ETV Bharat / bharat

D Company Threats to Kill PM: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ‘ডি কোম্পানি’র ! - এনআইএ

নরেন্দ্র মোদিকে হত্যা করবে দাউদ ইব্রাহিমের লোকেরা (D Company Threats to Kill PM Narendra Modi) ! জানা গিয়েছে, এমনই তথ্য হাতে এসেছে মুম্বই পুলিশের ৷

d-company-threats-to-kill-pm-narendra-modi-message-received-by-mumbai-police
d-company-threats-to-kill-pm-narendra-modi-message-received-by-mumbai-police
author img

By

Published : Nov 22, 2022, 1:59 PM IST

Updated : Nov 22, 2022, 2:49 PM IST

নয়াদিল্লি, 22 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনা ‘ডি কোম্পানি’র (D Company Threats to Kill PM Narendra Modi) ৷ এমনই হুমকি পয়েছে মুম্বই পুলিশ ৷ আর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি গত কয়েক মাসে ঘন ঘন আসছে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, এবছরের এপ্রিল মাসে একই হুমকি পেয়েছিলেন এনআইএ (NIA)-র মুম্বই ব্রাঞ্চের গোয়েন্দারাও ৷

এদিন মুম্বইয়ের ট্রাফিক পুলিশ একটি অডিয়ো বার্তা পায় ৷ যেখানে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ৷ বিষয়টি জানাজানি হতেই, মুম্বই পুলিশ প্রশাসন তাদের গোয়েন্দা বিভাগকে, সেই হুমকি অডিয়োর সত্যতা যাচাই করতে কাজে লাগিয়েছে ৷ সূত্রের খবর, গত এপ্রিল মাসে মুম্বইয়ের এনআইএ দফতর এমনই একটি হুমকি বার্তা পেয়েছিল ৷ যার তদন্তে নেমে এনআইএ গোয়েন্দারা 20 কেজি আরডিএক্স উদ্ধার করে ৷ যা দিয়ে প্রায় 20 লক্ষ মানুষকে এক ঝটকায় মেরে ফেলা যেতে পারে ৷

আরও পড়ুন: ভয়াবহ জঙ্গি হামলা হবে দেশে, হুমকি এল পুলিশের হোয়্যাটসঅ্যাপে

তবে, গত কয়েকমাসে এমন একাধিক হুমকি বার্তা পেয়েছে মুম্বই পুলিশ ৷ যার মধ্যে অন্যতম, কয়েকমাস আগে মুম্বই ট্রাফিক পুলিশের কাছে আসা সন্ত্রাসবাদী হামলার হুমকি ৷ যে হুমকি পাকিস্তান থেকে এসেছিল বলে জানা গিয়েছে ৷ যেখানে পশ্চিম মুম্বইয়ের একটি হোটেলকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷ তবে, সেই হুমকির সত্যতা যাচাই করতে নেমে বিশেষ কিছু পাননি গোয়েন্দারা ৷

নয়াদিল্লি, 22 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনা ‘ডি কোম্পানি’র (D Company Threats to Kill PM Narendra Modi) ৷ এমনই হুমকি পয়েছে মুম্বই পুলিশ ৷ আর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি গত কয়েক মাসে ঘন ঘন আসছে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, এবছরের এপ্রিল মাসে একই হুমকি পেয়েছিলেন এনআইএ (NIA)-র মুম্বই ব্রাঞ্চের গোয়েন্দারাও ৷

এদিন মুম্বইয়ের ট্রাফিক পুলিশ একটি অডিয়ো বার্তা পায় ৷ যেখানে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ৷ বিষয়টি জানাজানি হতেই, মুম্বই পুলিশ প্রশাসন তাদের গোয়েন্দা বিভাগকে, সেই হুমকি অডিয়োর সত্যতা যাচাই করতে কাজে লাগিয়েছে ৷ সূত্রের খবর, গত এপ্রিল মাসে মুম্বইয়ের এনআইএ দফতর এমনই একটি হুমকি বার্তা পেয়েছিল ৷ যার তদন্তে নেমে এনআইএ গোয়েন্দারা 20 কেজি আরডিএক্স উদ্ধার করে ৷ যা দিয়ে প্রায় 20 লক্ষ মানুষকে এক ঝটকায় মেরে ফেলা যেতে পারে ৷

আরও পড়ুন: ভয়াবহ জঙ্গি হামলা হবে দেশে, হুমকি এল পুলিশের হোয়্যাটসঅ্যাপে

তবে, গত কয়েকমাসে এমন একাধিক হুমকি বার্তা পেয়েছে মুম্বই পুলিশ ৷ যার মধ্যে অন্যতম, কয়েকমাস আগে মুম্বই ট্রাফিক পুলিশের কাছে আসা সন্ত্রাসবাদী হামলার হুমকি ৷ যে হুমকি পাকিস্তান থেকে এসেছিল বলে জানা গিয়েছে ৷ যেখানে পশ্চিম মুম্বইয়ের একটি হোটেলকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷ তবে, সেই হুমকির সত্যতা যাচাই করতে নেমে বিশেষ কিছু পাননি গোয়েন্দারা ৷

Last Updated : Nov 22, 2022, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.