ETV Bharat / bharat

CRPF Organises Mass Marriage: সিআরপিএফ জওয়ানদের উদ্যোগে সুকমায় গণবিবাহ - বিবাহ বন্ধনে আবদ্ধ 12 যুবক যুবতী

সিআরপিএফ জওয়ানের উদ্যোগে মাওবাদী অধুষ্যিত সুকমায় আয়োজিত হল গণবিবাহের ৷ এই মণ্ডপেই গাঁটছড়া বাঁধলেন 12 জন যুবক-যুবতী (Mass Marraige in Maoist infested Sukma)৷

CRPF Organises Mass Marriage
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 9, 2023, 9:11 PM IST

ছত্তিশগড়, 9 জানুয়ারি: ছত্তিশগড়ের সুকমা যা মাওবাদী অধুষ্যিত অঞ্চল হিসাবেই পরিচিত (CRPF organises mass marraige in Maoist infested Sukma)৷ সর্বদাই শোনা যেত সিআরপিএফ জওয়ানের ভারী বুটের শব্দ ৷ গ্রামবাসীরা সর্বদা তটস্থ থাকত কখনও কী ঘটে ৷ এবার সিআরপিএফের মানবিক রূপ দেখল সুকমার বাসিন্দারা (Sukma News)৷ চেনা ছন্দ ছেড়ে এদিন অন্যরূপে তাঁদের দেখা গিয়েছে ৷ কোনও জওয়ান ছিলেন কনের ভাই আবার কোনও জওয়ান তোড়জেড় করছিলেন বোনের বিয়ের ৷

রবিবার ছত্তিশগড়ের সুকমায় সিআরপিএফ জওয়ানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল গণবিবাহের (CRPF) ৷ 12 জন যুবক-যুবতী এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ শুধু মাত্র বিবাহের আয়োজন নয়, শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন সিআরপিএফ এবং ম্য়াক্স লাইফ ইন্সিয়োব়্যান্সের অধিকারিকরা ৷ স্থানীয় সুকমা মিনি স্টেডিয়ামে এই বিবাহের আয়োজন করা হয়েছিল ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে বিভিন্ন ধর্মের 3 হাজারের বেশি যুগলের গণবিবাহ

এদিনের এই গণ বিবাহের মণ্ডপে সিআরপিএফ জওয়ানদের কেউ কেউ পাত্রী পক্ষের হয়ে আবার কেউ কেউ পাত্র পক্ষের আত্মীয়ের তরফ থেকে উপস্থিত ছিলেন ৷ এদিন গণ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত সিআরপিএফের 74 নম্বর ব্যটেলিয়ানের কম্যান্ডান্ট ডি এন যাদব বলেন, "এই গণ বিবাহের অনুষ্ঠানে নব দম্পতির হাতে 1100 টাকা ও মেয়েদের সকলকে একটি করে শাড়ি দেওয়া হয়েছে, আশীর্বাদ স্বরূপ ৷" এছড়াও গণবিবাহে উপস্থিত স্থানীয় কালেক্টর হরিস এস বলেন, "সিআরপিএফ জওয়ানদের এই উদ্য়োগের অত্য়ন্ত ভালো ৷ আগামিদিনে আরও এইরকম উদ্যোগ গ্রহণ করবে বলেই জানান ৷"

ছত্তিশগড়, 9 জানুয়ারি: ছত্তিশগড়ের সুকমা যা মাওবাদী অধুষ্যিত অঞ্চল হিসাবেই পরিচিত (CRPF organises mass marraige in Maoist infested Sukma)৷ সর্বদাই শোনা যেত সিআরপিএফ জওয়ানের ভারী বুটের শব্দ ৷ গ্রামবাসীরা সর্বদা তটস্থ থাকত কখনও কী ঘটে ৷ এবার সিআরপিএফের মানবিক রূপ দেখল সুকমার বাসিন্দারা (Sukma News)৷ চেনা ছন্দ ছেড়ে এদিন অন্যরূপে তাঁদের দেখা গিয়েছে ৷ কোনও জওয়ান ছিলেন কনের ভাই আবার কোনও জওয়ান তোড়জেড় করছিলেন বোনের বিয়ের ৷

রবিবার ছত্তিশগড়ের সুকমায় সিআরপিএফ জওয়ানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল গণবিবাহের (CRPF) ৷ 12 জন যুবক-যুবতী এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ শুধু মাত্র বিবাহের আয়োজন নয়, শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন সিআরপিএফ এবং ম্য়াক্স লাইফ ইন্সিয়োব়্যান্সের অধিকারিকরা ৷ স্থানীয় সুকমা মিনি স্টেডিয়ামে এই বিবাহের আয়োজন করা হয়েছিল ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে বিভিন্ন ধর্মের 3 হাজারের বেশি যুগলের গণবিবাহ

এদিনের এই গণ বিবাহের মণ্ডপে সিআরপিএফ জওয়ানদের কেউ কেউ পাত্রী পক্ষের হয়ে আবার কেউ কেউ পাত্র পক্ষের আত্মীয়ের তরফ থেকে উপস্থিত ছিলেন ৷ এদিন গণ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত সিআরপিএফের 74 নম্বর ব্যটেলিয়ানের কম্যান্ডান্ট ডি এন যাদব বলেন, "এই গণ বিবাহের অনুষ্ঠানে নব দম্পতির হাতে 1100 টাকা ও মেয়েদের সকলকে একটি করে শাড়ি দেওয়া হয়েছে, আশীর্বাদ স্বরূপ ৷" এছড়াও গণবিবাহে উপস্থিত স্থানীয় কালেক্টর হরিস এস বলেন, "সিআরপিএফ জওয়ানদের এই উদ্য়োগের অত্য়ন্ত ভালো ৷ আগামিদিনে আরও এইরকম উদ্যোগ গ্রহণ করবে বলেই জানান ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.