং কল্যাণ কামনা করছি ৷’
আরও পড়ুন: Kerala Flood Situation: হড়পা বান, জায়গায় জায়গায় ধস, বানভাসি কেরালায় মৃত বেড়ে 15
যত সময় এগোচ্ছে, কেরালায় মৃতের সংখ্যা ততই বেড়ে চলেছে ৷ তা নিয়ে মোদি লেখেন, ‘দুর্ভাগ্যক্রমে কেরালায় ভারী বর্ষণ এবং ধসে কিছু মানুষ মারা গিয়েছেন ৷ তাঁদের পরিবারকে সমবেদনা জানাই ৷ ’
একটানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে কেরালায় । হড়পা বান এবং জায়গায় জায়গায় ধসে চাপা পড়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মৃত্যুসংখ্যা বেড়ে 23-এ গিয়ে ঠেকেছে । এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে ৷ পরিস্থিতির মোকাবিলায় সেখানে জাতীয় বিপর্যয় বাহিনী অবিরাম কাজ করে চলেছে ৷ উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনা, নৌসেনা এবং বায়ুসেনাও ৷
-
It is saddening that some people have lost their lives due to heavy rains and landslides in Kerala. Condolences to the bereaved families.
— Narendra Modi (@narendramodi) October 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It is saddening that some people have lost their lives due to heavy rains and landslides in Kerala. Condolences to the bereaved families.
— Narendra Modi (@narendramodi) October 17, 2021It is saddening that some people have lost their lives due to heavy rains and landslides in Kerala. Condolences to the bereaved families.
— Narendra Modi (@narendramodi) October 17, 2021
কিন্তু কেরালায় বহু মানুষ এখনও পর্যন্ত ঘরছাড়া ৷ জলমগ্ন জায়গায় আটকেও রয়েছেন অনেকে ৷ আবহাওয়া দফতর যদিও রবিবার থেকে বর্ষণ কমবে বলে পূর্বাভাস দিয়েছে ৷ কিন্তু বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগবে, এখনও তা সঠিক ভাবে বোঝা যাচ্ছে না ৷ বরং 2018 এবং 2019-এর ভয়াবহ পরিস্থিতির কথাই ঘুরে ফিরে উঠে আসছে ৷