ETV Bharat / bharat

ঘূর্ণিঝড় যশ নিয়ে পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী রাজ্যগুলিকে সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক - যশ

মুখ্যসচিবদের লেখা ওই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব জানিয়েছেন, মৌসম ভবনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যা আগামী 24 মে সাইক্লোনে পরিণত হতে পারে ৷ সেটি উত্তর-পশ্চিম বরাবর উপকূলের দিকে এগিয়ে আসবে এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে 26 মে সকালে আছড়ে পড়তে পারে ৷

cyclone-yaas-centre-asks-states-to-ensure-health-facilities-stocked-with-medicines-supplies
ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী রাজ্যগুলিকে সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রক
author img

By

Published : May 21, 2021, 7:18 PM IST

নয়াদিল্লি, 21 মে : বঙ্গোপসাগরের উপকূলবর্তী রাজ্যগুলিকে ঘূর্ণিঝড় যশ নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ সেই সঙ্গে ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় সবরকমের ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজ্যগুলিকে ৷ আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মুখ্যসচিবদের এবং সেই সঙ্গে আন্দামান ও নিকোবর প্রশাসনকে এ নিয়ে চিঠি দিয়েছেন ৷

মুখ্যসচিবদের লেখা ওই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ‘‘মৌসম ভবনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যা আগামী 24 মে সাইক্লোনে পরিণত হতে পারে ৷ সেটি উত্তর-পশ্চিম বরাবর উপকূলের দিকে এগিয়ে আসবে এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে 26 মে সকালে আছড়ে পড়তে পারে ৷ ওড়িশা ও পশ্চিমবঙ্গের এই ঘূর্ণিঝড়ের কারণে আন্দামান সহ উপকূলবর্তী রাজ্যের জেলাগুলিতে ভারী বৃষ্টি সঙ্গে ঝড় হওয়ায় সম্ভাবনা রয়েছে ৷ যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ৷’’

আরও পড়ুন : যশের মোকাবিলায় পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক তৎপরতা

আর করোনা পরিস্থিতির মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জনস্বাস্থ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে ৷ যেখানে জল ও বায়ুবাহিত জীবাণুর ফলে মানুষ অসুস্থ হতে পারেন ৷ তাই রাজ্যগুলিকে তাদের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷

নয়াদিল্লি, 21 মে : বঙ্গোপসাগরের উপকূলবর্তী রাজ্যগুলিকে ঘূর্ণিঝড় যশ নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ সেই সঙ্গে ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় সবরকমের ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজ্যগুলিকে ৷ আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মুখ্যসচিবদের এবং সেই সঙ্গে আন্দামান ও নিকোবর প্রশাসনকে এ নিয়ে চিঠি দিয়েছেন ৷

মুখ্যসচিবদের লেখা ওই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ‘‘মৌসম ভবনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যা আগামী 24 মে সাইক্লোনে পরিণত হতে পারে ৷ সেটি উত্তর-পশ্চিম বরাবর উপকূলের দিকে এগিয়ে আসবে এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে 26 মে সকালে আছড়ে পড়তে পারে ৷ ওড়িশা ও পশ্চিমবঙ্গের এই ঘূর্ণিঝড়ের কারণে আন্দামান সহ উপকূলবর্তী রাজ্যের জেলাগুলিতে ভারী বৃষ্টি সঙ্গে ঝড় হওয়ায় সম্ভাবনা রয়েছে ৷ যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ৷’’

আরও পড়ুন : যশের মোকাবিলায় পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক তৎপরতা

আর করোনা পরিস্থিতির মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জনস্বাস্থ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে ৷ যেখানে জল ও বায়ুবাহিত জীবাণুর ফলে মানুষ অসুস্থ হতে পারেন ৷ তাই রাজ্যগুলিকে তাদের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.