ETV Bharat / bharat

নাগপুরে 12-18 বছর বয়সীদের কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

নাগপুরের এক হাসপাতালে শুরু হল অপ্রাপ্তবয়স্কদের মধ্যে কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ৷ 12-18 বছর বয়সী মোট 50 জনকে এর জন্য বেছে নেওয়া হয়েছে ৷ সারা দেশে মোট 4 জায়গায় হবে ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ৷

Covid-19 bharat-biotech-conducts-covaxin-clinical trial-on-age-group-between-2-and-18
নাগপুরে 12-18 বছর বয়সীদের মধ্যে শুরু কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল
author img

By

Published : Jun 6, 2021, 7:45 PM IST

নাগপুর, 6 জুন : নাগপুরে 12 থেকে 18 বছর বয়সীদের উপর কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল ভারত বায়োটেক ৷ গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার জেনারেলের ছাড়পত্র পাওয়ার পর আজ থেকেই নাগরপুর এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে হায়দরাবাদের এই সংস্থাটি ৷ দেশের মোট চার জায়গায় এই ট্রায়াল চলবে বলে জানিয়েছে ভারত বায়োটেক ৷

নাগপুরের মেদিত্রিনা হাসপাতালের শিশু চিকিৎসক বসন্ত খালাতকারের তত্ত্বাবধানে এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে ৷ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, 12-18 বছরের মধ্যে মোট 50 জনকে এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বেছে নেওয়া হয়েছে ৷ তাঁদের রক্ত পরীক্ষা করানো হবে ৷ এর জন্য রক্তের নমুনাও ইতিমধ্যে নেওয়া হয়েছে ৷ সেই রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে এলে শুরু হবে কোভ্যাকসিনের ট্রায়াল ৷

আরও পড়ুন : শীঘ্রই শিশুদের উপর কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল দিল্লি এইমস’র

ভ্যাকসিন দেওয়ার আগে ও পরে জেলা প্রশাসনের তরফেও 12-18 বছর বয়সী ওই গ্রাহকদের উপর নজর রাখা হবে ৷ সেই সঙ্গে, তাদের অ্যান্টিবডি টেস্ট করা হবে ৷ মোট তিন ধাপে ভ্যাকসিনেশন ট্রায়াল চলবে ৷ প্রথমধাপে 12-18 বছরের মধ্যে হবে ক্লিনিক্যাল ট্রায়াল ৷ তার পর 6-12 বছরের মধ্যে এবং সবশেষে হবে 2-6 বছরের শিশুদের মধ্য়ে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ৷

নাগপুর, 6 জুন : নাগপুরে 12 থেকে 18 বছর বয়সীদের উপর কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল ভারত বায়োটেক ৷ গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার জেনারেলের ছাড়পত্র পাওয়ার পর আজ থেকেই নাগরপুর এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে হায়দরাবাদের এই সংস্থাটি ৷ দেশের মোট চার জায়গায় এই ট্রায়াল চলবে বলে জানিয়েছে ভারত বায়োটেক ৷

নাগপুরের মেদিত্রিনা হাসপাতালের শিশু চিকিৎসক বসন্ত খালাতকারের তত্ত্বাবধানে এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে ৷ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, 12-18 বছরের মধ্যে মোট 50 জনকে এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বেছে নেওয়া হয়েছে ৷ তাঁদের রক্ত পরীক্ষা করানো হবে ৷ এর জন্য রক্তের নমুনাও ইতিমধ্যে নেওয়া হয়েছে ৷ সেই রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে এলে শুরু হবে কোভ্যাকসিনের ট্রায়াল ৷

আরও পড়ুন : শীঘ্রই শিশুদের উপর কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল দিল্লি এইমস’র

ভ্যাকসিন দেওয়ার আগে ও পরে জেলা প্রশাসনের তরফেও 12-18 বছর বয়সী ওই গ্রাহকদের উপর নজর রাখা হবে ৷ সেই সঙ্গে, তাদের অ্যান্টিবডি টেস্ট করা হবে ৷ মোট তিন ধাপে ভ্যাকসিনেশন ট্রায়াল চলবে ৷ প্রথমধাপে 12-18 বছরের মধ্যে হবে ক্লিনিক্যাল ট্রায়াল ৷ তার পর 6-12 বছরের মধ্যে এবং সবশেষে হবে 2-6 বছরের শিশুদের মধ্য়ে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.