ETV Bharat / bharat

Corona in India : ফের 50 হাজারের গণ্ডি পেরোলো দৈনিক আক্রান্ত - Corona cases in India

গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 50 হাজার 40 জন ৷ বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 258 জনের ৷

করোনাভাইরাস
করোনাভাইরাস
author img

By

Published : Jun 27, 2021, 9:43 AM IST

Updated : Jun 27, 2021, 11:20 AM IST

নিউ দিল্লি, 27 জুন : ফের 50 হাজারের গণ্ডি পেরোলো দৈনিক আক্রান্ত ৷ বেশ কয়েকদিন ধরে 50 হাজারের গণ্ডিতেই ছিল আক্রান্তের সংখ্যা ৷ গতকালই 50 হাজারের নিচে নেমেছিল সংক্রমণ ৷ আজ ফের বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 50 হাজার 40 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 48 হাজার 698 জন ৷

এদিকে, বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 258 জনের ৷ শনিবার মৃত্যু হয়েছিল 1 হাজার 183 জনের ৷ স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 2 লাখ 33 হাজার 183 ৷ মোট মৃত্যু হয়েছে 3 লাখ 95 হাজার 751 জনের ৷ সক্রিয় আক্রান্তও অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত 5 লাখ 86 হাজার 403 ৷

আরও পড়ুন, সামান্য কমল আক্রান্ত, 24 ঘণ্টায় মৃত্যু 32 জনের

সুস্থতার হারও বাড়ছে ৷ বর্তমানে দেশে 96.75 শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছে ৷ দেশে মোট সুস্থের সংখ্যা 2 কোটি 92 লাখ 51 হাজার 29 জন ৷ এদিকে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে । দেশে মোট 11 টি রাজ্যে সংক্রমণ ছড়াচ্ছে ৷ এর মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরালা, পঞ্জাব, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, ওডিশা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর ও কর্নাটক ৷ তার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে ৷

নিউ দিল্লি, 27 জুন : ফের 50 হাজারের গণ্ডি পেরোলো দৈনিক আক্রান্ত ৷ বেশ কয়েকদিন ধরে 50 হাজারের গণ্ডিতেই ছিল আক্রান্তের সংখ্যা ৷ গতকালই 50 হাজারের নিচে নেমেছিল সংক্রমণ ৷ আজ ফের বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 50 হাজার 40 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 48 হাজার 698 জন ৷

এদিকে, বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 258 জনের ৷ শনিবার মৃত্যু হয়েছিল 1 হাজার 183 জনের ৷ স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 2 লাখ 33 হাজার 183 ৷ মোট মৃত্যু হয়েছে 3 লাখ 95 হাজার 751 জনের ৷ সক্রিয় আক্রান্তও অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত 5 লাখ 86 হাজার 403 ৷

আরও পড়ুন, সামান্য কমল আক্রান্ত, 24 ঘণ্টায় মৃত্যু 32 জনের

সুস্থতার হারও বাড়ছে ৷ বর্তমানে দেশে 96.75 শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছে ৷ দেশে মোট সুস্থের সংখ্যা 2 কোটি 92 লাখ 51 হাজার 29 জন ৷ এদিকে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে । দেশে মোট 11 টি রাজ্যে সংক্রমণ ছড়াচ্ছে ৷ এর মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরালা, পঞ্জাব, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, ওডিশা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর ও কর্নাটক ৷ তার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে ৷

Last Updated : Jun 27, 2021, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.