ETV Bharat / bharat

করোনা সাধারণ রোগ, ভয়ের কারণ নেই, অভয়বাণী এইমস-এর ডিরেক্টরের - সাধারণ ইনফেকশন

এইমস-এর ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া বলেন, বর্তমানে করোনার যা অবস্থা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করছে ৷ আর এই ভয়ের থেকেই মানুষজন বাড়িতে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা তৈরি করছে ৷ যার শুরুটা হচ্ছে বাড়িতে রেমডিসিভির ও অক্সিজেন সিলিন্ডার স্টোর করে রাখা দিয়ে ৷ আর যার ফলে হাসাপাতালগুলিতে ওষুধের সাল্পাই কমে গিয়েছে এবং অকারণ ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ৷

covid-19-is-a-mild-disease-and-there-is-no-need-to-panic-said-aiims-director-dr-randeep-guleria
করোনা সাধারণ রোগ, ভীতির কারণ নেই, জানালেন এইমস-র ডিরেক্টর
author img

By

Published : Apr 25, 2021, 8:21 PM IST

নয়াদিল্লি, 25 এপ্রিল : কোভিড-19 সাধারণ একটি রোগ ৷ আর বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ৷ এমনটাই জানালেন এআইআইএমএস-র ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া ৷ আজ করোনা নিয়ে চিকিৎসকদের একটি বৈঠকে একথা বলেন তিনি ৷ যে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন, মেদান্ত হাসপাতালের চেয়ারম্য়ান ডক্টর নরেশ ত্রেহান, অধ্যাপক এবং এইমস-র মেডিসিন বিভাগের প্রধান ডক্টর নভনিত উইগ এবং স্বাস্থ্য পরিষেবা বিভাগের ডিরেক্টর জেনারেল ডক্টর সুনীল কুমার ৷

এই বৈঠকে এইমস-র ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া বলেন, ‘‘বর্তমানে করোনার যা অবস্থা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করছে ৷ আর এই ভয়ের থেকেই মানুষজন বাড়িতে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা তৈরি করছে ৷ যার শুরুটা হচ্ছে বাড়িতে রেমডিসিভির ও অক্সিজেন সিলিন্ডার স্টোর করে রাখা দিয়ে ৷ আর যার ফলে হাসাপাতালগুলিতে ওষুধের সাল্পাই কমে গিয়েছে এবং অকারণ ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ৷’’ এর পরেই তিনি যোগ করেন, ‘‘কোভিড-19 সংক্রমণ একটি সাধারণ ইনফেকশন ৷ সেই কারণেই 85-90 শতাংশ মানুষ খুব সাধারণ উপসর্গে ভুগছেন, যেমন জ্বর, ঠান্ডা লাগা, সর্দি, কাশি, গা-হাত পা ব্যাথা ৷ আর এই সব ক্ষেত্রে রেমডিসিভির বা অন্যান্য আরও বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন নেই ৷’’ তাঁর মতে, এই সব উপসর্গে মানুষ সাধারণ ওষুধ এবং ঘরোয়া উপায়ে কোভিড থেকে সেরে উঠতে পারেন ৷ আর এভাবেই মাত্র 7-10 দিনের মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে ফেরা সম্ভব বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : কোভিড ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, দ্বিতীয় ঢেউ দেশকে নাড়িয়ে দিয়েছে: মোদি

আর যে 10-15 শতাংশ মানুষের শরীরে একাধিক সমস্যা রয়েছে তাঁদের জন্য রেমডিসিভির, অক্সিজেন এবং প্লাজমা প্রয়োজন চিকিৎসার জন্য ৷ আর 5 শতাংশেরও কম মানুষকে ভেন্টিলেটরে রাখার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি ৷

নয়াদিল্লি, 25 এপ্রিল : কোভিড-19 সাধারণ একটি রোগ ৷ আর বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ৷ এমনটাই জানালেন এআইআইএমএস-র ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া ৷ আজ করোনা নিয়ে চিকিৎসকদের একটি বৈঠকে একথা বলেন তিনি ৷ যে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন, মেদান্ত হাসপাতালের চেয়ারম্য়ান ডক্টর নরেশ ত্রেহান, অধ্যাপক এবং এইমস-র মেডিসিন বিভাগের প্রধান ডক্টর নভনিত উইগ এবং স্বাস্থ্য পরিষেবা বিভাগের ডিরেক্টর জেনারেল ডক্টর সুনীল কুমার ৷

এই বৈঠকে এইমস-র ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া বলেন, ‘‘বর্তমানে করোনার যা অবস্থা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করছে ৷ আর এই ভয়ের থেকেই মানুষজন বাড়িতে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা তৈরি করছে ৷ যার শুরুটা হচ্ছে বাড়িতে রেমডিসিভির ও অক্সিজেন সিলিন্ডার স্টোর করে রাখা দিয়ে ৷ আর যার ফলে হাসাপাতালগুলিতে ওষুধের সাল্পাই কমে গিয়েছে এবং অকারণ ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ৷’’ এর পরেই তিনি যোগ করেন, ‘‘কোভিড-19 সংক্রমণ একটি সাধারণ ইনফেকশন ৷ সেই কারণেই 85-90 শতাংশ মানুষ খুব সাধারণ উপসর্গে ভুগছেন, যেমন জ্বর, ঠান্ডা লাগা, সর্দি, কাশি, গা-হাত পা ব্যাথা ৷ আর এই সব ক্ষেত্রে রেমডিসিভির বা অন্যান্য আরও বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন নেই ৷’’ তাঁর মতে, এই সব উপসর্গে মানুষ সাধারণ ওষুধ এবং ঘরোয়া উপায়ে কোভিড থেকে সেরে উঠতে পারেন ৷ আর এভাবেই মাত্র 7-10 দিনের মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে ফেরা সম্ভব বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : কোভিড ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, দ্বিতীয় ঢেউ দেশকে নাড়িয়ে দিয়েছে: মোদি

আর যে 10-15 শতাংশ মানুষের শরীরে একাধিক সমস্যা রয়েছে তাঁদের জন্য রেমডিসিভির, অক্সিজেন এবং প্লাজমা প্রয়োজন চিকিৎসার জন্য ৷ আর 5 শতাংশেরও কম মানুষকে ভেন্টিলেটরে রাখার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.