ETV Bharat / bharat

9 এপ্রিলের পর দেশে 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও - Covid live update

24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 1 লাখ 27 হাজার 510 জন । মৃত্যু হয়েছে 2 হাজার 795 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 3 হাজার 128 ৷

করোনাভাইরাস
করোনাভাইরাস
author img

By

Published : Jun 1, 2021, 9:39 AM IST

Updated : Jun 1, 2021, 10:59 AM IST

নয়াদিল্লি, 1 জুন : জুনের শুরুতেই স্বস্তির খবর । 24 এপ্রিলের পর দেশে প্রথম 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু । কমেছে দৈনিক আক্রান্ত । প্রায় এক সপ্তাহ ধরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমছে ।

24 ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা 1 লাখ 27 হাজার 510 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 1 লাখ 52 হাজার 734 জন ৷ পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও ৷ মৃত্যু হয়েছে 2 হাজার 795 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 3 হাজার 128 ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 81 লাখ 75 হাজার 44 জনের ৷ মোট মৃত্যু 3 লাখ 31 হাজার 895 ৷ আক্রান্তের চেয়ে বাড়ছে সুস্থের সংখ্যা । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2 লাখ 55 হাজার 287 জন ৷ মোট করোনাজয়ীর সংখ্যা 2 কোটি 59 লাখ 47 হাজার 629 ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 18 লাখ 95 হাজার 520 জন ৷ এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন 21 কোটি 60 লাখ 46 হাজার 638 জন ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, 31 মে পর্যন্ত মোট 34 কোটি 67 লাখ 92 হাজার 257 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে 19 লাখ 25 হাজার 374 জনের ৷

কোন রাজ্যে করোনা সংক্রমণ কেমন দেখে নিন এক ক্লিকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নয়াদিল্লি, 1 জুন : জুনের শুরুতেই স্বস্তির খবর । 24 এপ্রিলের পর দেশে প্রথম 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু । কমেছে দৈনিক আক্রান্ত । প্রায় এক সপ্তাহ ধরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমছে ।

24 ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা 1 লাখ 27 হাজার 510 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 1 লাখ 52 হাজার 734 জন ৷ পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও ৷ মৃত্যু হয়েছে 2 হাজার 795 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 3 হাজার 128 ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 81 লাখ 75 হাজার 44 জনের ৷ মোট মৃত্যু 3 লাখ 31 হাজার 895 ৷ আক্রান্তের চেয়ে বাড়ছে সুস্থের সংখ্যা । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2 লাখ 55 হাজার 287 জন ৷ মোট করোনাজয়ীর সংখ্যা 2 কোটি 59 লাখ 47 হাজার 629 ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 18 লাখ 95 হাজার 520 জন ৷ এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন 21 কোটি 60 লাখ 46 হাজার 638 জন ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, 31 মে পর্যন্ত মোট 34 কোটি 67 লাখ 92 হাজার 257 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে 19 লাখ 25 হাজার 374 জনের ৷

কোন রাজ্যে করোনা সংক্রমণ কেমন দেখে নিন এক ক্লিকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Last Updated : Jun 1, 2021, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.