ETV Bharat / bharat

Dalit Assault: যোগী রাজ্যে ফের দলিত নিগ্রহ ! আক্রান্ত মা ও নাবালক ছেলে

ফের যোগী রাজ্যে দলিত নিগ্রহের অভিযোগ (Dalit Assault) ৷ এক মহিলা ও তাঁর নাবালক ছেলেকে তালাবন্দি করে রেখে দেওয়া হয় ! অভিযুক্ত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি (Panchayat Representative) ও তাঁর অনুগামীরা ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কল্লোলপুর সরাইহরা গ্রামের ঘটনা ৷

Dalit Woman and Minor Son Assaulted in Uttar Pradesh
Dalit Assault: যোগী রাজ্যে ফের দলিত নিগ্রহ ! আক্রান্ত মা ও নাবালক ছেলে
author img

By

Published : Aug 31, 2022, 3:55 PM IST

গোন্দা (উত্তরপ্রদেশ), 31 অগস্ট: যোগী রাজ্যে ফের আক্রান্ত দলিত পরিবার ! এক দলিত মহিলা ও তাঁর নাবালক ছেলেকে নিগ্রহের অভিযোগ (Dalit Woman and Minor Son Assaulted) ৷ কাঠগড়ায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি (Panchayat Representative) ও তাঁর অনুগামীরা ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কল্লোলপুর সরাইহরা গ্রামে ৷ বুধবার স্থানীয় থানার পক্ষ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে ৷ তারা বিষয়টি তদন্ত করে দেখছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত দু'জনের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ (Dalit Assault) আনা হয়েছে ৷ এঁরা হলেন সন্তোষ যাদব এবং সন্ত কুমার যাদব ৷ এঁদের মধ্য়ে সন্তোষ স্থানীয় পঞ্চায়েতের সদস্য এবং গ্রামের প্রধান ৷ আক্রান্ত দলিত মহিলার অভিযোগ, তাঁকে এবং তাঁর নাবালক ছেলেকে দীর্ঘক্ষণ তালাবন্ধ করে রেখে দেওয়া হয় ! সন্তোষের নির্দেশে গত রবিবার তাঁর অনুগামীরা এই কাণ্ড ঘটান ৷

আরও পড়ুন: খাবার চুরির অভিযোগে দলিত যুবকের পোশাক ছিঁড়ে বেধড়ক মার !

পুলিশ সুপার আকাশ তোমর জানিয়েছেন, রবিবারের ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ৷ যে মহিলাকে হেনস্থা করা হয়েছে, তাঁর এই দুর্দশার জন্য উলটে তাঁর মেয়েকেই দায়ী করেছেন অভিযুক্তরা ! তাঁদের বক্তব্য হল, ওই মহিলার মেয়ে গ্রামেরই একটি ছেলেকে বিয়ে করেন ৷ নবদম্পত্তি একই সম্প্রদায়ের ৷ সামাজিক রীতি মেনে নয়, তাঁরা বিয়ে করেন আইন মেনে (কোর্ট ম্য়ারেজ) ৷ এই ঘটনাতেই বেজায় চটে যান গ্রামের মাতব্বড়রা ৷ তাই মেয়েটির পরিবারকে 'উচিত শিক্ষা' দিতেই তাঁদের তালাবন্দি করে রাখা হয় !

পুলিশের দাবি, এই ঘটনার জন্য নববধূর ঠাকুমাও কিছুটা দায়ী ৷ নাতনির এই বিয়েতে সায় ছিল না বৃদ্ধার ৷ যদিও নবদম্পতির দুই পরিবারের বাকি সদস্যদের এই সম্পর্কে কোনও আপত্তি ছিল না ৷ ফলে বিয়ে আটকাতে পারেননি বৃদ্ধা ৷ কিন্তু, বিয়ের পর মূলত তাঁর উস্কানিতেই গ্রামে সালিশি সভা বসান স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা ৷ যার জেরে পরবর্তীতে ওই দলিত মহিলা এবং তাঁর ছেলেকে হেনস্থা করা হয় ৷ অভিযোগ, সকলের সামনেই মহিলা ও তাঁর নাবালক ছেলেকে গ্রামের প্রধান জাত তুলে গালিগালাজ করেন !

ঘটনাস্থলে উপস্থিত কোনও ব্যক্তি পুরো ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করেন ৷ পরে সেই ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ৷ এরপরই নড়েচড়ে বসে পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয় ৷ আক্রান্ত দলিত মহিলা ও তাঁর ছেলেকেও উদ্ধার করে পুলিশ ৷

গোন্দা (উত্তরপ্রদেশ), 31 অগস্ট: যোগী রাজ্যে ফের আক্রান্ত দলিত পরিবার ! এক দলিত মহিলা ও তাঁর নাবালক ছেলেকে নিগ্রহের অভিযোগ (Dalit Woman and Minor Son Assaulted) ৷ কাঠগড়ায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি (Panchayat Representative) ও তাঁর অনুগামীরা ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কল্লোলপুর সরাইহরা গ্রামে ৷ বুধবার স্থানীয় থানার পক্ষ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে ৷ তারা বিষয়টি তদন্ত করে দেখছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত দু'জনের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ (Dalit Assault) আনা হয়েছে ৷ এঁরা হলেন সন্তোষ যাদব এবং সন্ত কুমার যাদব ৷ এঁদের মধ্য়ে সন্তোষ স্থানীয় পঞ্চায়েতের সদস্য এবং গ্রামের প্রধান ৷ আক্রান্ত দলিত মহিলার অভিযোগ, তাঁকে এবং তাঁর নাবালক ছেলেকে দীর্ঘক্ষণ তালাবন্ধ করে রেখে দেওয়া হয় ! সন্তোষের নির্দেশে গত রবিবার তাঁর অনুগামীরা এই কাণ্ড ঘটান ৷

আরও পড়ুন: খাবার চুরির অভিযোগে দলিত যুবকের পোশাক ছিঁড়ে বেধড়ক মার !

পুলিশ সুপার আকাশ তোমর জানিয়েছেন, রবিবারের ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ৷ যে মহিলাকে হেনস্থা করা হয়েছে, তাঁর এই দুর্দশার জন্য উলটে তাঁর মেয়েকেই দায়ী করেছেন অভিযুক্তরা ! তাঁদের বক্তব্য হল, ওই মহিলার মেয়ে গ্রামেরই একটি ছেলেকে বিয়ে করেন ৷ নবদম্পত্তি একই সম্প্রদায়ের ৷ সামাজিক রীতি মেনে নয়, তাঁরা বিয়ে করেন আইন মেনে (কোর্ট ম্য়ারেজ) ৷ এই ঘটনাতেই বেজায় চটে যান গ্রামের মাতব্বড়রা ৷ তাই মেয়েটির পরিবারকে 'উচিত শিক্ষা' দিতেই তাঁদের তালাবন্দি করে রাখা হয় !

পুলিশের দাবি, এই ঘটনার জন্য নববধূর ঠাকুমাও কিছুটা দায়ী ৷ নাতনির এই বিয়েতে সায় ছিল না বৃদ্ধার ৷ যদিও নবদম্পতির দুই পরিবারের বাকি সদস্যদের এই সম্পর্কে কোনও আপত্তি ছিল না ৷ ফলে বিয়ে আটকাতে পারেননি বৃদ্ধা ৷ কিন্তু, বিয়ের পর মূলত তাঁর উস্কানিতেই গ্রামে সালিশি সভা বসান স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা ৷ যার জেরে পরবর্তীতে ওই দলিত মহিলা এবং তাঁর ছেলেকে হেনস্থা করা হয় ৷ অভিযোগ, সকলের সামনেই মহিলা ও তাঁর নাবালক ছেলেকে গ্রামের প্রধান জাত তুলে গালিগালাজ করেন !

ঘটনাস্থলে উপস্থিত কোনও ব্যক্তি পুরো ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করেন ৷ পরে সেই ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ৷ এরপরই নড়েচড়ে বসে পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয় ৷ আক্রান্ত দলিত মহিলা ও তাঁর ছেলেকেও উদ্ধার করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.