ETV Bharat / bharat

Murder in Patna: পটনার রাস্তায় নার্সকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত - তরুণীকে কুপিয়ে খুন

Medanta Hospital Nurse Murdered in Patna: বিহারের পটনায় রাস্তার মাঝে তরুণীকে কুপিয়ে খুন ৷ অভিযুক্তের সন্ধান করছে পুলিশ ৷ প্রাথমিকভাবে অভিযুক্ত ওই তরুণীর পরিচিত বলেই মনে করছে পুলিশ ৷

Murder in Patna
Murder in Patna
author img

By

Published : Aug 12, 2023, 8:15 PM IST

পটনা, 12 অগস্ট: প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে ছুরি দিয়ে খুন করার অভিযোগ উঠেছে বিহারের পটনায় ৷ শনিবার দুপুরে ঘটনা ঘটে পটনা শহরের কাঁকরবাগ এলাকায় ৷ নিহত তরুণীর নাম সোনি কুমারী ৷ বছর পঁচিশের ওই তরুণী পূর্ণিয়ার বাসিন্দা ৷ পটনা শহরেই থাকতেন৷ সেখানে মেদান্ত হাসপাতালে নার্স ছিলেন ৷ এই ঘটনায় কাঁকরবাগ থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি ৷

তবে পুলিশ মনে করছে যে অভিযুক্ত যুবক মেয়েটির পরিচিত ছিল ৷ সম্ভবত দু’জনেরক মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল ৷ কারণ, প্রত্যক্ষদর্শীদের থেকে পুলিশ জানতে পেরেছে, রাস্তায় দাঁড়িয়ে মেয়েটি ও ছেলেটি প্রথমে কথা বলছিল ৷ তার পর দু’জনের মধ্যে বচসা শুরু হয় ৷ তখনই যুবকটি ছুরি বের করে এলোপাথাড়ি চালাতে থাকে ৷ মেয়েটির পেটে একাধিকবার ছুরি ঢুকে দেয় অভিযুক্ত ৷

তার পর ঘটনাস্থলে যায় পুলিশ ৷ ততক্ষণে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে ৷ পুলিশ মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটির মৃত্যু হয় ৷ পুলিশ আপাতত ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বোঝার চেষ্টা করছে যে অভিযুক্ত কোন দিকে যেতে পারে ৷ তাছাড়া সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া অভিযুক্তের ছবির ভিত্তিতে তাকে চিহ্নিত করার চেষ্টাও করছে পুলিশ ৷

আরও পড়ুন: কর্ণাটকে ধর্ষণে বাধা পেয়ে প্রতিবেশী তরুণীকে খুনে অভিযুক্ত ওড়িশার যুবক গ্রেফতার

রাহুল সিং নামে এক প্রত্যক্ষদর্শীর দাবি, অভিযুক্তের বয়স 35 এর আশপাশে হবে ৷ মেয়েটিকে কোপানোর পর প্রথম হেঁটে কাছের একটি মোড়ে যায় ছেলেটি ৷ তার পর অটোয় উঠে চলে যায় ৷ একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল তাঁকে ৷

পটনা, 12 অগস্ট: প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে ছুরি দিয়ে খুন করার অভিযোগ উঠেছে বিহারের পটনায় ৷ শনিবার দুপুরে ঘটনা ঘটে পটনা শহরের কাঁকরবাগ এলাকায় ৷ নিহত তরুণীর নাম সোনি কুমারী ৷ বছর পঁচিশের ওই তরুণী পূর্ণিয়ার বাসিন্দা ৷ পটনা শহরেই থাকতেন৷ সেখানে মেদান্ত হাসপাতালে নার্স ছিলেন ৷ এই ঘটনায় কাঁকরবাগ থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি ৷

তবে পুলিশ মনে করছে যে অভিযুক্ত যুবক মেয়েটির পরিচিত ছিল ৷ সম্ভবত দু’জনেরক মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল ৷ কারণ, প্রত্যক্ষদর্শীদের থেকে পুলিশ জানতে পেরেছে, রাস্তায় দাঁড়িয়ে মেয়েটি ও ছেলেটি প্রথমে কথা বলছিল ৷ তার পর দু’জনের মধ্যে বচসা শুরু হয় ৷ তখনই যুবকটি ছুরি বের করে এলোপাথাড়ি চালাতে থাকে ৷ মেয়েটির পেটে একাধিকবার ছুরি ঢুকে দেয় অভিযুক্ত ৷

তার পর ঘটনাস্থলে যায় পুলিশ ৷ ততক্ষণে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে ৷ পুলিশ মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটির মৃত্যু হয় ৷ পুলিশ আপাতত ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বোঝার চেষ্টা করছে যে অভিযুক্ত কোন দিকে যেতে পারে ৷ তাছাড়া সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া অভিযুক্তের ছবির ভিত্তিতে তাকে চিহ্নিত করার চেষ্টাও করছে পুলিশ ৷

আরও পড়ুন: কর্ণাটকে ধর্ষণে বাধা পেয়ে প্রতিবেশী তরুণীকে খুনে অভিযুক্ত ওড়িশার যুবক গ্রেফতার

রাহুল সিং নামে এক প্রত্যক্ষদর্শীর দাবি, অভিযুক্তের বয়স 35 এর আশপাশে হবে ৷ মেয়েটিকে কোপানোর পর প্রথম হেঁটে কাছের একটি মোড়ে যায় ছেলেটি ৷ তার পর অটোয় উঠে চলে যায় ৷ একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.