ETV Bharat / bharat

Dalai Lama Ladakh Visit: চিনের থেকে স্বাধীনতা নয়, স্বায়ত্তশাসন চায় তিব্বত, দাবি দলাই লামার - জম্মু থেকে লাদাখ পৌঁছবেন দলাই লামা

দলাই লামা মনে করেন চিনের বেশিরভাগ মানুষও তাঁর লড়াই সম্পর্কে অবহিত (Dalai Lama seeks autonomy)। তাঁরা জানেন এই লড়াই চিন থেকে স্বাধীন হওয়ার লড়াই নয় । এটা তিব্বতের মানুষ এবং বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির স্বায়ত্তশাসনের লড়াই ।

Dalai Lama Ladakh Visit
দালাই লামার লাদাখ সফর
author img

By

Published : Jul 15, 2022, 12:30 PM IST

Updated : Jul 15, 2022, 1:09 PM IST

শ্রীনগর, 14 জুলাই: চিন থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীনতা চায় না তিব্বত ৷ তবে সেখানকার মানুষের জন্য স্বায়ত্তশাসন প্রয়োজন ৷ জম্মু পৌঁছে সাংবাদিকদের একথাই বললেন দলাই দামা ৷ বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি রক্ষার স্বার্থে এ ধরনের পদক্ষেপ জরুরি বলে মনে করেন তিনি ৷ তাঁর কথায়, ' চিনের আমজনতাও আমার দাবিটা ঠিক কী সেটা বুঝতে পারছেন (Dalai Lama is on his Ladakh visit after four years) ৷ তাঁরা উপলব্ধি করছেন এই লড়াইটা চিন থেকে আলাদা হওয়ার নয় ৷ লড়াইটা আসলে তিব্বতের মানুষ এবং বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির স্বায়ত্তশাসনের ৷ তাই চিনের মাত্র কয়েকজন কট্টরপন্থী ছাড়া আর কেউ আমাকে বিচ্ছিন্নতাবাদী মনে করেন না ৷'

জম্মু থেকে লাদাখ পৌঁছবেন দলাই লামা ৷ টানা একমাস সেখানে থেকে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন তিনি ৷ বেশ কয়েকটি সভায় তাঁর অংশ নেওয়ার কথা ৷ সেখানে অনুগামীদের সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নেবেন এই নোবেলজয়ী ৷ করোনা পর্ব শুরু হওয়ার পর এই প্রথম হিমাচল প্রদেশের বাইরে এলেন দলাই লামা ৷ এর আগে 2020 সালের জানুয়ারিতে বুদ্ধগয়া সফরে গিয়েছিলেন তিব্বতি ধর্মগুরু ৷

আরও পড়ুন: প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার আগে রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ

তাছাড়া তাঁর লাদাখ আসাও প্রায় 4 বছর বাদে ৷ ঠিক এই সময় দলাই লামার লাদাখ সফর আন্তর্জাতিক স্তরে আগ্রহের সৃষ্টি করেছে ৷ করোনাকাল শুরুর কয়েক মাস বাদেই ভারত এবং চিনের মধ্যে সীমান্তে উত্তেজনা দেখা দেয় ৷ গত দু'বছর ধরে এ নিয়ে সামরিক পর্য়ায়ের বৈঠক চালাচ্ছে দুটি দেশ । মোট 16 বার বৈঠক হয়েছে ৷ শেষ বৈঠকটি হয়েছে মাত্র দিন কয়েক আগে । এই পরিস্থিতিতে লাদাখ সফরে যাচ্ছেন দলাই লামা । পাশাপাশি , গত ৬ জুলাই তাঁর জন্মদিনও সাক্ষী থেকেছিল বেশ কিছু নাটকীয় ঘটনাক্রমের । সেদিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেনি চিন ৷ এ হেন পদক্ষেপের জন্য ভারতের সমালেচনা করে বেজিং ৷

শ্রীনগর, 14 জুলাই: চিন থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীনতা চায় না তিব্বত ৷ তবে সেখানকার মানুষের জন্য স্বায়ত্তশাসন প্রয়োজন ৷ জম্মু পৌঁছে সাংবাদিকদের একথাই বললেন দলাই দামা ৷ বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি রক্ষার স্বার্থে এ ধরনের পদক্ষেপ জরুরি বলে মনে করেন তিনি ৷ তাঁর কথায়, ' চিনের আমজনতাও আমার দাবিটা ঠিক কী সেটা বুঝতে পারছেন (Dalai Lama is on his Ladakh visit after four years) ৷ তাঁরা উপলব্ধি করছেন এই লড়াইটা চিন থেকে আলাদা হওয়ার নয় ৷ লড়াইটা আসলে তিব্বতের মানুষ এবং বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির স্বায়ত্তশাসনের ৷ তাই চিনের মাত্র কয়েকজন কট্টরপন্থী ছাড়া আর কেউ আমাকে বিচ্ছিন্নতাবাদী মনে করেন না ৷'

জম্মু থেকে লাদাখ পৌঁছবেন দলাই লামা ৷ টানা একমাস সেখানে থেকে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন তিনি ৷ বেশ কয়েকটি সভায় তাঁর অংশ নেওয়ার কথা ৷ সেখানে অনুগামীদের সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নেবেন এই নোবেলজয়ী ৷ করোনা পর্ব শুরু হওয়ার পর এই প্রথম হিমাচল প্রদেশের বাইরে এলেন দলাই লামা ৷ এর আগে 2020 সালের জানুয়ারিতে বুদ্ধগয়া সফরে গিয়েছিলেন তিব্বতি ধর্মগুরু ৷

আরও পড়ুন: প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার আগে রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ

তাছাড়া তাঁর লাদাখ আসাও প্রায় 4 বছর বাদে ৷ ঠিক এই সময় দলাই লামার লাদাখ সফর আন্তর্জাতিক স্তরে আগ্রহের সৃষ্টি করেছে ৷ করোনাকাল শুরুর কয়েক মাস বাদেই ভারত এবং চিনের মধ্যে সীমান্তে উত্তেজনা দেখা দেয় ৷ গত দু'বছর ধরে এ নিয়ে সামরিক পর্য়ায়ের বৈঠক চালাচ্ছে দুটি দেশ । মোট 16 বার বৈঠক হয়েছে ৷ শেষ বৈঠকটি হয়েছে মাত্র দিন কয়েক আগে । এই পরিস্থিতিতে লাদাখ সফরে যাচ্ছেন দলাই লামা । পাশাপাশি , গত ৬ জুলাই তাঁর জন্মদিনও সাক্ষী থেকেছিল বেশ কিছু নাটকীয় ঘটনাক্রমের । সেদিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেনি চিন ৷ এ হেন পদক্ষেপের জন্য ভারতের সমালেচনা করে বেজিং ৷

Last Updated : Jul 15, 2022, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.