ETV Bharat / bharat

প্রায় দেড় লাখে নামল দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও - করোনা গ্রাফ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 80 লাখ 47 হাজার 534 জন ৷ মোট মৃত্যু 3 লাখ 25 হাজার 972 ৷ তবে আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশি ৷ এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা 2 কোটি 56 লাখ 92 হাজার 342 ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 20 লাখ 26 হাজার 92 জন ৷ এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন 21 কোটি 31 লাখ 54 হাজার 129 জন ৷

দৈনিক সংক্রমণ কমে দেড় লাখ
দৈনিক সংক্রমণ কমে দেড় লাখ
author img

By

Published : May 31, 2021, 9:36 AM IST

Updated : May 31, 2021, 10:07 AM IST

নিউ দিল্লি, 29 মে : দেশে ফের কমল করোনা গ্রাফ ৷ 50 দিন পর দেশে আক্রান্তের সংখ্যা নেমে হল প্রায় দেড় লাখ ৷ 24 ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা 1 লাখ 52 হাজার 734 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 1 লাখ 65 হাজার 553 ৷ পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 128 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 3 হাজার 460 ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 80 লাখ 47 হাজার 534 জন ৷ মোট মৃত্যু 3 লাখ 25 হাজার 972 ৷ তবে আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশি ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2 লাখ 38 হাজার 22 জন ৷ মোট করোনাজয়ীর সংখ্যা 2 কোটি 56 লাখ 92 হাজার 342 ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 20 লাখ 26 হাজার 92 জন ৷ এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন 21 কোটি 31 লাখ 54 হাজার 129 জন ৷

আরও পড়ুন : সেই যোগীরাজ্য ! কোভিডে মৃতের দেহ নদীতে ফেলার ভিডিয়ো ভাইরাল

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত মোট 34 কোটি 48 লাখ 66 হাজার 883 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ 30 মে পর্যন্ত সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে 16 লাখ 83 হাজার 135 জনের ৷

কোন রাজ্যে করোনা সংক্রমণ কেমন দেখে নিন এক ক্লিকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নিউ দিল্লি, 29 মে : দেশে ফের কমল করোনা গ্রাফ ৷ 50 দিন পর দেশে আক্রান্তের সংখ্যা নেমে হল প্রায় দেড় লাখ ৷ 24 ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা 1 লাখ 52 হাজার 734 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 1 লাখ 65 হাজার 553 ৷ পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 128 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 3 হাজার 460 ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 80 লাখ 47 হাজার 534 জন ৷ মোট মৃত্যু 3 লাখ 25 হাজার 972 ৷ তবে আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশি ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2 লাখ 38 হাজার 22 জন ৷ মোট করোনাজয়ীর সংখ্যা 2 কোটি 56 লাখ 92 হাজার 342 ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 20 লাখ 26 হাজার 92 জন ৷ এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন 21 কোটি 31 লাখ 54 হাজার 129 জন ৷

আরও পড়ুন : সেই যোগীরাজ্য ! কোভিডে মৃতের দেহ নদীতে ফেলার ভিডিয়ো ভাইরাল

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত মোট 34 কোটি 48 লাখ 66 হাজার 883 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ 30 মে পর্যন্ত সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে 16 লাখ 83 হাজার 135 জনের ৷

কোন রাজ্যে করোনা সংক্রমণ কেমন দেখে নিন এক ক্লিকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Last Updated : May 31, 2021, 10:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.