শ্রীনগর, 14 জুলাই: চিন থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীনতা চায় না তিব্বত ৷ তবে সেখানকার মানুষের জন্য স্বায়ত্তশাসন প্রয়োজন ৷ জম্মু পৌঁছে সাংবাদিকদের একথাই বললেন দলাই দামা ৷ বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি রক্ষার স্বার্থে এ ধরনের পদক্ষেপ জরুরি বলে মনে করেন তিনি ৷ তাঁর কথায়, ' চিনের আমজনতাও আমার দাবিটা ঠিক কী সেটা বুঝতে পারছেন (Dalai Lama is on his Ladakh visit after four years) ৷ তাঁরা উপলব্ধি করছেন এই লড়াইটা চিন থেকে আলাদা হওয়ার নয় ৷ লড়াইটা আসলে তিব্বতের মানুষ এবং বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির স্বায়ত্তশাসনের ৷ তাই চিনের মাত্র কয়েকজন কট্টরপন্থী ছাড়া আর কেউ আমাকে বিচ্ছিন্নতাবাদী মনে করেন না ৷'
জম্মু থেকে লাদাখ পৌঁছবেন দলাই লামা ৷ টানা একমাস সেখানে থেকে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন তিনি ৷ বেশ কয়েকটি সভায় তাঁর অংশ নেওয়ার কথা ৷ সেখানে অনুগামীদের সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নেবেন এই নোবেলজয়ী ৷ করোনা পর্ব শুরু হওয়ার পর এই প্রথম হিমাচল প্রদেশের বাইরে এলেন দলাই লামা ৷ এর আগে 2020 সালের জানুয়ারিতে বুদ্ধগয়া সফরে গিয়েছিলেন তিব্বতি ধর্মগুরু ৷
আরও পড়ুন: প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার আগে রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ
তাছাড়া তাঁর লাদাখ আসাও প্রায় 4 বছর বাদে ৷ ঠিক এই সময় দলাই লামার লাদাখ সফর আন্তর্জাতিক স্তরে আগ্রহের সৃষ্টি করেছে ৷ করোনাকাল শুরুর কয়েক মাস বাদেই ভারত এবং চিনের মধ্যে সীমান্তে উত্তেজনা দেখা দেয় ৷ গত দু'বছর ধরে এ নিয়ে সামরিক পর্য়ায়ের বৈঠক চালাচ্ছে দুটি দেশ । মোট 16 বার বৈঠক হয়েছে ৷ শেষ বৈঠকটি হয়েছে মাত্র দিন কয়েক আগে । এই পরিস্থিতিতে লাদাখ সফরে যাচ্ছেন দলাই লামা । পাশাপাশি , গত ৬ জুলাই তাঁর জন্মদিনও সাক্ষী থেকেছিল বেশ কিছু নাটকীয় ঘটনাক্রমের । সেদিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেনি চিন ৷ এ হেন পদক্ষেপের জন্য ভারতের সমালেচনা করে বেজিং ৷