ETV Bharat / bharat

Cylinder Blast Incident: ছটপুজোয় প্রসাদ বানাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, জখম কমপক্ষে 30 - ছটপুজো

ছটপুজোর প্রসাদ তৈরিতে বাড়ির সবাই ব্যস্ত ছিলেন ৷ আচমকা সিলিন্ডার বিস্ফোরণ ৷ আগুন নেভাতে ঘটনাস্থল এল দমকল ও পুলিশ ৷ তখনই ফের বিস্ফোরণ (Chhath Puja incident in Bihar) ৷

Chhath Puja in Bihar
ETV Bharat
author img

By

Published : Oct 29, 2022, 9:48 AM IST

ঔরঙ্গাবাদ, 29 অক্টোবর: ছটের প্রসাদ তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ ! বিহারের ঔরঙ্গাবাদ নগর থানা এলাকার শাহগঞ্জে একটি বাড়িতে ছট পুজোর জন্য খাবার বানানো হচ্ছিল ৷ সেই সময় সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ৷ এমনকী পুলিশকর্মীরাও জখম হয়েছেন বলে খবর (Cylinder blast while making Prasad for Chhath) ৷

জানা গিয়েছে শনিবার ভোর 3টে নাগাদ অনিল গোস্বামী নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে । গ্য়াস সিলিন্ডার ফেটে বিস্ফোরণও হতে শুরু করে । বিকট শব্দে কেঁপে ওঠে সাহেবগঞ্জ এলাকা । আগুন নেভানোর সময় ফেটে যাওয়া গ্যাস সিলিন্ডারে আশপাশের লোকজন ও নগর থানার পুলিশ আহত হয় । পরিবারের সবাই প্রসাদ তৈরিতে ব্যস্ত ছিলেন । এরপর হঠাৎ গ্যাস লিক হয়ে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভাতে শুরু করলেও তা আরও ভয়াবহ রূপ নেয় । পরে পুলিশ ও দমকলবাহিনীকে খবর দেওয়া হয় ।

আরও পড়ুন: ভাসাইয়ে হাইড্রোজেন সিলিন্ডার ফেটে অঘটন, প্রাণ গেল তিন শ্রমিকের

খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলে হঠাৎ ওই বাড়িটিতে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় । সেসময় পুলিশ ও দমকলবাহিনীর কয়েকজন কর্মীও আহত হন ৷ ঘটনার পর জখম সবাইকে চিকিৎসার জন্য ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

ঔরঙ্গাবাদ, 29 অক্টোবর: ছটের প্রসাদ তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ ! বিহারের ঔরঙ্গাবাদ নগর থানা এলাকার শাহগঞ্জে একটি বাড়িতে ছট পুজোর জন্য খাবার বানানো হচ্ছিল ৷ সেই সময় সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ৷ এমনকী পুলিশকর্মীরাও জখম হয়েছেন বলে খবর (Cylinder blast while making Prasad for Chhath) ৷

জানা গিয়েছে শনিবার ভোর 3টে নাগাদ অনিল গোস্বামী নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে । গ্য়াস সিলিন্ডার ফেটে বিস্ফোরণও হতে শুরু করে । বিকট শব্দে কেঁপে ওঠে সাহেবগঞ্জ এলাকা । আগুন নেভানোর সময় ফেটে যাওয়া গ্যাস সিলিন্ডারে আশপাশের লোকজন ও নগর থানার পুলিশ আহত হয় । পরিবারের সবাই প্রসাদ তৈরিতে ব্যস্ত ছিলেন । এরপর হঠাৎ গ্যাস লিক হয়ে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভাতে শুরু করলেও তা আরও ভয়াবহ রূপ নেয় । পরে পুলিশ ও দমকলবাহিনীকে খবর দেওয়া হয় ।

আরও পড়ুন: ভাসাইয়ে হাইড্রোজেন সিলিন্ডার ফেটে অঘটন, প্রাণ গেল তিন শ্রমিকের

খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলে হঠাৎ ওই বাড়িটিতে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় । সেসময় পুলিশ ও দমকলবাহিনীর কয়েকজন কর্মীও আহত হন ৷ ঘটনার পর জখম সবাইকে চিকিৎসার জন্য ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.