হায়দরাবাদ, 10 মার্চ : উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়াতে সরকার গড়তে চলেছে বিজেপি । 70 আসনের উত্তরাখণ্ডে ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে পুষ্কর সিং ধামির দল ৷ যদিও, বিজেপি বলছে আর কেউ নন, চার রাজ্যে গেরুয়া ঝড়ের পেছনে রয়েছে সেই ‘মোদি-ম্যাজিক’ (Anupama Rawat and Ritu Khanduri avenge defeat of their fathers) ৷
-
Winning march in my constituency #Kotdwar https://t.co/KxHAHuD6je
— Ritu Khanduri Bhushan (@RituKhanduriBJP) March 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Winning march in my constituency #Kotdwar https://t.co/KxHAHuD6je
— Ritu Khanduri Bhushan (@RituKhanduriBJP) March 10, 2022Winning march in my constituency #Kotdwar https://t.co/KxHAHuD6je
— Ritu Khanduri Bhushan (@RituKhanduriBJP) March 10, 2022
এই ম্যাজিকের দিনেই উত্তরাখণ্ডের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর হারের বদলা নিলেন তাঁদের মেয়েরা ৷ 2012 সালে, তৎকালীন মুখ্যমন্ত্রী মেজর জেনারেল বিসি খান্দুরি কংগ্রেস প্রার্থী সুরেন্দ্র সিং নেগির কাছে হেরে যান । ঠিক দশ বছর পর, ওই কোটদ্বার আসনেই সেই সুরেন্দ্র সিং নেগিকেই পরাস্ত করলেন তাঁর মেয়ে রিতু খান্দুরি ৷ এর আগে 2017 সালে যমকেশ্বর আসন থেকে বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি ৷
-
हरिद्वार ग्रामीण विधानसभा से श्रीमती अनुपमा रावत जी को मिली ऐतिहासिक जीत की बधाई एवं हरिद्वार ग्रामीण विधानसभा के समस्त जनमानस का आभार। pic.twitter.com/uB8iHP3rGF
— Uttarakhand Congress (@INCUttarakhand) March 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">हरिद्वार ग्रामीण विधानसभा से श्रीमती अनुपमा रावत जी को मिली ऐतिहासिक जीत की बधाई एवं हरिद्वार ग्रामीण विधानसभा के समस्त जनमानस का आभार। pic.twitter.com/uB8iHP3rGF
— Uttarakhand Congress (@INCUttarakhand) March 10, 2022हरिद्वार ग्रामीण विधानसभा से श्रीमती अनुपमा रावत जी को मिली ऐतिहासिक जीत की बधाई एवं हरिद्वार ग्रामीण विधानसभा के समस्त जनमानस का आभार। pic.twitter.com/uB8iHP3rGF
— Uttarakhand Congress (@INCUttarakhand) March 10, 2022
আরও পড়ুন : চার রাজ্যের জয়ে প্রধানমন্ত্রীর কল্যাণমূলক কর্মসূচিকে কৃতিত্ব দিলেন শাহ
2017 সালেই তৎকালীন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত কিচাচা এবং হরিদ্বার গ্রামীণ, দুই আসনেই পরাজিত হন । হরিদ্বার গ্রামীণ আসনে তাঁকে হারিয়েছিলেন বিজেপির স্বামী যতীশ্বরানন্দ ৷ এবার সেই যতীশ্বরানন্দকেই হারালেন হরিশ কন্যা অনুপমা রাওয়াত ৷