সোনিপত, 25 নভেম্বর: ঘরে ঢুকে মায়ের সামনে দুই নাবালিকা মেয়েকে গণধর্ষণ ও বিষ খাইয়ে খুন ৷ চারজন দোষীকে মৃত্যুদণ্ড দিল সোনিপতের ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ আদালত চার আসামিকে 30 হাজার টাকা জরিমানাও করেছে । ঘটনার দুই বছর এক মাস 10 দিনের মাথায় রায় ঘোষণা করল ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ আদালত দোষীদের অপরাধকে নৃশংস বলে অভিহিত করেছে এবং তাদের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক সুরুচি আত্রেজা সিং ।
জানা গিয়েছে, নাবালিকারা মূলত বিহারের বাসিন্দা ৷ মা ও দাদাদের সঙ্গে কুন্ডলি থানা এলাকার একটি গ্রামে ভাড়ায় থাকত তারা । বিহারের আরও চার যুবকও একই বাড়িতে আলাদা ঘরে ভাড়া থাকত । 2021 সালের 5 অগস্ট রাতে মহিলা তাঁর 13 এবং 15 বছরের মেয়েকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন । তাঁর ছেলেরা বারান্দায় ঘুমাচ্ছিল । রাত 12টা নাগাদ চার যুবক, বিহারের দারভাঙ্গা জেলার মাজগাহি গ্রামের বাসিন্দা অরুণ পণ্ডিত, মাসাহোরি গ্রামের বাসিন্দা ফুলচাঁদ, ঝাকেলির বাসিন্দা দুখন পণ্ডিত এবং সমষ্টিপুরের বড়া গ্রামের বাসিন্দা রাম সুহাগ তাঁদের ঘরে প্রবেশ করে ৷ অরুণ ও ফুলচাঁদ বড় মেয়েকে গণধর্ষণ করে এবং দুখন পণ্ডিত ও রাম সুহাগ ছোট মেয়েকে গণধর্ষণ করে ।
ঘটনার প্রতিবাদ করলে দুই কিশোরীকে পানীয়র সঙ্গে কীটনাশক খাইয়ে দেয় চার যুবক ৷ যার কারণে তাদের অবস্থার অবনতি হয় । যুবকরা ওই মহিলাকে হুমকি দেয়, তিনি এই ঘটনার বিষয়ে কাউকে কিছু বললে তাঁর ছেলেদের মেরে ফেলবে । ছেলেদের হত্যার হুমকিতে ভয় পেয়ে মহিলা কাউকে কিছু জানান না ৷ তিনি তাঁর মেয়েদের নিয়ে বারান্দায় গিয়ে শুয়ে পড়েন । তবে বিষের জ্বালায় ভোর 4টে পর্যন্ত দুই বোনই বারান্দায় কাতরাকে থাকে ।
এরপর তাদের অবস্থার আরও অবনতি হলে দু'জনকেই দিল্লির একটি হাসপাতালে ভরতি করা হয় । যেখানে ধর্ষিতা নাবালিকাদের মৃত্যু হয় । এই ঘটনার পর মহিলা কুন্ডলি থানায় জানান, তাঁর মেয়েদের সাপে ছোবল মেরেছিল ৷ এর জেরে তাদের মৃত্যু হয়েছে ৷ যার ভিত্তিতে দিল্লিতে দেহ দুটির ময়নাতদন্ত করা হয় । তবে রিপোর্ট আসার পরই পুলিশ আসল সত্যিটা জানতে পারে ৷ রিপোর্টে জানা যায়, নাবালিকাদেরকে গণধর্ষণ করা হয়েছে । এছাড়াও তাদের কীটনাশক খাওয়ানো হয়েছিল ।
এই ঘটনার তদন্তকারী অফিসার ঊষা মালিক মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে সত্য বেরিয়ে আসে । যার ভিত্তিতে চার অভিযুক্ত অরুণ, ফুলচাঁদ, দুখন এবং রাম সুহাগের বিরুদ্ধে গণধর্ষণ ও বিষ খাইয়ে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয় । চারজনকেই গ্রেফতার করে উষা মালিকের দল । মামলার শুনানির পর এএসজে সুরুচি আত্রেজা সিং চার অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন । 8 অক্টোবর 2021 সালে আদালতে এই মামলাটি করা হয় ।
আরও পড়ুন: