ETV Bharat / bharat

করোনা সংকটে 15 জুন পর্যন্ত বন্ধ পুরীর মন্দির

পুরীর মন্দির খোলা থাকা নিয়ে এসজেটি-এর প্রধান কৃষাণ কুমার ও পুরীর কালেক্টর সমরনাথ ভার্মা-সহ উচ্চআধিকরিকরা একটি বৈঠক করেন ৷ তারপরেই জনসাধারণের জন্য 15 জুন পর্যন্ত পুরীর মন্দির বন্ধ রাখার কথা ঘোষণা করা হয় । তবে মন্দিরের সেবায়ত আর প্রশাসন কর্তৃপক্ষ প্রতিদিন নিয়ম করে পুজো চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ৷

author img

By

Published : May 17, 2021, 6:58 AM IST

বন্ধ হল জগন্নাথ দর্শন
বন্ধ হল জগন্নাথ দর্শন

পুরী, 17 মে: জগন্নাথ দর্শন বন্ধ রইল 15 জুন পর্যন্ত ৷ "দ্য শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন" (এসজেটিএ) আর পুরীর জেলা প্রশাসন মিলিতভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে রবিবার ৷

দেশের এই সংকটের সময়ে পুরীর মন্দির খোলা থাকা নিয়ে এসজেটি-এর প্রধান কৃষাণ কুমার ও পুরীর কালেক্টর সমরনাথ ভার্মা-সহ উচ্চআধিকরিকরা একটি বৈঠক করেন ৷ তারপরেই জনসাধারণের জন্য 15 জুন পর্যন্ত পুরীর মন্দির বন্ধ রাখার কথা ঘোষণা করা হয় । তবে মন্দিরের সেবায়ত আর প্রশাসন কর্তৃপক্ষ প্রতিদিন নিয়ম করে পুজো চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ৷

আরও পড়ুন : মানুষের পাশে রেড ভলান্টিয়ার, করোনা মোকাবিলায় বামেদের নতুন প্যারোডি

এসজেটিএ একটি বিবৃতিতে জানিয়েছে "এই সময় যে কোনও সেবায়তের পরিবারের কেউ কোভিড-19-এ আক্রান্ত হলে সমস্যা হবে ৷ নিয়মিত "নীতি-কান্তি", আর "চন্দন যাত্রা", "স্নান যাত্রা", "রথ যাত্রা"য় ব্যাঘাত ঘটতে পারে ৷"

আরও জানানো হয়েছে, মন্দিরের সেবক আর অন্যান্য কর্মীরা যাতে কোভিড-19 আক্রান্ত না হন, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

পুরী, 17 মে: জগন্নাথ দর্শন বন্ধ রইল 15 জুন পর্যন্ত ৷ "দ্য শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন" (এসজেটিএ) আর পুরীর জেলা প্রশাসন মিলিতভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে রবিবার ৷

দেশের এই সংকটের সময়ে পুরীর মন্দির খোলা থাকা নিয়ে এসজেটি-এর প্রধান কৃষাণ কুমার ও পুরীর কালেক্টর সমরনাথ ভার্মা-সহ উচ্চআধিকরিকরা একটি বৈঠক করেন ৷ তারপরেই জনসাধারণের জন্য 15 জুন পর্যন্ত পুরীর মন্দির বন্ধ রাখার কথা ঘোষণা করা হয় । তবে মন্দিরের সেবায়ত আর প্রশাসন কর্তৃপক্ষ প্রতিদিন নিয়ম করে পুজো চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ৷

আরও পড়ুন : মানুষের পাশে রেড ভলান্টিয়ার, করোনা মোকাবিলায় বামেদের নতুন প্যারোডি

এসজেটিএ একটি বিবৃতিতে জানিয়েছে "এই সময় যে কোনও সেবায়তের পরিবারের কেউ কোভিড-19-এ আক্রান্ত হলে সমস্যা হবে ৷ নিয়মিত "নীতি-কান্তি", আর "চন্দন যাত্রা", "স্নান যাত্রা", "রথ যাত্রা"য় ব্যাঘাত ঘটতে পারে ৷"

আরও জানানো হয়েছে, মন্দিরের সেবক আর অন্যান্য কর্মীরা যাতে কোভিড-19 আক্রান্ত না হন, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.