ETV Bharat / bharat

COVID in India : দৈনিক সংক্রমণ কমলেও ফের হাজার ছাড়াল মৃত্যু - করোনা

স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 7 লাখ 95 হাজার 716 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 7 হাজার 145 জনের ৷

s
s
author img

By

Published : Jul 10, 2021, 9:31 AM IST

Updated : Jul 10, 2021, 9:50 AM IST

নয়াদিল্লি, 8 জুলাই : আরও কিছুটা কমল করোনা ভাইরাসের (Coronavirus India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 42 হাজার 766 জন ৷ সংক্রমণ গতকালের থেকে কিছুটা কমলেও ফের হাজার ছাড়িয়েছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 1 হাজার 206 জন ৷ গতকাল মৃত্যু হয়েছিল 911 জনের ৷

গত মঙ্গলবার অনেকটাই কমেছিল করোনা ভাইরাসের সংক্রমণ ৷ সে দিন আক্রান্ত হন 34 হাজার 703 জন ৷ গত 111 দিনের সংক্রমণের মধ্যে সেটাই ছিল সর্বনিম্ন ৷ তবে বুধবার তা এক লাফে বেড়ে 43 হাজার 733 জন হয়ে যায় ৷ বৃহস্পতিবারও সামান্য বাড়ে সংক্রমণ ৷ আক্রান্ত হন 45 হাজার 892 জন ৷ সেই সংখ্যাটা গতকালের পর আজও কিছুটা কমের দিকে ৷ শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 42 হাজার 766 জন ৷ তবে সংক্রমণ কমলেও করোনায় মৃত্যু গতকালের থেকে বেড়েছে ৷ ফের হাজার ছাড়িয়েছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন 1 হাজার 206 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 911 জন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 7 লাখ 95 হাজার 716 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 7 হাজার 145 জনের ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 55 হাজার 33 জন ৷

আরও পড়ুন: রথের দড়ি টানতে করোনা টিকার দু'টি ডোজ় বাধ্যতামূলক, লাগবে আরটিপিসিআর রিপোর্টও

গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 45 হাজার 254 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 99 লাখ 33 হাজার 538 জন ৷

নয়াদিল্লি, 8 জুলাই : আরও কিছুটা কমল করোনা ভাইরাসের (Coronavirus India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 42 হাজার 766 জন ৷ সংক্রমণ গতকালের থেকে কিছুটা কমলেও ফের হাজার ছাড়িয়েছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 1 হাজার 206 জন ৷ গতকাল মৃত্যু হয়েছিল 911 জনের ৷

গত মঙ্গলবার অনেকটাই কমেছিল করোনা ভাইরাসের সংক্রমণ ৷ সে দিন আক্রান্ত হন 34 হাজার 703 জন ৷ গত 111 দিনের সংক্রমণের মধ্যে সেটাই ছিল সর্বনিম্ন ৷ তবে বুধবার তা এক লাফে বেড়ে 43 হাজার 733 জন হয়ে যায় ৷ বৃহস্পতিবারও সামান্য বাড়ে সংক্রমণ ৷ আক্রান্ত হন 45 হাজার 892 জন ৷ সেই সংখ্যাটা গতকালের পর আজও কিছুটা কমের দিকে ৷ শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 42 হাজার 766 জন ৷ তবে সংক্রমণ কমলেও করোনায় মৃত্যু গতকালের থেকে বেড়েছে ৷ ফের হাজার ছাড়িয়েছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন 1 হাজার 206 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 911 জন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 7 লাখ 95 হাজার 716 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 7 হাজার 145 জনের ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 55 হাজার 33 জন ৷

আরও পড়ুন: রথের দড়ি টানতে করোনা টিকার দু'টি ডোজ় বাধ্যতামূলক, লাগবে আরটিপিসিআর রিপোর্টও

গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 45 হাজার 254 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 99 লাখ 33 হাজার 538 জন ৷

Last Updated : Jul 10, 2021, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.