ETV Bharat / bharat

Vaishali Encounter: বৈশালীতে কনস্টেবল খুনে অভিযুক্ত দু’জন নিহত এনকাউন্টারে - উত্তরপ্রদেশ

Vaishali Police Encountered two Criminals: বিহারের বৈশালীতে এনকাউন্টারে দুই অভিযুক্ত নিহত হয়েছে সোমবার ৷ পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করালে পুলিশ গুলিতে চালাতে বাধ্য হয় বলে জানা গিয়েছে ৷ ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে এক পুলিশ কনস্টেবলকে হত্যা করার অভিযোগ ছিল ৷

Vaishali Encounter
Vaishali Encounter
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 5:30 PM IST

বৈশালী, 16 অক্টোবর: যোগী-রাজ্য উত্তরপ্রদেশে প্রায় এনকাউন্টারে অভিযুক্তদের নিহত হওয়ার খবর সামনে আসে ৷ এবার একই ধরনের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের প্রতিবেশী রাজ্য বিহারেও ৷ সোমবার সেখানেও দুই অভিযুক্ত এনকাউন্টারে নিহত হয়েছেন বলে খবর ৷

এ দিন বিহারের বৈশালীতে ঘটনাটি ঘটে ৷ বৈশালী সদরের এসডিপিও ওম প্রকাশ জানান, দু’জনকে গ্রেফতার করার পর থানায় নিয়ে আসা হচ্ছিল ৷ সরাই থানা এলাকায় জাতীয় সড়কের উপর ওই দু’জন পালানোর চেষ্টা করে ৷ তাদের বারবার সতর্ক করা হয় ৷ আত্মসমর্পণ করতে বলা হয় ৷ কিন্তু তারা কথা না শোনায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয় ৷

বৈশালীর পুলিশ সুপার রবি রঞ্জন জানিয়েছেন যে গুলিতে দু’জনেই গুরুতর জখম হন ৷ তাঁদের নিয়ে আসা হয় হাসপাতালে ৷ সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ নিহত দু’জনের মধ্যে একজনের নাম সত্যপ্রকাশ ও বিট্টু ৷ তাঁরা বিহারের গয়া জেলার বাসিন্দা ৷

প্রশ্ন উঠছে যে কেন, তাঁদের গ্রেফতার করা হয়েছিল ? পুলিশ জানিয়েছে, সোমবার বৈশালীতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটে ৷ ডাকাতি আটকাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে জখম হন দুই পুলিশ কর্মী ৷ পরে হাসপাতালে একজনের মৃত্যু হয় ৷ অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ সেই ঘটনাতেই সত্যপ্রকাশ ও বিট্টুকে গ্রেফতার করেছিল পুলিশ ৷

উল্লেখ্য, উত্তরপ্রদেশে 2017 সালে বিজেপির যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এনকাউন্টার বৃদ্ধি পেতে শুরু করে বলে অভিযোগ উঠেছে বারবার ৷ বিজেপি বিরোধীরা এই নিয়ে প্রশ্নও তুলেছেন ৷ এবার একই ঘটনা ঘটল বিহারে ৷ তবে বিহার বিজেপি শাসিত রাজ্য নয় ৷ ওই রাজ্যের শাসক পক্ষের দুই শরিক জেডিইউ ও আরজেডি বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অংশ ৷ ফলে এবারও বিরোধীরা একই প্রশ্ন তোলে কি না, সেটাই দেখার !

আরও পড়ুন: মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় অভিযুক্ত বাবার গুলিতে জখম একই পরিবারের সাতজন

বৈশালী, 16 অক্টোবর: যোগী-রাজ্য উত্তরপ্রদেশে প্রায় এনকাউন্টারে অভিযুক্তদের নিহত হওয়ার খবর সামনে আসে ৷ এবার একই ধরনের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের প্রতিবেশী রাজ্য বিহারেও ৷ সোমবার সেখানেও দুই অভিযুক্ত এনকাউন্টারে নিহত হয়েছেন বলে খবর ৷

এ দিন বিহারের বৈশালীতে ঘটনাটি ঘটে ৷ বৈশালী সদরের এসডিপিও ওম প্রকাশ জানান, দু’জনকে গ্রেফতার করার পর থানায় নিয়ে আসা হচ্ছিল ৷ সরাই থানা এলাকায় জাতীয় সড়কের উপর ওই দু’জন পালানোর চেষ্টা করে ৷ তাদের বারবার সতর্ক করা হয় ৷ আত্মসমর্পণ করতে বলা হয় ৷ কিন্তু তারা কথা না শোনায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয় ৷

বৈশালীর পুলিশ সুপার রবি রঞ্জন জানিয়েছেন যে গুলিতে দু’জনেই গুরুতর জখম হন ৷ তাঁদের নিয়ে আসা হয় হাসপাতালে ৷ সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ নিহত দু’জনের মধ্যে একজনের নাম সত্যপ্রকাশ ও বিট্টু ৷ তাঁরা বিহারের গয়া জেলার বাসিন্দা ৷

প্রশ্ন উঠছে যে কেন, তাঁদের গ্রেফতার করা হয়েছিল ? পুলিশ জানিয়েছে, সোমবার বৈশালীতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটে ৷ ডাকাতি আটকাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে জখম হন দুই পুলিশ কর্মী ৷ পরে হাসপাতালে একজনের মৃত্যু হয় ৷ অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ সেই ঘটনাতেই সত্যপ্রকাশ ও বিট্টুকে গ্রেফতার করেছিল পুলিশ ৷

উল্লেখ্য, উত্তরপ্রদেশে 2017 সালে বিজেপির যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এনকাউন্টার বৃদ্ধি পেতে শুরু করে বলে অভিযোগ উঠেছে বারবার ৷ বিজেপি বিরোধীরা এই নিয়ে প্রশ্নও তুলেছেন ৷ এবার একই ঘটনা ঘটল বিহারে ৷ তবে বিহার বিজেপি শাসিত রাজ্য নয় ৷ ওই রাজ্যের শাসক পক্ষের দুই শরিক জেডিইউ ও আরজেডি বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অংশ ৷ ফলে এবারও বিরোধীরা একই প্রশ্ন তোলে কি না, সেটাই দেখার !

আরও পড়ুন: মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় অভিযুক্ত বাবার গুলিতে জখম একই পরিবারের সাতজন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.