দিল্লি, 28 জানুয়ারি : কোভিড 19-এর সংক্রমণে রাশ টানতে সক্ষম হয়েছে ভারত। দেশের পাঁচ ভাগের এক ভাগ জেলায় এক সপ্তাহে কোনও নতুন সংক্রমণের ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত দেশে 24 লাখ লোকের টিকাকরণ হয়েছে।
অ্যামেরিকার পর বিশ্বের মধ্যে সর্বাধিক করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল ভারতে। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই দ্রুত হারে কমতে শুরু করে আক্রান্তের সংখ্য়া। কয়েকটি গবেষণায় দাবি করা হয়েছে, দেশের কয়েকটি এলাকায় হার্ড ইমিউনিটি লক্ষ্য করা গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, ''ভারত সফলভাবে প্যানডেমিক নিয়ন্ত্রণ করতে পেরেছে।'' তিনি জানান, গত 24 ঘণ্টায় কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র 12 হাজার মানুষ। দেশের 718টি জেলার মধ্যে 146টি জেলায় এক সপ্তাহে এবং 18 জেলায় গত দু'সপ্তাহে কোনও নতুন সংক্রমণ ধরা পড়েনি।
আরও পড়ুন: রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ
স্বাস্থ্যমন্ত্রীর দাবি, ''ভারত কোভিড 19-এর গ্রাফকে নামিয়ে এনেছে।'' সংক্রমণের সংখ্যা যেহেতু ধীরে ধীরে কমে আসছে, তাই সরকার 1 ফেব্রুয়ারি থেকে জনগণের জন্য সুইমিং পুল, সিনেমা হল ও প্রেক্ষাগৃহে 50 শতাংশের বেশি আসন ব্যবহারের অনুমতি দেবে বলে জানিয়েছে। খুলে দেওয়া হবে সব ধরনের প্রদর্শনী হলও।
গত 16 জানুারি থেকে দেশে শুরু হয়েছে কোরোনার টিকাকরণ। জুলাই-অগাস্ট মাসের মধ্যে 300 মিলিয়ন মানুষের টিকাকরণ হবে বলে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 10.1 মিলিয়ন। মৃত্যু হয়েছে 1,53,847 জনের।