ETV Bharat / bharat

টোকিয়োয় অলিম্পিক ভিলেজে প্রথম করোনাভাইরাস সংক্রমণ, জানাল আয়োজক সংস্থা - টোকিও অলিম্পিক

বিশ্বজুড়ে করোনাসংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে ৷ এই পরিস্থিতিতে অলিম্পিক হবে কি, হবে না, এ নিয়ে দ্বিধা ছিল ৷ তাও অলিম্পিকের উদ্যোগ নেয় আয়োজক সংস্থা ৷ কিন্তু আজ প্রথম করোনাসংক্রমণের খবর মিলল অলিম্পিক ভিলেজ থেকে, যেখানে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যাথলিটরা থাকেন ৷

টোকিও অলিম্পিক
টোকিও অলিম্পিক
author img

By

Published : Jul 17, 2021, 9:26 AM IST

Updated : Jul 17, 2021, 11:18 AM IST

টোকিয়ো, 17 জুলাই : বিশ্বজুড়ে করোনাসংক্রমণের প্রাদুর্ভাবের জন্য অলিম্পিক হবে কি না, তা নিয়ে দোলাচল ছিল ৷ শেষমেশ জাপানের টোকিয়োতে এ বছর ঐতিহ্যবাহী আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অলিম্পিকের আয়োজন করে উদ্যোক্তারা ৷ এখনও বিশ্বজুড়ে করোনাসংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দাপট চলছে ৷ তাই টোকিয়োবাসীও আপত্তি জানিয়েছিল এই আয়োজনে ৷ সেই সব আপত্তি, বিরোধিতার তোয়াক্কা না করে সময়ের সঙ্গে এগিয়েছে অলিম্পিকের আয়োজন ৷ 23 জুলাই শুরু হচ্ছে এই প্রাচীন ক্রীড়া প্রতিযোগিতা ৷ শেষ হবে 8 অগস্ট ৷

আরও পড়ুন : Tokyo Olympics : অলিম্পিকসের ছাড়পত্র পেয়ে গেলেন টেনিস তারকা সুমিত নাগাল

আর মাত্র ছ'দিন বাকি, তার আগে সব জল্পনা সত্যি করে শেষমেশ টোকিয়োর অলিম্পিক ভিলেজে ধরা পড়ল প্রথম করোনাভাইরাস সংক্রমণ ৷ আজ এই কথা জানিয়েছে আয়োজক সংস্থা ৷ সূত্রে দাবি করা হয়েছে যে সংক্রামিত ব্যক্তি "নন-অ্যাথলিট" (Non-Athlete) ৷

বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা এখানে থাকেন ৷ এবার 206টি দেশ থেকে প্রায় 11 হাজার অ্যাথলিট 33টি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ৷

করোনা সংক্রমণ প্রতিরোধে টোকিয়োতে জরুরি অবস্থা জারি থাকছে অলিম্পিক গেমসের সময় ৷ ফলে দর্শক শূন্য মাঠেই খেলা হবে ৷ তাও প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ আজ সকালে ভারতের শ্যুটিং দল টোকিয়ো পৌঁছেছে ৷ করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷

এই পরিস্থিতিতে টোকিয়ো অলিম্পিকস এবং প্যারাঅলিম্পিক আয়োজক কমিটি কিছু বিশেষ নির্দেশিকা ঘোষণা করেছে ৷

  • অ্যাথলিট, উপস্থাপক (presenter) আর ভলান্টিয়ার-রা (volunteer) সব সময় মাস্ক পরে থাকবেন ৷
  • দূরত্ববিধি (Social Distancing) বজায় রাখতে স্বর্ণ (Gold) আর রৌপ্য (Silver) এবং স্বর্ণ (Gold) আর ব্রোঞ্জ (Bronze) পোডিয়ামের (Podium) মধ্যে অতিরিক্ত একটি পোডিয়াম রাখা হবে ৷
  • উপস্থাপকেরা মাঠে অ্যাথলিটদের জন্য অপেক্ষা করবেন ৷ কিন্তু শোভাযাত্রায় অ্য়াথলিটদের সঙ্গে অংশগ্রহণ করবেন না ৷
  • সব উপস্থাপককে ভ্যাকসিন দেওয়া হবে ৷
  • প্রতিটি ইভেন্টে শুধুমাত্র একজন আইওসি (IOC) সদস্য আর একজন ইন্টারন্যাশনাল ফেডারেশনের প্রতিনিধি (International Federation Representative) উপস্থিত থাকবেন ৷
  • একটি ট্রে-তে মেডেল এবং উপহার (ফুল ও একটি ছোট্ট টোকিও 2020 ম্যাসকট) সাজিয়ে একটি টেবিলে বা কোনও স্ট্যান্ডে রাখা থাকবে ৷
  • উপস্থাপকেরা টেবিল বা স্ট্যান্ড থেকে ট্রে নিয়ে যাবেন জয়ী প্রতিযোগীর কাছে ৷ তিনি ট্রে থেকে মেডেল আর উপহার তুলে নেবেন ৷ এতে উপস্থাপকের সঙ্গে প্রতিযোগীর সরাসরি কোনও সংস্পর্শের সুযোগ ঘটবে না ৷
  • সোনার মেডেলের পোডিয়ামে (Gold Medal Podium) কোনও গ্রুপ ফোটো তোলা হবে না ৷

অনুষ্ঠানের আগে অ্যাথলিট, উপস্থাপক, ভলান্টিয়ারদের সমস্ত নির্দেশিকা জানিয়ে দেওয়া হবে ৷

টোকিয়ো, 17 জুলাই : বিশ্বজুড়ে করোনাসংক্রমণের প্রাদুর্ভাবের জন্য অলিম্পিক হবে কি না, তা নিয়ে দোলাচল ছিল ৷ শেষমেশ জাপানের টোকিয়োতে এ বছর ঐতিহ্যবাহী আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অলিম্পিকের আয়োজন করে উদ্যোক্তারা ৷ এখনও বিশ্বজুড়ে করোনাসংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দাপট চলছে ৷ তাই টোকিয়োবাসীও আপত্তি জানিয়েছিল এই আয়োজনে ৷ সেই সব আপত্তি, বিরোধিতার তোয়াক্কা না করে সময়ের সঙ্গে এগিয়েছে অলিম্পিকের আয়োজন ৷ 23 জুলাই শুরু হচ্ছে এই প্রাচীন ক্রীড়া প্রতিযোগিতা ৷ শেষ হবে 8 অগস্ট ৷

আরও পড়ুন : Tokyo Olympics : অলিম্পিকসের ছাড়পত্র পেয়ে গেলেন টেনিস তারকা সুমিত নাগাল

আর মাত্র ছ'দিন বাকি, তার আগে সব জল্পনা সত্যি করে শেষমেশ টোকিয়োর অলিম্পিক ভিলেজে ধরা পড়ল প্রথম করোনাভাইরাস সংক্রমণ ৷ আজ এই কথা জানিয়েছে আয়োজক সংস্থা ৷ সূত্রে দাবি করা হয়েছে যে সংক্রামিত ব্যক্তি "নন-অ্যাথলিট" (Non-Athlete) ৷

বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা এখানে থাকেন ৷ এবার 206টি দেশ থেকে প্রায় 11 হাজার অ্যাথলিট 33টি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ৷

করোনা সংক্রমণ প্রতিরোধে টোকিয়োতে জরুরি অবস্থা জারি থাকছে অলিম্পিক গেমসের সময় ৷ ফলে দর্শক শূন্য মাঠেই খেলা হবে ৷ তাও প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ আজ সকালে ভারতের শ্যুটিং দল টোকিয়ো পৌঁছেছে ৷ করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷

এই পরিস্থিতিতে টোকিয়ো অলিম্পিকস এবং প্যারাঅলিম্পিক আয়োজক কমিটি কিছু বিশেষ নির্দেশিকা ঘোষণা করেছে ৷

  • অ্যাথলিট, উপস্থাপক (presenter) আর ভলান্টিয়ার-রা (volunteer) সব সময় মাস্ক পরে থাকবেন ৷
  • দূরত্ববিধি (Social Distancing) বজায় রাখতে স্বর্ণ (Gold) আর রৌপ্য (Silver) এবং স্বর্ণ (Gold) আর ব্রোঞ্জ (Bronze) পোডিয়ামের (Podium) মধ্যে অতিরিক্ত একটি পোডিয়াম রাখা হবে ৷
  • উপস্থাপকেরা মাঠে অ্যাথলিটদের জন্য অপেক্ষা করবেন ৷ কিন্তু শোভাযাত্রায় অ্য়াথলিটদের সঙ্গে অংশগ্রহণ করবেন না ৷
  • সব উপস্থাপককে ভ্যাকসিন দেওয়া হবে ৷
  • প্রতিটি ইভেন্টে শুধুমাত্র একজন আইওসি (IOC) সদস্য আর একজন ইন্টারন্যাশনাল ফেডারেশনের প্রতিনিধি (International Federation Representative) উপস্থিত থাকবেন ৷
  • একটি ট্রে-তে মেডেল এবং উপহার (ফুল ও একটি ছোট্ট টোকিও 2020 ম্যাসকট) সাজিয়ে একটি টেবিলে বা কোনও স্ট্যান্ডে রাখা থাকবে ৷
  • উপস্থাপকেরা টেবিল বা স্ট্যান্ড থেকে ট্রে নিয়ে যাবেন জয়ী প্রতিযোগীর কাছে ৷ তিনি ট্রে থেকে মেডেল আর উপহার তুলে নেবেন ৷ এতে উপস্থাপকের সঙ্গে প্রতিযোগীর সরাসরি কোনও সংস্পর্শের সুযোগ ঘটবে না ৷
  • সোনার মেডেলের পোডিয়ামে (Gold Medal Podium) কোনও গ্রুপ ফোটো তোলা হবে না ৷

অনুষ্ঠানের আগে অ্যাথলিট, উপস্থাপক, ভলান্টিয়ারদের সমস্ত নির্দেশিকা জানিয়ে দেওয়া হবে ৷

Last Updated : Jul 17, 2021, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.