ETV Bharat / bharat

Covid Vaccine : ডিসিজিআইয়ের চূড়ান্ত ছাড়পত্র পেল মডার্না

কোভিশিল্ড, কোভ্যাকসিন ও স্পুটনিকের পর মডার্নার টিকা ভারতে আপৎকালীন ব্যবহারের জন্য করোনার চতুর্থ টিকা হিসেবে ছাড়পত্র পেল ৷

author img

By

Published : Jun 29, 2021, 7:33 PM IST

Updated : Jun 29, 2021, 8:45 PM IST

Moderna's COVID-19 vaccine
ফাইল ছবি

নয়াদিল্লি, 29 জুন : মডার্নার তৈরি করোনা ভ্যাকসিন আপৎকালীন ব্যবহারের অনুমতি দিল ডিসিজিআই (DCGI) ৷ মুম্বইয়ের ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিপলাকে এই ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ডিসিজিআই ৷ কোভিশিল্ড, কোভ্যাকসিন ও স্পুটনিকের পর মডার্নার এই করোনা টিকা ভারতে আপৎকালীন ব্যবহারের জন্য করোনার চতুর্থ টিকা হিসেবে ছাড়পত্র পেল ৷

নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) চিকিৎসক ভি কে পল আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সিপলার তরফে মডার্নার করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছিল । সেই আবেদনের ভিত্তিতে মডার্নার করোনা টিকাকে আপৎকালীন ব্যবহারের অনুমতি দেওয়া হয়ছে । অর্থাৎ এখনও পর্যন্ত যে টিকাগুলির অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলি হল কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক এবং মডার্না ।

ভি কে পল বলেন, "বিদেশে তৈরি অন্যান্য ভ্যাকসিনগুলি বিশেষত ফাইজার এবং জেএন্ডজে-কে ভারতে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে । সেই প্রক্রিয়া এখনও চলছে । আমাদের দেশে যে ভ্যাকসিনগুলি উৎপাদন করা হচ্ছে, তার উপলব্ধতা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে ।"

এর আগে চলতি মাসের শুরুর দিকে স্বাস্থ্য মন্ত্রকের একটি সূত্র জানিয়েছিল, অন্যান্য দেশগুলি ইতিমধ্যেই ফাইজার ও মডার্নাকে আইনি রক্ষাকবচ দিয়েছে ৷ ভারতও একই রকমভাবে এই দুটি টিকা প্রস্তুতকারী সংস্থাকে আইনি সুরক্ষাকবচ দেওয়ার পরিকল্পনা করেছে ৷ এই প্রস্তাব মঞ্জুর হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি ৷

আরও পড়ুন : টিকার ঘাটতি মেটাতে ফাইজার-মডার্নাকে বিশেষ সুবিধে দিতে পারে কেন্দ্র

এদিকে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) আগেই জানিয়েছে, নির্দিষ্ট কিছু দেশে ছাড়পত্র পেয়েছে এবং হু–র তালিকায় রয়েছে এমন সংস্থার টিকার এ দেশে আর ট্রায়ালের প্রয়োজন নেই । ট্রায়াল ছাড়াই এখানকার মানুষের উপর সেই টিকা প্রয়োগের ক্ষেত্রে ছাড়পত্র পাবে সেই সংস্থাগুলি ।

2020 সালের নভেম্বরে মডার্না তাদের করোনা টিকার তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল প্রকাশ্যে এনেছিল । সেখানে মডার্নার তরফে দাবি করা হয়েছিল, এই টিকা করোনার বিরুদ্ধে 90 শতাংশ কার্যকর ।

আমেরিকার সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) -তে যে গাইডলাইন তৈরি করা হয়েছে, তাতে 18 বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁদের মডার্নার টিকা দেওয়া হবে । দু'টি ডোজ় নেওয়ার কথা উল্লেখ রয়েছে । প্রথম ডোজ়ের থেকে দ্বিতীয় ডোজ়ের ব্যবধান হতে হবে 28 দিন । আরও বলা হয়েছে, প্রথম ডোজ় যদি মডার্নার হয়, তবে দ্বিতীয় ডোজ়টিও আবশ্যিকভাবে মডার্নারই হতে হবে ।

নয়াদিল্লি, 29 জুন : মডার্নার তৈরি করোনা ভ্যাকসিন আপৎকালীন ব্যবহারের অনুমতি দিল ডিসিজিআই (DCGI) ৷ মুম্বইয়ের ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিপলাকে এই ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ডিসিজিআই ৷ কোভিশিল্ড, কোভ্যাকসিন ও স্পুটনিকের পর মডার্নার এই করোনা টিকা ভারতে আপৎকালীন ব্যবহারের জন্য করোনার চতুর্থ টিকা হিসেবে ছাড়পত্র পেল ৷

নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) চিকিৎসক ভি কে পল আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সিপলার তরফে মডার্নার করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছিল । সেই আবেদনের ভিত্তিতে মডার্নার করোনা টিকাকে আপৎকালীন ব্যবহারের অনুমতি দেওয়া হয়ছে । অর্থাৎ এখনও পর্যন্ত যে টিকাগুলির অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলি হল কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক এবং মডার্না ।

ভি কে পল বলেন, "বিদেশে তৈরি অন্যান্য ভ্যাকসিনগুলি বিশেষত ফাইজার এবং জেএন্ডজে-কে ভারতে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে । সেই প্রক্রিয়া এখনও চলছে । আমাদের দেশে যে ভ্যাকসিনগুলি উৎপাদন করা হচ্ছে, তার উপলব্ধতা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে ।"

এর আগে চলতি মাসের শুরুর দিকে স্বাস্থ্য মন্ত্রকের একটি সূত্র জানিয়েছিল, অন্যান্য দেশগুলি ইতিমধ্যেই ফাইজার ও মডার্নাকে আইনি রক্ষাকবচ দিয়েছে ৷ ভারতও একই রকমভাবে এই দুটি টিকা প্রস্তুতকারী সংস্থাকে আইনি সুরক্ষাকবচ দেওয়ার পরিকল্পনা করেছে ৷ এই প্রস্তাব মঞ্জুর হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি ৷

আরও পড়ুন : টিকার ঘাটতি মেটাতে ফাইজার-মডার্নাকে বিশেষ সুবিধে দিতে পারে কেন্দ্র

এদিকে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) আগেই জানিয়েছে, নির্দিষ্ট কিছু দেশে ছাড়পত্র পেয়েছে এবং হু–র তালিকায় রয়েছে এমন সংস্থার টিকার এ দেশে আর ট্রায়ালের প্রয়োজন নেই । ট্রায়াল ছাড়াই এখানকার মানুষের উপর সেই টিকা প্রয়োগের ক্ষেত্রে ছাড়পত্র পাবে সেই সংস্থাগুলি ।

2020 সালের নভেম্বরে মডার্না তাদের করোনা টিকার তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল প্রকাশ্যে এনেছিল । সেখানে মডার্নার তরফে দাবি করা হয়েছিল, এই টিকা করোনার বিরুদ্ধে 90 শতাংশ কার্যকর ।

আমেরিকার সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) -তে যে গাইডলাইন তৈরি করা হয়েছে, তাতে 18 বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁদের মডার্নার টিকা দেওয়া হবে । দু'টি ডোজ় নেওয়ার কথা উল্লেখ রয়েছে । প্রথম ডোজ়ের থেকে দ্বিতীয় ডোজ়ের ব্যবধান হতে হবে 28 দিন । আরও বলা হয়েছে, প্রথম ডোজ় যদি মডার্নার হয়, তবে দ্বিতীয় ডোজ়টিও আবশ্যিকভাবে মডার্নারই হতে হবে ।

Last Updated : Jun 29, 2021, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.