ETV Bharat / bharat

Covishield, Covaxin Prices Cut : বুস্টার ড্রাইভ শুরুর আগেরদিন দেশে একলাফে অনেকটাই সস্তা কোভ্যাক্সিন-কোভিশিল্ড - Covishield, Covaxin Prices Cut

কোভিশিল্ড টিকার প্রতিটি ডোজ 600 টাকা থেকে কমে এখন থেকে বিকোবে মাত্র 225 টাকায় ৷ যা অর্ধেকেরও কম ৷ অন্যদিকে কোভ্যাকসিনের টিকার ডোজ 1200 নয়, এখন থেকে পাওয়া যাবে কোভিশিল্ডের মতই 225 টাকায় (Covishield, Covaxin Prices Cut To 225 Day Before Booster Drive Begins) ৷

Covishield, Covaxin Prices Cut
বুস্টার ড্রাইভ শুরুর আগেরদিন দেশে একলাফে অনেকটাই সস্তা কোভ্যাক্সিন-কোভিশিল্ড
author img

By

Published : Apr 9, 2022, 5:08 PM IST

Updated : Apr 9, 2022, 5:24 PM IST

নয়াদিল্লি, 9 এপ্রিল : দেশের 185.55 কোটি মানুষকে কোভিড টিকার ডোজ প্রদান করে ইতিমধ্যেই নজির গড়েছে ভারত ৷ তবে এখনও যে সকল মানুষ টিকাকরণের আওতায় আসেননি কিংবা টিকার একটি ডোজ যাদের বাকি রয়ে গিয়েছে তাদের জন্য বোধহয় এটাই সেরা সময় ৷ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার অনীহা থাকলে কোনও সমস্যা নেই, বেসরকারি কেন্দ্রে টিকার ডোজ এবার অনেকটাই নাগালের মধ্যে ৷ 10 এপ্রিল দেশজুড়ে শুরু হচ্ছে আঠারোর্ধ্বদের বুস্টার ড্রাইভ ৷ ঠিক তার আগেরদিন কোভিশিল্ড টিকার প্রতি ডোজের দাম কমল অর্ধেকেরও বেশি ৷ আর কোভ্যাক্সিনের দাম কমল পাঁচগুণেরও কম ৷

দেশে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SSI) কর্ণধার আদার পুনাওয়ালা এবং কোভ্যাকসিন প্রস্তুতকারী ভারত বায়োটেকের (Bharat Biotech) সহ-প্রতিষ্ঠাতা সুচিত্রা ইলা টিকার ডোজ প্রতি দাম কমার কথা ঘোষণা করেছেন ৷ কোভিশিল্ড টিকার প্রতিটি ডোজ 600 টাকা থেকে কমে এখন থেকে বিকোবে মাত্র 225 টাকায় ৷ যা অর্ধেকেরও কম ৷ অন্যদিকে কোভ্যাকসিনের টিকার ডোজ 1200 নয়, এখন থেকে পাওয়া যাবে কোভিশিল্ডের মতই 225 টাকায় (Covishield, Covaxin Prices Cut To 225 Day Before Booster Drive Begins) ৷

  • We are pleased to announce that after discussion with the Central Government, SII has decided to revise the price of COVISHIELD vaccine for private hospitals from Rs.600 to Rs 225 per dose. We once again commend this decision from the Centre to open precautionary dose to all 18+.

    — Adar Poonawalla (@adarpoonawalla) April 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদার পুনাওয়ালা মাইক্রোব্লগিং সাইট টুইটারে এদিন লেখেন, "কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনা ফলপ্রসূ হয়েছে ৷ সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছে যে বেসরকারি হাসপাতালগুলোতে 600 টাকার পরিবর্তে কোভিশিল্ড টিকার ডোজ এখন থেকে মিলবে 225 টাকায় ৷ একইসঙ্গে আঠারোর্ধ্ব সকলের জন্য কেন্দ্রের বুস্টার ডোজ চালু করার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই ৷"

  • Announcing #CovaxinPricing .
    We welcome the decision to make available precautionary dose for all adults. In consultation with the Central Government, we have decided to revise the price of #COVAXIN from Rs 1200 to Rs 225 per dose, for #privatehospitals.🇮🇳💉💉💉😷

    — Suchitra Ella (@SuchitraElla) April 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : সামান্য বাড়ল আক্রান্তের সংখ্যা, বেড়েছে মৃত্যুও

ভারত বায়োটেকের সহ-প্রতিষ্ঠাতা সুচিত্রা ইলাও বুস্টার ডোজ ইস্যুতে কেন্দ্রকে সমর্থন জানিয়ে কোভ্যাকসিনের টিকা প্রতি ডোজ সুলভ হওয়ার কথা ঘোষণা করেন ৷ কেন্দ্রের ঘোষণা মত রবিবার থেকেই দেশে শুরু হচ্ছে বুস্টার ড্রাইভ ৷ 'সময়োপযোগী' আখ্যা দিয়ে শুক্রবারই কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার ৷

নয়াদিল্লি, 9 এপ্রিল : দেশের 185.55 কোটি মানুষকে কোভিড টিকার ডোজ প্রদান করে ইতিমধ্যেই নজির গড়েছে ভারত ৷ তবে এখনও যে সকল মানুষ টিকাকরণের আওতায় আসেননি কিংবা টিকার একটি ডোজ যাদের বাকি রয়ে গিয়েছে তাদের জন্য বোধহয় এটাই সেরা সময় ৷ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার অনীহা থাকলে কোনও সমস্যা নেই, বেসরকারি কেন্দ্রে টিকার ডোজ এবার অনেকটাই নাগালের মধ্যে ৷ 10 এপ্রিল দেশজুড়ে শুরু হচ্ছে আঠারোর্ধ্বদের বুস্টার ড্রাইভ ৷ ঠিক তার আগেরদিন কোভিশিল্ড টিকার প্রতি ডোজের দাম কমল অর্ধেকেরও বেশি ৷ আর কোভ্যাক্সিনের দাম কমল পাঁচগুণেরও কম ৷

দেশে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SSI) কর্ণধার আদার পুনাওয়ালা এবং কোভ্যাকসিন প্রস্তুতকারী ভারত বায়োটেকের (Bharat Biotech) সহ-প্রতিষ্ঠাতা সুচিত্রা ইলা টিকার ডোজ প্রতি দাম কমার কথা ঘোষণা করেছেন ৷ কোভিশিল্ড টিকার প্রতিটি ডোজ 600 টাকা থেকে কমে এখন থেকে বিকোবে মাত্র 225 টাকায় ৷ যা অর্ধেকেরও কম ৷ অন্যদিকে কোভ্যাকসিনের টিকার ডোজ 1200 নয়, এখন থেকে পাওয়া যাবে কোভিশিল্ডের মতই 225 টাকায় (Covishield, Covaxin Prices Cut To 225 Day Before Booster Drive Begins) ৷

  • We are pleased to announce that after discussion with the Central Government, SII has decided to revise the price of COVISHIELD vaccine for private hospitals from Rs.600 to Rs 225 per dose. We once again commend this decision from the Centre to open precautionary dose to all 18+.

    — Adar Poonawalla (@adarpoonawalla) April 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদার পুনাওয়ালা মাইক্রোব্লগিং সাইট টুইটারে এদিন লেখেন, "কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনা ফলপ্রসূ হয়েছে ৷ সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছে যে বেসরকারি হাসপাতালগুলোতে 600 টাকার পরিবর্তে কোভিশিল্ড টিকার ডোজ এখন থেকে মিলবে 225 টাকায় ৷ একইসঙ্গে আঠারোর্ধ্ব সকলের জন্য কেন্দ্রের বুস্টার ডোজ চালু করার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই ৷"

  • Announcing #CovaxinPricing .
    We welcome the decision to make available precautionary dose for all adults. In consultation with the Central Government, we have decided to revise the price of #COVAXIN from Rs 1200 to Rs 225 per dose, for #privatehospitals.🇮🇳💉💉💉😷

    — Suchitra Ella (@SuchitraElla) April 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : সামান্য বাড়ল আক্রান্তের সংখ্যা, বেড়েছে মৃত্যুও

ভারত বায়োটেকের সহ-প্রতিষ্ঠাতা সুচিত্রা ইলাও বুস্টার ডোজ ইস্যুতে কেন্দ্রকে সমর্থন জানিয়ে কোভ্যাকসিনের টিকা প্রতি ডোজ সুলভ হওয়ার কথা ঘোষণা করেন ৷ কেন্দ্রের ঘোষণা মত রবিবার থেকেই দেশে শুরু হচ্ছে বুস্টার ড্রাইভ ৷ 'সময়োপযোগী' আখ্যা দিয়ে শুক্রবারই কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার ৷

Last Updated : Apr 9, 2022, 5:24 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.