ETV Bharat / bharat

Covishield and Covaxin : এবার খোলা বাজারেও মিলবে কোভিশিল্ড- কোভ্যাক্সিন - এবার খোলা বাজারেও মিলবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন

কেন্ত্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) সূত্রে জানা গিয়েছে, বাজারে এই দুই কোভিড টিকা বিক্রির অনুমতি মিললেও এখনই পাড়ার ওধুষের দোকানে এই ভ্যাকসিনগুলি মিলবে না ৷

Covishield and Covaxin
এবার খোলা বাজারেও মিলবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন
author img

By

Published : Jan 27, 2022, 4:13 PM IST

Updated : Jan 27, 2022, 4:34 PM IST

নয়াদিল্লি, 27 জানুয়ারি : শর্তসাপেক্ষে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের (Covishield and Covaxin) খোলা বাজারে বিক্রির অনুমতি দেওয়া হল ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এই অনুমতি দিয়েছে বলে এদিন টুইট করে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য ৷

তবে কেন্ত্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বাজারে এই দুই কোভিড টিকা বিক্রির অনুমতি মিললেও এখনই পাড়ার ওধুষের দোকানে এই ভ্যাকসিনগুলি মিলবে না ৷ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে কিনতে হবে এই দুই টিকা ৷ 18 বছরের বেশি বয়সিদের প্রয়োজনের জন্যই আপাতত এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা ৷

আরও পড়ুন : সামান্য বাড়ল সংক্রমণ ও পজিটিভিটি রেট, স্বস্তি দিয়ে কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা

  • The @CDSCO_INDIA_INF has now upgraded the permission for COVAXIN and Covishield from restricted use in emergency situations to normal new drug permission in the adult population with certain conditions.

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে এই টিকাগুলি কেউ কিনলেও সেই তথ্য কেন্দ্রের কো-উইন পোর্টালে দিতে হবে এবং প্রতি 6 মাস অন্তর এই টিকাগুলির সুরক্ষা সংক্রান্ত তথ্য কেন্দ্রকে জানাতে হবে ৷

নয়াদিল্লি, 27 জানুয়ারি : শর্তসাপেক্ষে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের (Covishield and Covaxin) খোলা বাজারে বিক্রির অনুমতি দেওয়া হল ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এই অনুমতি দিয়েছে বলে এদিন টুইট করে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য ৷

তবে কেন্ত্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বাজারে এই দুই কোভিড টিকা বিক্রির অনুমতি মিললেও এখনই পাড়ার ওধুষের দোকানে এই ভ্যাকসিনগুলি মিলবে না ৷ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে কিনতে হবে এই দুই টিকা ৷ 18 বছরের বেশি বয়সিদের প্রয়োজনের জন্যই আপাতত এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা ৷

আরও পড়ুন : সামান্য বাড়ল সংক্রমণ ও পজিটিভিটি রেট, স্বস্তি দিয়ে কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা

  • The @CDSCO_INDIA_INF has now upgraded the permission for COVAXIN and Covishield from restricted use in emergency situations to normal new drug permission in the adult population with certain conditions.

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে এই টিকাগুলি কেউ কিনলেও সেই তথ্য কেন্দ্রের কো-উইন পোর্টালে দিতে হবে এবং প্রতি 6 মাস অন্তর এই টিকাগুলির সুরক্ষা সংক্রান্ত তথ্য কেন্দ্রকে জানাতে হবে ৷

Last Updated : Jan 27, 2022, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.