ETV Bharat / bharat

Tiger State Madhya Pradesh: দশ বছরে 270টি বাঘের মৃত্যু ! 'টাইগার স্টেট' তকমা খোয়াতে চলেছে মধ্যপ্রদেশ

author img

By

Published : Feb 22, 2023, 3:25 PM IST

মধ্যপ্রদেশ কি 'টাইগার স্টেট অফ ইন্ডিয়া' নিজের কাছে রাখতে পারবে ? 2022 সালের শেষের দিকে পাওয়া তথ্য দুশ্চিন্তার ৷ এক দশকে 270 টি বাঘের মৃত্যু হয়েছে ৷ এবছর প্রথম 45দিনে 9টি বাঘ মারা গিয়েছে ৷ মধ্যপ্রদেশের খুব কাছে আছে কর্ণাটক (Can Madhya Pradesh retain its Tiger State title) ৷

Tiger State
মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা কমতে চলেছে

ভোপাল, 22 ফেব্রুয়ারি: বাঘের রাজ্য মধ্যপ্রদেশ ৷ কিন্তু 'টাইগার স্টেট অফ ইন্ডিয়া' তকমা হারাতে বসেছে রাজ্যটি ৷ একসময় দেশের মধ্যে সবচেয়ে বেশি বাঘ ছিল এই রাজ্যে ৷ কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান অন্য কথা বলছে ৷ রাজ্যে বাঘের মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে ৷ বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বাঘে-মানুষে সংঘর্ষ এবং তার সঙ্গে জড়িত নানা ঘটনার ফলে বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে রাজ্যে ৷

মধ্যপ্রদেশের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (National Tiger Conservation Authority, NTCA) দেওয়া তথ্য অনুযায়ী, এক দশকের মধ্যে মধ্যপ্রদেশে 270টি বাঘ কমেছে ৷ শুধুমাত্র গত বছরেই 34টি বাঘ মারা গিয়েছে ৷ আর এবছরের প্রথম 45 দিনে 9টি বাঘের মৃত্যু হয়েছে ৷ 2022 সালের তথ্য জানাচ্ছে, মধ্যপ্রদেশ ছিল 526টি বাঘের বাসস্থান ৷ তারপরেই কর্ণাটক ৷ সেখানে 524টি বাঘ রয়েছে ৷ আগামী ব্যাঘ্র সমীক্ষায় (Tiger Census) কর্ণাটকে বাঘের সংখ্যা বেশি হলে মধ্যপ্রদেশের কাছ থেকে 'টাইগার স্টেট' তকমা ছিনিয়ে নেবে দক্ষিণের এই রাজ্যটি ৷ প্রসঙ্গত, 2022 সালে এখানে 15টি বাঘের মৃত্যু হয়েছে ৷

ইটিভি ভারতের প্রতিনিধিকে প্রাণী অধিকার সমাজকর্মী অজয় দুবে জানান, জঙ্গল সংলগ্ন চাষের ক্ষেতে ইলেকট্রিকের তার দিয়ে বেড়া দেওয়া হয় ৷ তাতে আটকে যায় বাঘেরা ৷ বন দফতর এটা নিয়ন্ত্রণ করতে পারছে না ৷ গত 10 বছরে 270 টি বাঘ মারা গিয়েছে ৷ এই 45 দিনে 9টি ৷ তিনি আরও জানান, দেশের মধ্যে মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি ৷ বাঘ বাঁচাতে আমাদের বেশ কিছু ব্যবস্থা নিতে হবে ৷ তাঁর কথাই শোনা গেল এক আইএফএস (Indian Forest Service) আধিকারিকের গলায় ৷ তিনিও বাঘ মারা যাওয়ার পিছনে জঙ্গলের জমি দখলের কারণকেই দায়ী করলেন ৷

আরও পড়ুন: কর্ণাটকে বাঘের হানায় 24 ঘণ্টায় 2 জনের মৃত্যু

অবসরপ্রাপ্ত আইএফএস আধিকারিক সুবেশ বাঘমারের মতে, মানুষ জঙ্গলের দখল নিচ্ছে ৷ এটা ছাড়া বাঘেদের নিজেদের মধ্যে সাংঘাতিক লড়াই হয় ৷ সেটাও বাঘ মারা যাওয়ার অন্যতম কারণ ৷ এ বছর 4 ফেব্রুয়ারি মধ্যপ্রদেশে 2টি বাঘের মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ মনে করা হচ্ছে, তারা একে অপরকে আক্রমণ করেছিল ৷ তাতে এই পরিণতি ৷ শাদোলে একটি বাঘের মৃতদেহ পাওয়া যায় ৷ আরেকটি বাঘকে উমারিয়া জেলার বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র প্রকল্পের গুনঘুটি জঙ্গলের বালওয়াই বিটে মৃত অবস্থায় দেখা যায় ৷ এর আগের দিন একটি বাঘ মারা গিয়েছে কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে ৷ 31 জানুয়ারি একটি বাঘের মৃতদেহ মেলে পান্না ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে ৷

24 জানুয়ারি শাদোলে একটি বাঘ এবং আরেকটিকে কানহা টাইগার রিজার্ভে মৃত অবস্থায় মেলে ৷ 12 জানুয়ারি সতপুরা টাইগার রিজার্ভ থেকে মৃত বাঘের দেহ উদ্ধার হয় ৷ এর আগের দিন সেনোই থেকে একটি বাঘের মৃতদেহ পাওয়া যায় ৷ 2012 সালের জানুয়ারি থেকে 2023 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কালে রাজ্যে 270টি বাঘের মৃত্যুর খবর মিলেছে ৷ এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বেশি ৷ একই সময়ের মধ্যে মহারাষ্ট্রে 184টি বাঘ, কর্ণাটকে 150টি, উত্তরাখণ্ডে 98টি, অসমে 71টি বাঘের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: সন্তান রেখে চিরঘুমে টি-1, 14 বছর আগে প্রথম বাঘ হিসেবে এসেছিল পান্না ব্যাঘ্র প্রকল্পে

ভোপাল, 22 ফেব্রুয়ারি: বাঘের রাজ্য মধ্যপ্রদেশ ৷ কিন্তু 'টাইগার স্টেট অফ ইন্ডিয়া' তকমা হারাতে বসেছে রাজ্যটি ৷ একসময় দেশের মধ্যে সবচেয়ে বেশি বাঘ ছিল এই রাজ্যে ৷ কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান অন্য কথা বলছে ৷ রাজ্যে বাঘের মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে ৷ বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বাঘে-মানুষে সংঘর্ষ এবং তার সঙ্গে জড়িত নানা ঘটনার ফলে বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে রাজ্যে ৷

মধ্যপ্রদেশের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (National Tiger Conservation Authority, NTCA) দেওয়া তথ্য অনুযায়ী, এক দশকের মধ্যে মধ্যপ্রদেশে 270টি বাঘ কমেছে ৷ শুধুমাত্র গত বছরেই 34টি বাঘ মারা গিয়েছে ৷ আর এবছরের প্রথম 45 দিনে 9টি বাঘের মৃত্যু হয়েছে ৷ 2022 সালের তথ্য জানাচ্ছে, মধ্যপ্রদেশ ছিল 526টি বাঘের বাসস্থান ৷ তারপরেই কর্ণাটক ৷ সেখানে 524টি বাঘ রয়েছে ৷ আগামী ব্যাঘ্র সমীক্ষায় (Tiger Census) কর্ণাটকে বাঘের সংখ্যা বেশি হলে মধ্যপ্রদেশের কাছ থেকে 'টাইগার স্টেট' তকমা ছিনিয়ে নেবে দক্ষিণের এই রাজ্যটি ৷ প্রসঙ্গত, 2022 সালে এখানে 15টি বাঘের মৃত্যু হয়েছে ৷

ইটিভি ভারতের প্রতিনিধিকে প্রাণী অধিকার সমাজকর্মী অজয় দুবে জানান, জঙ্গল সংলগ্ন চাষের ক্ষেতে ইলেকট্রিকের তার দিয়ে বেড়া দেওয়া হয় ৷ তাতে আটকে যায় বাঘেরা ৷ বন দফতর এটা নিয়ন্ত্রণ করতে পারছে না ৷ গত 10 বছরে 270 টি বাঘ মারা গিয়েছে ৷ এই 45 দিনে 9টি ৷ তিনি আরও জানান, দেশের মধ্যে মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি ৷ বাঘ বাঁচাতে আমাদের বেশ কিছু ব্যবস্থা নিতে হবে ৷ তাঁর কথাই শোনা গেল এক আইএফএস (Indian Forest Service) আধিকারিকের গলায় ৷ তিনিও বাঘ মারা যাওয়ার পিছনে জঙ্গলের জমি দখলের কারণকেই দায়ী করলেন ৷

আরও পড়ুন: কর্ণাটকে বাঘের হানায় 24 ঘণ্টায় 2 জনের মৃত্যু

অবসরপ্রাপ্ত আইএফএস আধিকারিক সুবেশ বাঘমারের মতে, মানুষ জঙ্গলের দখল নিচ্ছে ৷ এটা ছাড়া বাঘেদের নিজেদের মধ্যে সাংঘাতিক লড়াই হয় ৷ সেটাও বাঘ মারা যাওয়ার অন্যতম কারণ ৷ এ বছর 4 ফেব্রুয়ারি মধ্যপ্রদেশে 2টি বাঘের মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ মনে করা হচ্ছে, তারা একে অপরকে আক্রমণ করেছিল ৷ তাতে এই পরিণতি ৷ শাদোলে একটি বাঘের মৃতদেহ পাওয়া যায় ৷ আরেকটি বাঘকে উমারিয়া জেলার বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র প্রকল্পের গুনঘুটি জঙ্গলের বালওয়াই বিটে মৃত অবস্থায় দেখা যায় ৷ এর আগের দিন একটি বাঘ মারা গিয়েছে কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে ৷ 31 জানুয়ারি একটি বাঘের মৃতদেহ মেলে পান্না ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে ৷

24 জানুয়ারি শাদোলে একটি বাঘ এবং আরেকটিকে কানহা টাইগার রিজার্ভে মৃত অবস্থায় মেলে ৷ 12 জানুয়ারি সতপুরা টাইগার রিজার্ভ থেকে মৃত বাঘের দেহ উদ্ধার হয় ৷ এর আগের দিন সেনোই থেকে একটি বাঘের মৃতদেহ পাওয়া যায় ৷ 2012 সালের জানুয়ারি থেকে 2023 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কালে রাজ্যে 270টি বাঘের মৃত্যুর খবর মিলেছে ৷ এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বেশি ৷ একই সময়ের মধ্যে মহারাষ্ট্রে 184টি বাঘ, কর্ণাটকে 150টি, উত্তরাখণ্ডে 98টি, অসমে 71টি বাঘের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: সন্তান রেখে চিরঘুমে টি-1, 14 বছর আগে প্রথম বাঘ হিসেবে এসেছিল পান্না ব্যাঘ্র প্রকল্পে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.