নয়াদিল্লি, 14 এপ্রিল : করোনা জ্বরে কাবু দেশের রাজধানী ৷ তথ্য বলছে, দিল্লির 94টি হাসপাতালে ভেন্টিলেটরের সুবিধাযুক্ত কোভিড-19 আইসিইউ শয্যা রয়েছে ৷ এরমধ্যে 69টি হাসপাতালেই আর একটিও এমন শয্যা খালি নেই ৷ হাতে রয়েছে আর মাত্র 79টি শয্যা ৷
অন্যদিকে, ভেন্টিলেটরবিহীন কোভিড-19 আইসিইউ শয্যার বন্দোবস্ত করা হয়েছে রাজধানীর 110টি হাসপাতালে ৷ এর মধ্যে 75টি হাসপাতালেই আর একটিও খালি শয্যা নেই ৷ বুধবার দুপুর দু’টো পর্যন্ত করোনা শয্যার এই হিসাব দিয়েছে দিল্লি করোনা অ্য়াপ ৷
সব মিলিয়ে রাজধানীতে মোট ভেন্টিলেটরের সুবিধাযুক্ত কোভিড-19 আইসিইউ শয্যা রয়েছে 1 হাজার 117টি ৷ এর মধ্যে খালি রয়েছে আর মাত্র 79টি ৷ অন্যদিকে, দিল্লিতে মোট ভেন্টিলেটরবিহীন কোভিড-19 আইসিইউ শয্যা রয়েছে 2 হাজার 130টি ৷ এর মধ্যে খালি রয়েছে মাত্র 348টি ৷
আরও পড়ুন : ঘরে ফেরার তাড়া, মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসের বাইরে ভিড় পরিযায়ীদের
সব মিলিয়ে রাজধানীর করোনা হাসপাতালগুলিতে শয্যার সংখ্যা আপাতত 13 হাজার 680 ৷ তার মধ্যে 9 হাজার 41টিতে ইতিমধ্যেই ভর্তি রয়েছেন কোনও না কোনও রোগী ৷ পরিস্থিতি যে কতটা ভয়াবহ, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট ৷
গত কয়েকদিন ধরেই রাজধানীতে লাগাতার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ ইদানীংকালের মধ্যে মঙ্গলবারই সর্বোচ্চ ছিল নতুন আক্রান্তের সংখ্যা ৷ ওই দিন নতুন করে খোঁজ মেলে 13 হাজার 468 জন করোনা রোগীর ৷ প্রাণ যায় 81 জনের ৷ সংখ্যাটা গোটা দেশের মধ্যে সবথেকে বেশি ৷ সোমবার যেখানে নতুন আক্রান্তের হার ছিল 12.44 শতাংশ ৷ মঙ্গলবার তা বেড়ে হয় 13.14 শতাংশ ৷