ETV Bharat / bharat

ঘূর্ণিঝড় যশের কারণে মুম্বই থেকে বাতিল কলকাতা ও ওড়িশার 6টি বিমান - cancels 6 flights

ঘূর্ণিঝড় যশের কারণে মুম্বই থেকে ওড়িশা ও কলকাতার আসা ও যাওয়ার মোট 3 জোড়া বিমান বাতিল করা হয়েছে ৷ আজ সকাল 9টা 15 মিনিটে ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে ৷

cyclone-yaas-mumbai-airport-cancels-6-flights
ঘূর্ণিঝড় যশের কারণে মুম্বই থেকে বাতিল কলকাতা ও ওড়িশার 6টি বিমান
author img

By

Published : May 26, 2021, 3:48 PM IST

মুম্বই, 26 মে : মুম্বই থেকে পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসা 6টি বিমান বাতিল করেছে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ৷ ঘূর্ণিঝাড় যশ আজ সকাল 9টা 15 মিনিটে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ৷ ফলে খারাপ আবহাওয়ার কারণে উড়ান বাতিলের কথা ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন : ল্যান্ডফলের সময় যশের গতিবেগ ছিল ঘণ্টায় 130-140 কিমি, জানাল আবহাওয়া দফতর

জানা গিয়েছে, বাতিল উড়ানগুলির মধ্যে ওড়িশা থেকে মুম্বই এবং মুম্বই থেকে ওড়িশা যাওয়ার চারটি বিমান রয়েছে ৷ আর কলকাতা থেকে মুম্বই এবং মুম্বই থেকে কলকাতা আসা ও যাওয়ার মোট 2টি বিমান বাতিল করা হয়েছে ৷ এছাড়া, পূর্ব ভারতের বাকি রাজ্যগুলির মধ্যে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে ৷ সেই সঙ্গে যাত্রীদের সঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাতে বলা হয়েছে ৷ প্রসঙ্গত, আজ সকালে পশ্চিমবঙ্গে দিঘা উপকূলের কাছ দিয়ে ওড়িশার বালাসরের কাছে ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ে ৷ স্থলভাগে ঢোকার সময় এর গতিবেগ ছিল 130 থেকে 155 কিলোমিটার প্রতিঘণ্টা ৷ যার জেরে ওড়িশার বালাসর ও তার আশেপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ সেই সঙ্গে ভারী বৃষ্টি এবং সমুদ্র ও নদীতে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে ৷

মুম্বই, 26 মে : মুম্বই থেকে পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসা 6টি বিমান বাতিল করেছে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ৷ ঘূর্ণিঝাড় যশ আজ সকাল 9টা 15 মিনিটে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ৷ ফলে খারাপ আবহাওয়ার কারণে উড়ান বাতিলের কথা ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন : ল্যান্ডফলের সময় যশের গতিবেগ ছিল ঘণ্টায় 130-140 কিমি, জানাল আবহাওয়া দফতর

জানা গিয়েছে, বাতিল উড়ানগুলির মধ্যে ওড়িশা থেকে মুম্বই এবং মুম্বই থেকে ওড়িশা যাওয়ার চারটি বিমান রয়েছে ৷ আর কলকাতা থেকে মুম্বই এবং মুম্বই থেকে কলকাতা আসা ও যাওয়ার মোট 2টি বিমান বাতিল করা হয়েছে ৷ এছাড়া, পূর্ব ভারতের বাকি রাজ্যগুলির মধ্যে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে ৷ সেই সঙ্গে যাত্রীদের সঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাতে বলা হয়েছে ৷ প্রসঙ্গত, আজ সকালে পশ্চিমবঙ্গে দিঘা উপকূলের কাছ দিয়ে ওড়িশার বালাসরের কাছে ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ে ৷ স্থলভাগে ঢোকার সময় এর গতিবেগ ছিল 130 থেকে 155 কিলোমিটার প্রতিঘণ্টা ৷ যার জেরে ওড়িশার বালাসর ও তার আশেপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ সেই সঙ্গে ভারী বৃষ্টি এবং সমুদ্র ও নদীতে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.