ETV Bharat / bharat

Covid Update in India : সংক্রমণে বেশ কিছুটা স্বস্তি, সুস্থতার দিকে এগোচ্ছে দেশ - করোনা আক্রান্ত

দেশে ফের কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 32 হাজার 937 জন ৷ গতকালই সেই সংখ্যাটা ছিল 36 হাজার 83 ৷ একদিনে প্রায় চার হাজার কমল সংক্রমণ ৷ তার সঙ্গে নিম্নমুখী মৃত্যুর সংখ্যা ৷

Covid Update in India
Covid Update in India
author img

By

Published : Aug 16, 2021, 10:43 AM IST

নয়াদিল্লি, 11 অগস্ট : দৈনিক সংক্রমণ কমার সঙ্গে কমেছে মৃত্যু সংখ্যাও ৷ একদিনে আক্রান্ত 32 হাজার 937 জন ৷ বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 3 লাখ 81 হাজার 947 জন ৷

গত 24 ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 35 হাজার 909 জন ৷ মৃত্যু হয়েছে 417 জনের ৷ গতকাল মৃত্যুর সংখ্যা ছিল 493 ৷ আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 33 হাজারের কাছাকাছি ৷

আরও পড়ুন : KMC vaccination : প্রবীণ ও শয্যাশায়ী ব্যক্তিদের টিকাকরণের নীতি বদল কলকাতা পৌরনিগমের

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 417 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 4 লাখ 31 হাজার 642 ৷ বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 3 লাখ 81 হাজার 947 জন ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 14 লাখ 11 হাজার 924 জন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একদিনে সেরে উঠেছেন 35 হাজার 909 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 54 কোটি 58 লাখ 57 হাজার 108 টি ৷

নয়াদিল্লি, 11 অগস্ট : দৈনিক সংক্রমণ কমার সঙ্গে কমেছে মৃত্যু সংখ্যাও ৷ একদিনে আক্রান্ত 32 হাজার 937 জন ৷ বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 3 লাখ 81 হাজার 947 জন ৷

গত 24 ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 35 হাজার 909 জন ৷ মৃত্যু হয়েছে 417 জনের ৷ গতকাল মৃত্যুর সংখ্যা ছিল 493 ৷ আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 33 হাজারের কাছাকাছি ৷

আরও পড়ুন : KMC vaccination : প্রবীণ ও শয্যাশায়ী ব্যক্তিদের টিকাকরণের নীতি বদল কলকাতা পৌরনিগমের

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 417 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 4 লাখ 31 হাজার 642 ৷ বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 3 লাখ 81 হাজার 947 জন ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 14 লাখ 11 হাজার 924 জন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একদিনে সেরে উঠেছেন 35 হাজার 909 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 54 কোটি 58 লাখ 57 হাজার 108 টি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.