ETV Bharat / bharat

CRPF Personnel Death: বদগামে সিআরপিএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার - Latest News

জম্মু ও কাশ্মীরের বদগামে এক সিআরপিএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার হল ৷ নিহতের নাম অজয় কুমার লামা ৷ তিনি হরিয়ানার বাসিন্দা ৷ কী কারণে আত্মহত্যা খতিয়ে দেখতে শুরু তদন্ত ৷

CRPF Personnel Death
CRPF Personnel Death
author img

By

Published : Apr 1, 2023, 2:18 PM IST

বদগাম (জম্মু ও কাশ্মীর), 1 এপ্রিল: সিআরপিএফের এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যু হল ৷ শনিবার ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় ৷ নিহত জওয়ানের নাম অজয় কুমার লামা ৷ তিনি সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদে নিযুক্ত ছিলেন ৷

সিআরপিএফের তরফে জানা গিয়েছে, অজয়ের বাড়ি হরিয়ানায় ৷ তিনি ওই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর 181 নম্বর ব্যাটালিয়ানে কর্মরত ছিল ৷ তাঁর পোস্টিং ছিল মধ্য কাশ্মীরের বদগাম জেলার চাদোরা এলাকায় ৷ শনিবার সকালে সেখানে ব্যারাকের মধ্যে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে তিনি আত্মঘাতী হয়েছেন ৷

সিআরপিএফের এক আধিকারিক জানিয়েছেন, অজয়ের দেহ উদ্ধার করা হয়েছে ৷ মৃতদেহ পাঠানো হয়েছে এসডিএইচ চাদোরা এলাকায় মেডিক্যাল ও আইনি কাজের জন্য পাঠানো হয়েছে ৷ সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর হরিয়ানায় অজয়ের বাড়িতে মৃতদেহ পাঠিয়ে দেওয়া হবে ৷

কিন্তু কী কারণে ওই জওয়ান আত্মঘাতী হলেন, সেই বিষয়ে এখনও পর্যন্ত সিআরপিএফের তরফে কিছু জানানো হয়নি ৷ তবে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ অজয় কুমার লামার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে অজয় কি কোনও কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ? যদি তাই হয়, তাহলে এর কারণ কী হতে পারে ? পারিবারিক কোনও কারণ আছে নাকি কাজের জায়গায় কোনও সমস্যা আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় বাহিনী বা কোনও রাজ্যের পুলিশে নিযুক্ত আধিকারিকদের এমন আত্মহত্যার ঘটনায় মূলত মানসিক অবসাদের দিকটি বারবার উঠে এসেছে ৷ অনেক ক্ষেত্রে পরিবারে কোনও ঝামেলার জেরে এমন চরম পদক্ষেপ করতে দেখা গিয়েছে অনেককে ৷ আবার ছুটি চেয়ে না পেয়ে কাজের চাপের জেরেও অনেক জওয়ান বা পুলিশ কর্মী আত্মহত্যা করেছেন বলে অতীতে অভিযোগ উঠেছে ৷

এক্ষেত্রে ঠিক কী কারণে আত্মঘাতী হলেন সিআরপিএফের জওয়ান অজয় কুমার লামা, আপাতত সেই তথ্যের সন্ধান চলছে ৷

আরও পড়ুন: জম্মুতে পাকিস্তানি ড্রোন লক্ষ্য করে বিএসএফের গুলি, চলছে তল্লাশি

বদগাম (জম্মু ও কাশ্মীর), 1 এপ্রিল: সিআরপিএফের এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যু হল ৷ শনিবার ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় ৷ নিহত জওয়ানের নাম অজয় কুমার লামা ৷ তিনি সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদে নিযুক্ত ছিলেন ৷

সিআরপিএফের তরফে জানা গিয়েছে, অজয়ের বাড়ি হরিয়ানায় ৷ তিনি ওই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর 181 নম্বর ব্যাটালিয়ানে কর্মরত ছিল ৷ তাঁর পোস্টিং ছিল মধ্য কাশ্মীরের বদগাম জেলার চাদোরা এলাকায় ৷ শনিবার সকালে সেখানে ব্যারাকের মধ্যে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে তিনি আত্মঘাতী হয়েছেন ৷

সিআরপিএফের এক আধিকারিক জানিয়েছেন, অজয়ের দেহ উদ্ধার করা হয়েছে ৷ মৃতদেহ পাঠানো হয়েছে এসডিএইচ চাদোরা এলাকায় মেডিক্যাল ও আইনি কাজের জন্য পাঠানো হয়েছে ৷ সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর হরিয়ানায় অজয়ের বাড়িতে মৃতদেহ পাঠিয়ে দেওয়া হবে ৷

কিন্তু কী কারণে ওই জওয়ান আত্মঘাতী হলেন, সেই বিষয়ে এখনও পর্যন্ত সিআরপিএফের তরফে কিছু জানানো হয়নি ৷ তবে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ অজয় কুমার লামার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে অজয় কি কোনও কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ? যদি তাই হয়, তাহলে এর কারণ কী হতে পারে ? পারিবারিক কোনও কারণ আছে নাকি কাজের জায়গায় কোনও সমস্যা আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় বাহিনী বা কোনও রাজ্যের পুলিশে নিযুক্ত আধিকারিকদের এমন আত্মহত্যার ঘটনায় মূলত মানসিক অবসাদের দিকটি বারবার উঠে এসেছে ৷ অনেক ক্ষেত্রে পরিবারে কোনও ঝামেলার জেরে এমন চরম পদক্ষেপ করতে দেখা গিয়েছে অনেককে ৷ আবার ছুটি চেয়ে না পেয়ে কাজের চাপের জেরেও অনেক জওয়ান বা পুলিশ কর্মী আত্মহত্যা করেছেন বলে অতীতে অভিযোগ উঠেছে ৷

এক্ষেত্রে ঠিক কী কারণে আত্মঘাতী হলেন সিআরপিএফের জওয়ান অজয় কুমার লামা, আপাতত সেই তথ্যের সন্ধান চলছে ৷

আরও পড়ুন: জম্মুতে পাকিস্তানি ড্রোন লক্ষ্য করে বিএসএফের গুলি, চলছে তল্লাশি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.