নয়াদিল্লি, 10 জুন : দেশের রাজধানীতে যোগী আদিত্যনাথ ৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার পৌঁছেছেন দেশের রাজধানীতে ৷ আজ, বুধবার তিনি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ আগামিকাল, শুক্রবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন ৷
হঠাৎ কেন নয়াদিল্লিতে যোগী আদিত্যনাথ ? আপাতত জাতীয় রাজনীতিতে জোর চর্চার বিষয় দাঁড়িয়েছে এটা ৷ বিশেষ করে গতকাল, বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন জিতিন প্রসাদ ৷ যিনি উত্তর প্রদেশের ব্রাহ্মণ নেতা ৷ তাই তাঁর যোগদানের পরদিন কি জরুরি তলব করা হয়েছে যোগী আদিত্যনাথকে, এই প্রশ্নই আপাতত ঘুরছে রাজধানীর রাজনৈতিক মহলে ৷
আরও পড়ুন : দেশের বিরোধী শক্তি দুর্বল, মমতাকে জানিয়েছেন রাকেশ টিকায়েত
এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2022 সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন ৷ 2014 সালের পর এই নির্বাচনই উত্তর প্রদেশে বিজেপির কাছে কড়া চ্যালেঞ্জ হতে চলেছে ৷ কারণ, 2014 সালের লোকসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশের সংগঠন নিজে হাতে সাজিয়েছিলেন অমিত শাহ ৷ তার পর লোকসভায় চমকপ্রদ ফল পায় গেরুয়া শিবির ৷ সেই সাফল্যের রেশ বজায় ছিল 2017 সালের বিধানসভা নির্বাচনেও ৷ দুই তৃতীয়াংশ ভোট নিয়ে ওই নির্বাচনে জেতে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ ৷ এর পর বেশ কয়েকটি উপনির্বাচনে হারতে হলেও 2019 সালের লোকসভা ভোটে সাফল্যের ধারা বজায় রেখেছিল মোদি-অমিতের দল ৷
কিন্তু করোনা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে যেতে শুরু করেছে ৷ এই নিয়ে বিরোধী দল বারবার সমালোচনা করছে ৷ প্রশ্নের মুখে পড়ছেন প্রশাসক যোগী ৷ তাই এখন থেকেই উত্তর প্রদেশের নির্বাচন নিয়ে বিজেপি কোমর বাঁধতে শুরু করেছে ৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতারা গিয়ে উত্তর প্রদেশ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ৷ আরএসএসের তরফেও আলাদা রিপোর্ট দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : যোগী-রাজ্যে 10 শতাংশ ব্রাহ্মণ ভোট, অঙ্ক কষেই কি জিতিনকে দলে নিল বিজেপি ?
কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে যে যোগীকে ভোটের আগেই সরিয়ে দেওয়া হতে পারে ৷ তার উপর গতকাল, জিতিন প্রসাদ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশে জিতিনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে ৷ কারণ, তিনি ব্রাহ্মণ নেতা ৷ উত্তর প্রদেশে 10 শতাংশ ব্রাহ্মণ ভোট রয়েছে ৷ আর এই ব্রাহ্মণদের একটা বড় অংশ যোগীর বিপক্ষে ৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্যই ডাকা হয়েছে যোগী আদিত্যনাথকে ৷ কীভাবে জিতিনকে ব্যবহার করা হবে ৷ সেখানে যোগীর কী ভূমিকা থাকবে, সেই সব নিয়ে খুঁটিনাঁটি পরিকল্পনা করতে তাঁকে ডাকা হয়েছে ৷
আরও পড়ুন : উত্তর প্রদেশের ব্রাহ্মণ নেতা জিতিন প্রসাদ বিজেপিতে, ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে