ETV Bharat / bharat

শাহি স্নান শেষে কার্ফু হরিদ্বারে - মহানির্বাণী আখড়ার প্রধান

প্রধানমন্ত্রীর প্রতীকী কুম্ভ পালনের আবেদন, স্বামী অভদেশানন্দের নির্ধারিত সময়ের আগেই কুম্ভ শেষের সিদ্ধান্ত, করোনাসংক্রামিত সাধুদের মৃত্যু, এই সব কিছুর পরেও গতকাল সেই একই ভিড়ে ঠাসা স্নানের দৃশ্য শেষ শাহি স্নানে ৷ আজ উত্তরাখণ্ডের হরিদ্বারে জারি হল কার্ফু ৷ এবার কি কমবে করোনার প্রকোপ ?

হরিদ্বারে কুম্ভস্নানে ভক্তের ভিড়
হরিদ্বারে কুম্ভস্নানে ভক্তের ভিড়
author img

By

Published : Apr 28, 2021, 2:03 PM IST

দেরাদুন, 28 এপ্রিল : অবশেষে কার্ফু জারি হল উত্তরাখণ্ডের হরিদ্বারে ৷ মঙ্গলবার চিত্র পূর্ণিমার দিন কুম্ভমেলার শেষ শাহি স্নান ছিল, তা মিটে যাওয়ার পরে এই সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার ৷ এর আগে শাহি স্নানের দিনগুলিতে হাজারে হাজারে মানুষ প্রায় গা ঘেঁষে নদীতে ডুব দিয়েছে, কোভিডের তোয়াক্কা না করেই ৷ গত সপ্তাহেই দেশজুড়ে 17,000 মানুষ মারা গিয়েছেন করোনা সক্রমণে ৷

এদিন হরিদ্বারের ডিএম জানান, কার্ফু চলাকালীন হরিদ্বার-সহ, রুরকি, লক্সর, ভগবানপুরের শহরাঞ্চলে শুধুমাত্র জরুরি পরিষেবাগুলি চালু থাকবে ৷

তিনটি শাহি স্নানের পর 18 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতীকী কুম্ভমেলা পালনের আবেদন জানান ৷ এতে করোনা সংক্রমণের হার কমবে ৷ তাঁর এই ঘোষণার পরেই জুনা আখড়ার প্রধান স্বামী অভদেশানন্দ গিরি তাঁর অনুগামীদের উদ্দেশ্যে বলেন, "এখানেই কুম্ভ শেষ করলাম" ৷

মোদি আর স্বামী অভদেশানন্দের এই আবেদনের পরেও মঙ্গলবার সেই একই ভিড়ের ছবি দেখা গেল নদীর ধার জুড়ে ৷ শ'য়ে শ'য়ে সাধু আর ভক্তরা কোনো করোনাবিধি ছাড়াই স্নান করেন গঙ্গায় ৷ মাস্ক ছাড়া, শারীরিক দূরত্বের ভাবনা উড়িয়ে ৷

সোমবার উত্তরাখণ্ডে 5,000 নতুন কোভিড সংক্রমণের খবর পাওয়া যায় ৷ মাত্র 60 দিন আগেও 24 ঘণ্টায় এই সংখ্যা ছিল 58 ৷

আরও পড়ুন: দৈনিক আক্রান্তের রেকর্ড, দেশে প্রথমবার একদিনে মৃত ৩ হাজারের বেশি

কুম্ভমেলা শুরু হয় এপ্রিলের প্রথম দিনেই ৷ 10-15 এপ্রিলের মধ্যে কুম্ভে আসা পুণ্যার্থীদের 2000-এরও বেশি সংখ্যক মানুষ কোভিড আক্রান্ত হয় ৷ তাতেও কুম্ভমেলা সংক্ষিপ্ত করার ভাবনা বাতিল করে দেয় রাজ্য ৷

16 এপ্রিল, 30 জন সাধু করোনা আক্রান্ত হন ৷ এমনকী দেরাদুনে চিকিৎসার সময়ই করোনাসংক্রমণে মারা যান মহানির্বাণী আখড়ার প্রধান ৷ এর পরেই 30 এপ্রিল কুম্ভ শেষ হওয়ার আগেই নিরঞ্জনী আখড়া-সহ তেরোটিরও বেশি আখড়া কুম্ভ শেষ করার সিদ্ধান্ত নেন ৷

এই নিয়ে কড়া সমালোচনা করে চিকিৎসকরা, বিরোধী দলের নেতারাও ৷

1 এপ্রিলই ভারতে প্রতিদিন 70,000-এরও বেশি কোভিড সংক্রমণ হচ্ছিল ৷ তার পর এই ঘটনায় বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেন যে এই ভাইরাস "সুপার-স্প্রেডার" ৷ যদিও রাজ্য জানায় যে, তারা কোভিডের বিধিনিষেধ পালন করবে ৷

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত কুম্ভের সঙ্গে দিল্লির মার্কাজের তুলনা টেনে বিতর্ক তৈরি করেন ৷ আর কুম্ভের অংশগ্রহণকারী মানুষকে "আমাদের লোক" বলে চিহ্নিত করেন ৷ গত 24 ঘণ্টায় করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে তিন লক্ষেরও বেশি ৷ এমনটাই চলছে গত ছ'দিন ধরে ৷ অ্যাকটিভ রোগীর সংখ্যা প্রায় 29 লক্ষ ৷ শুধুমাত্র উত্তরাখণ্ডেই অ্যাকটিভ সংক্রমণ হয়েছে 39,000 জনের ৷ মার্চে এই সংখ্যা ছিল 451 ৷

কুম্ভের চারটে শাহি স্নানের শেষে কার্ফু জারি হল ৷ এবার এই সংখ্যায় কোনো পরিবর্তন হবে কি, প্রশ্ন থেকেই যায় ৷

দেরাদুন, 28 এপ্রিল : অবশেষে কার্ফু জারি হল উত্তরাখণ্ডের হরিদ্বারে ৷ মঙ্গলবার চিত্র পূর্ণিমার দিন কুম্ভমেলার শেষ শাহি স্নান ছিল, তা মিটে যাওয়ার পরে এই সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার ৷ এর আগে শাহি স্নানের দিনগুলিতে হাজারে হাজারে মানুষ প্রায় গা ঘেঁষে নদীতে ডুব দিয়েছে, কোভিডের তোয়াক্কা না করেই ৷ গত সপ্তাহেই দেশজুড়ে 17,000 মানুষ মারা গিয়েছেন করোনা সক্রমণে ৷

এদিন হরিদ্বারের ডিএম জানান, কার্ফু চলাকালীন হরিদ্বার-সহ, রুরকি, লক্সর, ভগবানপুরের শহরাঞ্চলে শুধুমাত্র জরুরি পরিষেবাগুলি চালু থাকবে ৷

তিনটি শাহি স্নানের পর 18 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতীকী কুম্ভমেলা পালনের আবেদন জানান ৷ এতে করোনা সংক্রমণের হার কমবে ৷ তাঁর এই ঘোষণার পরেই জুনা আখড়ার প্রধান স্বামী অভদেশানন্দ গিরি তাঁর অনুগামীদের উদ্দেশ্যে বলেন, "এখানেই কুম্ভ শেষ করলাম" ৷

মোদি আর স্বামী অভদেশানন্দের এই আবেদনের পরেও মঙ্গলবার সেই একই ভিড়ের ছবি দেখা গেল নদীর ধার জুড়ে ৷ শ'য়ে শ'য়ে সাধু আর ভক্তরা কোনো করোনাবিধি ছাড়াই স্নান করেন গঙ্গায় ৷ মাস্ক ছাড়া, শারীরিক দূরত্বের ভাবনা উড়িয়ে ৷

সোমবার উত্তরাখণ্ডে 5,000 নতুন কোভিড সংক্রমণের খবর পাওয়া যায় ৷ মাত্র 60 দিন আগেও 24 ঘণ্টায় এই সংখ্যা ছিল 58 ৷

আরও পড়ুন: দৈনিক আক্রান্তের রেকর্ড, দেশে প্রথমবার একদিনে মৃত ৩ হাজারের বেশি

কুম্ভমেলা শুরু হয় এপ্রিলের প্রথম দিনেই ৷ 10-15 এপ্রিলের মধ্যে কুম্ভে আসা পুণ্যার্থীদের 2000-এরও বেশি সংখ্যক মানুষ কোভিড আক্রান্ত হয় ৷ তাতেও কুম্ভমেলা সংক্ষিপ্ত করার ভাবনা বাতিল করে দেয় রাজ্য ৷

16 এপ্রিল, 30 জন সাধু করোনা আক্রান্ত হন ৷ এমনকী দেরাদুনে চিকিৎসার সময়ই করোনাসংক্রমণে মারা যান মহানির্বাণী আখড়ার প্রধান ৷ এর পরেই 30 এপ্রিল কুম্ভ শেষ হওয়ার আগেই নিরঞ্জনী আখড়া-সহ তেরোটিরও বেশি আখড়া কুম্ভ শেষ করার সিদ্ধান্ত নেন ৷

এই নিয়ে কড়া সমালোচনা করে চিকিৎসকরা, বিরোধী দলের নেতারাও ৷

1 এপ্রিলই ভারতে প্রতিদিন 70,000-এরও বেশি কোভিড সংক্রমণ হচ্ছিল ৷ তার পর এই ঘটনায় বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেন যে এই ভাইরাস "সুপার-স্প্রেডার" ৷ যদিও রাজ্য জানায় যে, তারা কোভিডের বিধিনিষেধ পালন করবে ৷

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত কুম্ভের সঙ্গে দিল্লির মার্কাজের তুলনা টেনে বিতর্ক তৈরি করেন ৷ আর কুম্ভের অংশগ্রহণকারী মানুষকে "আমাদের লোক" বলে চিহ্নিত করেন ৷ গত 24 ঘণ্টায় করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে তিন লক্ষেরও বেশি ৷ এমনটাই চলছে গত ছ'দিন ধরে ৷ অ্যাকটিভ রোগীর সংখ্যা প্রায় 29 লক্ষ ৷ শুধুমাত্র উত্তরাখণ্ডেই অ্যাকটিভ সংক্রমণ হয়েছে 39,000 জনের ৷ মার্চে এই সংখ্যা ছিল 451 ৷

কুম্ভের চারটে শাহি স্নানের শেষে কার্ফু জারি হল ৷ এবার এই সংখ্যায় কোনো পরিবর্তন হবে কি, প্রশ্ন থেকেই যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.