ETV Bharat / bharat

দিল্লিতে আজও 100-র নিচে সংক্রমণ, সোমবার থেকে লকডাউন আরও শিথিল - দিল্লির করোনা বুলেটিন

সোমবার থেকে আরও বেশি সংখ্যায় সাধারণ নাগরিককে দিল্লির রাজপথে দেখা যাবে ৷ জিম, যোগাসন কেন্দ্র, হোটেল খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে সিনেমাহল, স্পা, সুইমিং পুল, পার্ক, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাকেন্দ্রগুলি আগের মতোই বন্ধ থাকবে ৷

দিল্লির করোনা পরিস্থিতি
ছবি
author img

By

Published : Jun 27, 2021, 10:38 PM IST

নয়াদিল্লি, 27 জুন : রাজধানীতে আজও দৈনিক সংক্রমণ একশোর নিচে ৷ শেষ 24 ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন 89 জন ৷ দিল্লির করোনা বুলেটিন অনুযায়ী, এখন রাজধানীতে দৈনিক সংক্রমণের হার 0.12 শতাংশ ৷ মৃত্যু হয়েছে 4 জনের ৷ এইমুহূর্তে দিল্লিতে অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন 1 হাজার 568 জন ৷

করোনা পরিস্থিতি এখন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে কেজরিওয়ালের সরকার ৷ ধাপে ধাপে আনলক প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ৷ সোমবার থেকে আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ জিম, যোগাসন কেন্দ্র, হোটেল খুলে যাচ্ছে আগামিকাল থেকে ৷ তবে 50 শতাংশ আসন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে ৷

সোমবার থেকে আরও বেশি সংখ্যায় সাধারণ নাগরিককে দিল্লির রাজপথে দেখা যাবে ৷ তবে সিনেমাহল, স্পা, সুইমিং পুল, পার্ক, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাকেন্দ্রগুলি আগের মতোই বন্ধ থাকবে ৷

একইসঙ্গে টিকাকরণের দিকেও অতিরিক্ত নজর দেওয়া হচ্ছে ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানে বলেন, "একমাত্র টিকাকরণের দ্বারাই মারণ ভাইরাসকে আটকানো সম্ভব ৷ যাঁরা টিকা নিয়ে গুজব ছড়াচ্ছেন, তাঁদের তা করতে দিন ৷ আমরা সবাই আমাদের কাজ করব এবং আমাদের আশপাশের সব মানুষের যাতে টিকাকরণ হয় তা নিশ্চিত করব ৷ কোভিড 19-এ ঝুঁকি এখনও রয়ে গিয়েছে এবং আমাদের কোভিড 19 প্রোটোকল মেনে চলার পাশাপাশি টিকাকরণের উপরও জোর দিতে হবে ৷"

আরও পড়ুন : সংক্রমণ কমার গতি খুবই শ্লথ, সামান্য কমল মৃত্যুও

নয়াদিল্লি, 27 জুন : রাজধানীতে আজও দৈনিক সংক্রমণ একশোর নিচে ৷ শেষ 24 ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন 89 জন ৷ দিল্লির করোনা বুলেটিন অনুযায়ী, এখন রাজধানীতে দৈনিক সংক্রমণের হার 0.12 শতাংশ ৷ মৃত্যু হয়েছে 4 জনের ৷ এইমুহূর্তে দিল্লিতে অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন 1 হাজার 568 জন ৷

করোনা পরিস্থিতি এখন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে কেজরিওয়ালের সরকার ৷ ধাপে ধাপে আনলক প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ৷ সোমবার থেকে আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ জিম, যোগাসন কেন্দ্র, হোটেল খুলে যাচ্ছে আগামিকাল থেকে ৷ তবে 50 শতাংশ আসন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে ৷

সোমবার থেকে আরও বেশি সংখ্যায় সাধারণ নাগরিককে দিল্লির রাজপথে দেখা যাবে ৷ তবে সিনেমাহল, স্পা, সুইমিং পুল, পার্ক, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাকেন্দ্রগুলি আগের মতোই বন্ধ থাকবে ৷

একইসঙ্গে টিকাকরণের দিকেও অতিরিক্ত নজর দেওয়া হচ্ছে ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানে বলেন, "একমাত্র টিকাকরণের দ্বারাই মারণ ভাইরাসকে আটকানো সম্ভব ৷ যাঁরা টিকা নিয়ে গুজব ছড়াচ্ছেন, তাঁদের তা করতে দিন ৷ আমরা সবাই আমাদের কাজ করব এবং আমাদের আশপাশের সব মানুষের যাতে টিকাকরণ হয় তা নিশ্চিত করব ৷ কোভিড 19-এ ঝুঁকি এখনও রয়ে গিয়েছে এবং আমাদের কোভিড 19 প্রোটোকল মেনে চলার পাশাপাশি টিকাকরণের উপরও জোর দিতে হবে ৷"

আরও পড়ুন : সংক্রমণ কমার গতি খুবই শ্লথ, সামান্য কমল মৃত্যুও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.