জয়সালমীর, 15 সেপ্টেম্বর: দোকানে রাখা কলসি থেকে জলপান করায় এক দলিত যুবককে নিগ্রহ ও গণপিটু দেওয়ার ঘটনা ঘটেছে রাজস্থানের জয়সালমীর ৷ মঙ্গলবার রাতে জয়সলমেরের মোহনগড় অঞ্চলের ডিগ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ নিগৃহীত যুবকের নাম চতুররাম মেঘওয়াল ৷ অভিযোগ, তিনি একটি দোকানের বাইরে রাখা কলসি থেকে জল খেয়েছিলেন ৷ এরপরেই সেখানে উপস্থিত কয়েকজন লোক তাঁকে লাঠি দিয়ে পেটায় ৷ নিগৃহীত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন (Deadly Attack on Dalit Person in Jaisalmer) ৷
ঘটনার সময় তাঁর স্ত্রীও সঙ্গে ছিলেন ৷ তাঁর চেষ্টায় কোনওরকমে প্রাণে বাঁচেন ওই যুবক ৷ পুলিশ ঘটনার তদন্ত করলেও এখনও কেউ গ্রেফতার হয়নি ৷ অভিযুক্তদের বিরুদ্ধে এসসি-এসটি অ্যাক্টে মামলা রুজু হয়েছে (Dalit Man Brutally Beaten in Jaisalmer) ৷
আরও পড়ুন: টানা 15 কিমি চলন্ত ট্রেনের বাইরে ঝুলছে মোবাইল ছিনতাইবাজ, ভাইরাল ভিডিয়ো
মঙ্গলবার রাত 8টা নাগাদ কেনাকাটা করতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন ওই যুবক ৷ ফেরার সময় ওই দোকানের বাইরে রাখা কলসি থেকে জল খান তিনি ৷ এরপরেই জাতি বিদ্বেষগত মন্তব্য করে তাঁর উপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পরে কয়েকজন ৷ অভিযুক্তদের মধ্যে জিতেন্দ্র সিং, বিক্রম সিং ও দেবী সিং নামে তিনজনকে শনাক্ত করতে পেরেছেন ওই যুবক (Attack on Dalit Man) ৷