ETV Bharat / bharat

দেশে নিম্নমুখী করোনা গ্রাফ ও কমল দৈনিক মৃত্যুও - covid 19

দেশে গত 24 ঘণ্টায় সামান্য কমল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 1 লাখ 32 হাজার 364 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 1 লাখ 34 হাজার 154 জন ৷ আক্রান্তের পাশাপাশি কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 2 হাজার 713 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 2 হাজার 887 জন ৷

COVID Tracker
COVID Tracker
author img

By

Published : Jun 4, 2021, 10:08 AM IST

Updated : Jun 4, 2021, 10:27 AM IST

নয়াদিল্লি, 4 জুন : দেশে গতকালের তুলনায় কিছুটা কমল করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 1 লাখ 32 হাজার 364 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 1 লাখ 34 হাজার 154 জন ৷ আক্রান্তের পাশাপাশি কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 2 হাজার 713 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 2 হাজার 887 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 85 লাখ 74 হাজার 350 ৷ মোট মৃত্যু 3 লাখ 40 হাজার 702 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2 লাখ 7 হাজার 71 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 16 লাখ 35 হাজার 993 জন ৷ এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন 22 কোটি 41 লাখ 9 হাজার 448 জন ৷

আরও পড়ুন : চিনা ভাইরাস ইউহানের ল্যাবরেটরি থেকেই এসেছে, করোনার উৎস প্রসঙ্গে ফের সরব ট্রাম্প

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, 3 জুন পর্যন্ত মোট 35 কোটি 74 লাখ 33 হাজার 846 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে 20 লাখ 75 হাজার 428 জনের ৷ দেশের কোথায় কত করোনা সংক্রমণ জেনে নিন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নয়াদিল্লি, 4 জুন : দেশে গতকালের তুলনায় কিছুটা কমল করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 1 লাখ 32 হাজার 364 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 1 লাখ 34 হাজার 154 জন ৷ আক্রান্তের পাশাপাশি কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 2 হাজার 713 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 2 হাজার 887 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 85 লাখ 74 হাজার 350 ৷ মোট মৃত্যু 3 লাখ 40 হাজার 702 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2 লাখ 7 হাজার 71 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 16 লাখ 35 হাজার 993 জন ৷ এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন 22 কোটি 41 লাখ 9 হাজার 448 জন ৷

আরও পড়ুন : চিনা ভাইরাস ইউহানের ল্যাবরেটরি থেকেই এসেছে, করোনার উৎস প্রসঙ্গে ফের সরব ট্রাম্প

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, 3 জুন পর্যন্ত মোট 35 কোটি 74 লাখ 33 হাজার 846 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে 20 লাখ 75 হাজার 428 জনের ৷ দেশের কোথায় কত করোনা সংক্রমণ জেনে নিন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Last Updated : Jun 4, 2021, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.