ETV Bharat / bharat

কোরোনার দ্বিতীয় ঢেউ সুনামির আকার ধারণ করতে পারে, সতর্কবার্তা উদ্ধবের - উদ্ধব ঠাকরে

সম্প্রতি মহারাষ্ট্রে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল । সংক্রমণের হার কমায় ধর্মীয় স্থান খোলার অনুমতি দেওয়া হয় । পাশাপাশি শীঘ্রই স্কুল, কলেজ খোলা হবে বলে জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী । কিন্তু দীপাবলির পর থেকে ফের হু হু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ ।

Covid-19 second wave may be a tsunami, warns Thackeray
Covid-19 second wave may be a tsunami, warns Thackeray
author img

By

Published : Nov 23, 2020, 7:38 AM IST

মুম্বই, 23 নভেম্বর : কোরোনা সংক্রমিতের সংখ্যা 17 লাখ অতিক্রম করেছে । প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন । তাও ধুমধাম করে গণেশপুজো-দীপাবলির মতো উৎসব পালিত হয়েছে মহারাষ্ট্রে । দীপাবলিতে পথে ঘাটে ভিড় দেখা গেছে । সেই দায়িত্বজ্ঞানহীনতার মাশুল দিতে চলেছে মহারাষ্ট্র । দৈনিক সংক্রমণের আকার দেখে ফের লকডাউনের পথে হাঁটতে পারে রাজ্য । তেমনই ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার । কোরোনার দ্বিতীয় ঢেউ এলে তা সুনামির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের । এই বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন তিনি ।

সম্প্রতি মহারাষ্ট্রে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল । সংক্রমণের হার কমায় ধর্মীয় স্থান খোলার অনুমতি দেওয়া হয় । পাশাপাশি শীঘ্রই স্কুল, কলেজ খোলা হবে বলে জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী । কিন্তু দীপাবলির পর থেকে ফের হু হু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ । আরও একবার লকডাউনে পথে হাঁটার ইচ্ছে না থাকলেও প্রয়োজন পড়লে ফের মহারাষ্ট্রে লকডাউন হতে পারে । আট-দশদিনের মধ্যে এই বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । তাই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী উভয়েই সাধারণ মানুষের কাছে প্রোটোকল মেনে চলার অনুরোধ করেছেন ।

উদ্ধব ঠাকরে বলেন, "আমরা এখনও ভ্যাকসিন পাইনি । এর কোনও চিকিৎসাও নেই । তাই ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্য়বস্থা মেনে চলতে হবে । আমরা আরও একবার লকডাউন চাই না । চাই না আগামী পাঁচবছর ধরে লকডাউনের পর লকডাউন হোক । সতর্কতার সঙ্গে সবকটি উৎসব উদযাপিত হলেও বিপদ এখনও কাটেনি ।" ইউরোপ এবং USA-র কিছু অংশে কোরোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়া নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, "এটা ঢেউ নাকি সুনামি বুঝতে পারছি না । এই দেশগুলির থেকে আমাদের শিক্ষা নিতে হবে ।"

এদিকে অজিত পাওয়ার বলেছেন, "দীপাবলিতে ভিড় দেখা গেছে । গণেশ উৎসবেও পথে একটা বড় সংখ্যা মানুষ নেমেছিলেন । আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলছি । পরিস্থিতি বুঝে আট থেকে দশদিনের মধ্যে পুনরায় লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

মুম্বই, 23 নভেম্বর : কোরোনা সংক্রমিতের সংখ্যা 17 লাখ অতিক্রম করেছে । প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন । তাও ধুমধাম করে গণেশপুজো-দীপাবলির মতো উৎসব পালিত হয়েছে মহারাষ্ট্রে । দীপাবলিতে পথে ঘাটে ভিড় দেখা গেছে । সেই দায়িত্বজ্ঞানহীনতার মাশুল দিতে চলেছে মহারাষ্ট্র । দৈনিক সংক্রমণের আকার দেখে ফের লকডাউনের পথে হাঁটতে পারে রাজ্য । তেমনই ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার । কোরোনার দ্বিতীয় ঢেউ এলে তা সুনামির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের । এই বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন তিনি ।

সম্প্রতি মহারাষ্ট্রে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল । সংক্রমণের হার কমায় ধর্মীয় স্থান খোলার অনুমতি দেওয়া হয় । পাশাপাশি শীঘ্রই স্কুল, কলেজ খোলা হবে বলে জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী । কিন্তু দীপাবলির পর থেকে ফের হু হু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ । আরও একবার লকডাউনে পথে হাঁটার ইচ্ছে না থাকলেও প্রয়োজন পড়লে ফের মহারাষ্ট্রে লকডাউন হতে পারে । আট-দশদিনের মধ্যে এই বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । তাই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী উভয়েই সাধারণ মানুষের কাছে প্রোটোকল মেনে চলার অনুরোধ করেছেন ।

উদ্ধব ঠাকরে বলেন, "আমরা এখনও ভ্যাকসিন পাইনি । এর কোনও চিকিৎসাও নেই । তাই ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্য়বস্থা মেনে চলতে হবে । আমরা আরও একবার লকডাউন চাই না । চাই না আগামী পাঁচবছর ধরে লকডাউনের পর লকডাউন হোক । সতর্কতার সঙ্গে সবকটি উৎসব উদযাপিত হলেও বিপদ এখনও কাটেনি ।" ইউরোপ এবং USA-র কিছু অংশে কোরোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়া নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, "এটা ঢেউ নাকি সুনামি বুঝতে পারছি না । এই দেশগুলির থেকে আমাদের শিক্ষা নিতে হবে ।"

এদিকে অজিত পাওয়ার বলেছেন, "দীপাবলিতে ভিড় দেখা গেছে । গণেশ উৎসবেও পথে একটা বড় সংখ্যা মানুষ নেমেছিলেন । আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলছি । পরিস্থিতি বুঝে আট থেকে দশদিনের মধ্যে পুনরায় লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.