ETV Bharat / bharat

CPIM Politburo on Teesta Setalvad: তিস্তা সেতলওয়াড়-সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিআইএম পলিটব্যুরোর - সুপ্রিম কোর্ট

তিস্তা সেতলওয়াড়-সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানাল সিপিআইএম পলিটব্যুরো (CPIM Politburo Demands Withdrawal of Cases Against Teesta Setalvad and Others) ৷ সেই সঙ্গে সুপ্রিম কোর্টের গুলবাগ সোসাইটি হত্যা মামলায় জাকিয়া জাফরির দায়ের করা মামলার রায়ের সমালোচনা করেছে তারা ৷

cpim-politburo-demands-withdrawal-of-cases-against-teesta-setalvad-and-others
cpim-politburo-demands-withdrawal-of-cases-against-teesta-setalvad-and-others
author img

By

Published : Jun 27, 2022, 6:42 PM IST

কলকাতা, 27 জুন: গুলবাগ সোসাইটি হত্যা মামলায় জাকিয়া জাফরির দায়ের করা মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তার পরেই গুজরাত এটিএস মিথ্যে প্রমাণ ও নথি আদালতে পেশ করার অভিযোগে সমাজকর্মী তিস্তা সেতলওয়াড়-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ৷ এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছে বামেরা ৷ এ বার সিপিআইএম পলিটব্যুরোর তরফে বিবৃতিতে গ্রেফতার হওয়া সকলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে (CPIM Politburo Demands Withdrawal of Cases Against Teesta Setalvad and Others) ৷ একই দাবিতে সিপিআইএম লিবারেশন পলিটব্যুরো ও আরএসপি-সহ সকল বামপন্থী দলগুলি বিবৃতি দিয়েছে ৷

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘2002 সাল থেকে গুজরাত গণহত্যা প্রসঙ্গে ন্যায়বিচারের দাবিতে নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়া তিস্তা সেতলওয়াড়-সহ গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে পলিটব্যুরো ৷ তাঁর গ্রেফতারি কার্যত সবাইকে হুমকি দেওয়া, যাঁরা কোনও সরকার কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অপদার্থতায় ঘটা সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে আওয়াজ তোলেন ৷ দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের উপরে এ এক ঘৃণ্য আক্রমণ ৷’’

আরও পড়ুন: Teesta Setalvad : গুজরাত এটিএস থেকে আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের হাতে তিস্তা শেতলওয়াড়

এ দিন পলিটব্যুরোর তরফে সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট যে অদ্ভুত রায় দিয়েছে, তার প্রভাবেই গুজরাত প্রশাসন এই গ্রেফতারি চালিয়েছে ৷ যেখানে আবেদনকারীকেই কাঠগড়ায় তুলেছে সুপ্রিম কোর্ট ৷ সেই মতো তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷ পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, এই রায়ের অর্থ কেউ আদালতের তৈরি করা সিটের তদন্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারবেন না ৷ আর সেটাই জাকিয়া জাফরি এবং তিস্তা সেতলওয়াড়ের সঙ্গে হয়েছে বলে, অভিযোগ করেছে সিপিআইএম-সহ অন্যান্য বাম দলগুলি ৷

কলকাতা, 27 জুন: গুলবাগ সোসাইটি হত্যা মামলায় জাকিয়া জাফরির দায়ের করা মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তার পরেই গুজরাত এটিএস মিথ্যে প্রমাণ ও নথি আদালতে পেশ করার অভিযোগে সমাজকর্মী তিস্তা সেতলওয়াড়-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ৷ এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছে বামেরা ৷ এ বার সিপিআইএম পলিটব্যুরোর তরফে বিবৃতিতে গ্রেফতার হওয়া সকলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে (CPIM Politburo Demands Withdrawal of Cases Against Teesta Setalvad and Others) ৷ একই দাবিতে সিপিআইএম লিবারেশন পলিটব্যুরো ও আরএসপি-সহ সকল বামপন্থী দলগুলি বিবৃতি দিয়েছে ৷

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘2002 সাল থেকে গুজরাত গণহত্যা প্রসঙ্গে ন্যায়বিচারের দাবিতে নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়া তিস্তা সেতলওয়াড়-সহ গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে পলিটব্যুরো ৷ তাঁর গ্রেফতারি কার্যত সবাইকে হুমকি দেওয়া, যাঁরা কোনও সরকার কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অপদার্থতায় ঘটা সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে আওয়াজ তোলেন ৷ দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের উপরে এ এক ঘৃণ্য আক্রমণ ৷’’

আরও পড়ুন: Teesta Setalvad : গুজরাত এটিএস থেকে আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের হাতে তিস্তা শেতলওয়াড়

এ দিন পলিটব্যুরোর তরফে সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট যে অদ্ভুত রায় দিয়েছে, তার প্রভাবেই গুজরাত প্রশাসন এই গ্রেফতারি চালিয়েছে ৷ যেখানে আবেদনকারীকেই কাঠগড়ায় তুলেছে সুপ্রিম কোর্ট ৷ সেই মতো তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷ পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, এই রায়ের অর্থ কেউ আদালতের তৈরি করা সিটের তদন্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারবেন না ৷ আর সেটাই জাকিয়া জাফরি এবং তিস্তা সেতলওয়াড়ের সঙ্গে হয়েছে বলে, অভিযোগ করেছে সিপিআইএম-সহ অন্যান্য বাম দলগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.