ETV Bharat / bharat

বেসরকারি হাসপাতালে করোনার টিকা 250 টাকার মধ্যে, জানাল কেন্দ্র - সরকারি হাসপাতালে

বিনামূল্যেই করোনা টিকা দেবে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলি । বেসরকারি হাসপাতালে টিকার দাম 250 টাকার বেশি করা যাবে না ৷ জানিয়েছে কেন্দ্র ।

Covid Vaccine Jab Capped At ₹ 250 At Private Hospitals, free in all government hospitals: Government
করোনা টিকার দাম হবে 250 টাকার মধ্যে, বিনামূল্যে মিলবে সরকারি হাসপাতালে
author img

By

Published : Feb 28, 2021, 7:05 AM IST

Updated : Mar 6, 2021, 4:36 PM IST

দিল্লি, 28 ফেব্রুয়ারি: বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে করোনা টিকার দাম 250 টাকার মধ্য়েই থাকবে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে । তবে সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা সম্পূর্ণ বিনামূল্যে মিলবে বলে জানানো হয়েছে ।

সোমবার থেকে ষাটোর্ধ্ব সবাইকে ও 45 বছরের ঊর্ধ্বে অসুস্থদের টিকাকরণ শুরু হচ্ছে । মানুষই তাঁদের টিকাকরণ কেন্দ্র ঠিক করতে পারবেন । সরকারের CoWIN 2.0 পোর্টাল ও আরোগ্য সেতুর মাধ্যমে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যেতে পারে । এ ছাড়াও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারেন সাধারণ মানুষ। টিকার বিষয়ে প্রচার চালানোর জন্য রাজ্য সরকারগুলিকেও সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে ।

দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও 10,000 বেসরকারি হাসপাতালকে টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে । যাঁদের বয়স 60 বা তার বেশি, তাঁদের শুধু পরিচয় পত্র দেখালেই চলবে । আর 45 বছরের উপরে যাঁরা অসুস্থ বলে টিকা নিতে চাইছেন, তাঁদের রেজিস্টার্ড কোনও ডাক্তারের স্বাক্ষর-সহ অসুস্থতার প্রমাণ দাখিল করলে হবে ।

আরও পড়ুন: সকলের জন্য টিকা

গত 16 জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছিল করোনা টিকাকরণ। প্রধান ধাপে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের টিকাকরণ হয়েছে । তবে কোভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা গিয়েছে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের মধ্য়ে । টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে মাত্র 11 শতাংশ ভারত বায়োটেকের টিকা গ্রহণ করেছেন।

দিল্লি, 28 ফেব্রুয়ারি: বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে করোনা টিকার দাম 250 টাকার মধ্য়েই থাকবে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে । তবে সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা সম্পূর্ণ বিনামূল্যে মিলবে বলে জানানো হয়েছে ।

সোমবার থেকে ষাটোর্ধ্ব সবাইকে ও 45 বছরের ঊর্ধ্বে অসুস্থদের টিকাকরণ শুরু হচ্ছে । মানুষই তাঁদের টিকাকরণ কেন্দ্র ঠিক করতে পারবেন । সরকারের CoWIN 2.0 পোর্টাল ও আরোগ্য সেতুর মাধ্যমে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যেতে পারে । এ ছাড়াও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারেন সাধারণ মানুষ। টিকার বিষয়ে প্রচার চালানোর জন্য রাজ্য সরকারগুলিকেও সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে ।

দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও 10,000 বেসরকারি হাসপাতালকে টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে । যাঁদের বয়স 60 বা তার বেশি, তাঁদের শুধু পরিচয় পত্র দেখালেই চলবে । আর 45 বছরের উপরে যাঁরা অসুস্থ বলে টিকা নিতে চাইছেন, তাঁদের রেজিস্টার্ড কোনও ডাক্তারের স্বাক্ষর-সহ অসুস্থতার প্রমাণ দাখিল করলে হবে ।

আরও পড়ুন: সকলের জন্য টিকা

গত 16 জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছিল করোনা টিকাকরণ। প্রধান ধাপে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের টিকাকরণ হয়েছে । তবে কোভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা গিয়েছে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের মধ্য়ে । টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে মাত্র 11 শতাংশ ভারত বায়োটেকের টিকা গ্রহণ করেছেন।

Last Updated : Mar 6, 2021, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.